আমাদের সম্পর্কেঃ
www.bengalibibleteaching.com ওয়েবসাট এর পক্ষ থেকে সকল পাঠক - পাঠিকাদের প্রভু যীশু খ্রীষ্টের সম্ভাষণে শালোম এলেইকেম অর্থাৎ আপনাদের উপর শান্তি হোক। অনেকে জানার চেষ্টা করে এই ওয়েবসাইট কি? এবং কেন - কিসের জন্য সূচনা করা হয়েছে? তা আমরা পাঠক ও পাঠিকাদের সুস্পষ্ট করে দিতে চাই। এই ওয়েবসাইটটি হল; খ্রিষ্টীয় বিশ্বাসীদের ওয়েবসাইট। এই ওয়েবসাইট বাংলাভাষী পাঠক-পাঠিকাদের বাংলায় বাইবেল শিক্ষা দেওয়ার জন্য সূচনা করা।
এই ওয়েবসাইট কিসের জন্য সূচনা করা হয়েছে তার উদ্দেশ্য হলো; বর্তমান দিনে আমরা দেখতে পাই ভিন্ন - ভিন্ন চার্চ বা মন্ডলী, এমনকি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বাইবেল নিয়ে বিভ্রান্তিকর শিক্ষা দেওয়া হয়, যা বাইবেলের বিপরীত শিক্ষা হয়ে থাকে। কোনো কারণ বশত খ্রীষ্ট বিশ্বাসীরা সঠিক অর্থে বাইবেলের শিক্ষা পেতে পারছে না, তাই এটি আবশ্যক হয়ে পড়ে আমাদের লোকাল ভাষায় বিশ্বাসীদের বাইবেলের প্রকৃত নীতিগুলি বোঝা, আর তারা আধ্যাত্মিক বৃদ্ধি পায় এবং খ্রিষ্টের জন্য ফলপ্রসু হতে পারেন। এই ওয়েবসাইটের খ্রিষ্টীয় বিশ্বাসীদের বাংলায় বাইবেলের গভীর নীতিগুলি শিখতে, বুঝতে এবং প্রচার করতে উৎসাহিত করা। তাছাড়া ভন্ড শিক্ষকদেরকে খন্ডন করা ও বাইবেলের নানা প্রশ্নোত্তর প্রস্তুত করা।
x
0 মন্তব্যসমূহ