Header Ads Widget

Responsive Advertisement

কপিরাইট নীতিমাল

বেঙ্গলি বাইবেল টিচিং কপিরাইট নিয়ম কেন আছে?


আমরা আমাদের ওয়েবসাইটে কেন কপিরাইট লাগিয়েছি? এর উওর আমাদের পাঠক -পাঠিকাদের সুস্পষ্ট করে দিতে চাই। আমরা দেখেছি আমাদের ওয়েবসাইটে আর্টিকেল অনেকে কপি করে নিজস্ব আর্টিকেল হিসাবে নিজেদের ওয়েবসাইটে এবং বিভিন্ন প্লাটফর্মে ছেড়ে থাকে। এখানে দেখুন মিথ্যা কাজটিকে আপনার নিজের বলে চালানো হচ্ছে। এটি প্রতারণা করা বোঝায় কারণ এই লেখার উপরে অন্য কারোর পরিশ্রম রয়েছে। অন্য কারো মালিকাধীন কিছু নেওয়া এটি চুরি করা বোঝায়। তাই বাইবেল চুরি করাকে অনুচিত বলে যেমনটি এই সব বাক্যেয় উল্লেখ রয়েছে; (লেবীয় ১৯:১১, মথি ১৯:১৮, মার্ক ১০:১৯, লুক ১৮:২০, রোমীয় ১৩: ৯) চুরি যেকোনো রূপে একজন খ্রিস্টান জন্য এটি এক্কেবারেই অগ্রহণযোগ্য। 

একজন খ্রিস্টানকে কখনো চুরি করা উচিত নয়। চুরি করা ঈশ্বরকে অসম্মান করা বোঝায় কারণ আপনি বাইবেলের বিপরীত কাজ করছেন। চুরি করা, মিথ্যা, প্রতারণা ঈশ্বরের শব্দের অবাধ্যতার চৌর্যবৃত্তি। এটি ঈশ্বরের কাছে আপত্তি কর। এটি সেই ব্যক্তির উপাদানের অপমান যেখান থেকে আপনি চুরি করেছেন তাই বাক্য বলে; (চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সদ্ব্যাপারে পরিশ্রম করুক, যেন দীনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে। ইফিষীয় ৪:২৮) এই বাক্যের অনুরূপ আমরা যেন চুরি না করি। চুরি না করে বরং নিজে কষ্ট করে অর্থাৎ পরিশ্রম করি। পরিশ্রম করে আর্টিকেল লিখে পোস্ট করি। ঈশ্বরের ইচ্ছা থাকলে আপনি আপনার পরিশ্রমের ফল পেতে পারেন। অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে শিক্ষা নিতে পারেন কিন্তু কপি করা অধিকার আমরা দেই না। যাই হোক বেঙ্গলি বাইবেল টিচিং উপাদান গুলি আর্থিক লাভের জন্য ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমাদের ওয়েবসাইট দ্বারা প্রকাশিত পোস্ট গুলো অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি/ বাংলা সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়ে থাকে তাই, সে ক্ষেত্রে কাকতালিয়াভাবে অন্য কোনো পোস্টের সোর্স সাথে মিলে যেতে পারে। এক্ষেত্রে যদি মুল বিষয়বস্তটি আপনার এবং আপনি চান না যে ওই বিষয় বস্তুটি অন্য কোথাও প্রকাশিত হোক তাহলে আমাদের জানাতে পারেন।
x

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ