Header Ads Widget

Responsive Advertisement

পবিত্র জল সম্পর্কে বাইবেল কি বলে?| What does the Bible say about holy water?

পবিত্র জল সম্পর্কে বাইবেল কি বলে?

লেখকঃ- এসো বাইবেল শিখি/শিখুন।

বর্তমান দিনে এই পবিত্র জল খ্রিষ্টানদের এক বিশ্বাসের প্রতীক দাঁড়িয়েছে। লোক খ্রিষ্টকে এতো বিশ্বাস করে না যত পরিমাণে এই পবিত্র জল বিশ্বাস করে। এই পবিত্র জল ব্যবসার এক মুল প্রাধান্যতা পেয়েছে। যে কোন রোগ-আজার হলেই পবিত্র জল। এই পবিত্র জল সম্পর্কে একটি ঘোটনা সংক্ষেপে আপনাদের জানতে চাই, এই পবিত্র জলকে লোক কেমন বিশ্বাস করে বলে!

পবিত্র জল সম্পর্কে ভুল ধারণা (Misconceptions of the Holy Water)

এই বিষয় বস্তুর লেখক আমি অর্থাৎ সোমায় মুর্ম্মু আমার একজন হিন্দু অবিশ্বাসী বন্ধু ছিল। যাকে আমি খুবই ভালোবাসতাম। একদিন তাঁর মা একটি জটিল রোগে আক্রান্ত হয়। সেই বন্ধু জানত যে, আমি খ্রিষ্টীয় বিশ্বাসী, তো আমায় ফোন করে বলল ভাই, এই রকম ব্যাপার আমার মা না খুব অসুস্থ। বন্ধু আমার, আমার মায়ের জন্য কিছু কর। পারবি তো এখন-ই আয়, আর আমার মায়ের জন্য প্রার্থনা করে দে। তখন আমি বললাম বন্ধু এখন তো যেতে পারব না একটু দেরি হবে। তখন আমায় বলল ঠিক আছে তুই না আসলে আপাতত পবিত্র জল পাঠিয়ে দে অর্থাৎ প্রার্থনার জল। তখন আমি তাকে বুঝিয়ে ও ছিলাম যে, বন্ধু পবিত্র জল বলে কোন কিছু নেই। প্রার্থনাতেই শক্তি রয়েছে কোন জলে নয়। 

Image by StockSnap from Pixabay

কথা বলার পর কয়েক ঘণ্টার পর আমি বন্ধুর বাড়িতে যাই। আমার যাওয়ার পূর্বেই অন্য বিশ্বাসী লোকেরা উপস্থিত ছিল মানে বন্ধুর আত্মিয়, যারা খ্রিষ্টান ছিল। গিয়ে দেখি তার মায়ের অবস্থা খুবই খারাপ। বন্ধুর মা যন্ত্রনায় ছটপট করছিল। তখন বন্ধু, আমায় বলল ওই  পবিত্র জল নিয়ে এসেছিস কি ! যদি নিয়ে আসোনি তাহলে প্রার্থনা করে জল খাইয়ে দে! যদি যন্ত্রনাটা কমে, দুঃখের ব্যাপার আমার পূর্বেই সেই অন্য খ্রিষ্টীয় বিশ্বাসীরা, তারা পবিত্র জল বন্ধুর মাকে খাইয়ে দিয়ে ছিল। দেখছেন লোকদের “পবিত্র জল” সম্পর্কে কি পরিমানে অন্ধ বিশ্বাস। 

পবিত্র জল কি? (What is holy water in Christianity)

পবিত্র জল হল সেই জল, যা পাদ্রী বা পাষ্টোর/ যাজক এবং ধর্মীয় কোন ব্যক্তির দ্বারা আশির্বাদ করা হয়। এবং কোনো কিছুই পবিত্র করতে ব্যবহার করা হয়ে থাকে যেমন; মন্ডলী, বাড়ি, বাস্তু, ব্যক্তি এবং বস্তু বিশেষ। তো এখন প্রশ্ন আসা স্বাভাবিক তবে বাইবেল কি পবিত্র জল সম্পর্কে কিছু বলে? 

এর উত্তর না। র্তমান দিনে জলকে যেই ভাবে পবিত্র জল বলে ব্যবহার করা হয়, বাইবেল এই বিষয় নিরব অর্থাৎ এক কোথায় বলতে গেলে পবিত্র জল প্রচলন বাইবেল ভিত্তিক নয়‌। আদি মণ্ডলীতে এই পবিত্র জলের কোন প্রচলন ও ছিল না। জলের বিষয়ে বাইবেলে অনেক কিছু লিখিত রয়েছে যেমন বাক্য বলে; (লেবীয় পুন্তক ১৫:৫লেবীয় পুন্তক ১৫:১৬লেবীয় পুন্তক ১৭:১৫)। পুরাতন নিয়মে ইস্রায়েলদের কোন কিছু স্পর্শ করার পূর্বে শুদ্ধ করার জন্য তাদেরকে জল দিয় অশুচি জিনিস গুলি পরিস্কার করা প্রয়োজন ছিল। ঠিক একই ভাবে নূতন নিয়মে পাপ থেকে মন পরিবর্তন করার জন্য জলে বাপ্তিস্ম নেওয়া কথা বলা হয়েছে যথা; (প্রেরিত ২:৩৮মার্ক ১৬:১৬মথি ৩:১১)।

জল পবিএ বলে কোন কিছু উল্লেখ নেই। সৃষ্টির কোন বস্তুকে ঈশ্বর পবিত্র বলেননি। বরং ঈশ্বর সৃষ্টির বস্তুকে বলেছিলেন উওম/ আর উতি উওম‌। উওম/ অতি উওম কিছু ঘোষণা করার অর্থ এটি পবিত্র নয়। কেবলমাত্র ঈশ্বরই পবিত্র এবং তিনিই খ্রীষ্টের মাধ্যমে আমাদের পবিত্র করতে পারেন। Catholic Encyclopedia অনুসারে  পবিত্র জল প্রাচীনতম ব্যবহারগুলি নবম শতাব্দীতে উপস্থিত হয়েছিল। কনস্টান্টিনোপল কাউন্সিলের 65 এর ক্যানন অনুসারে 691 সালে অনুষ্ঠিত হয়। এই রীতিনীতি অমাবস্যার পৌত্তলিক উদযাপনকে সমর্থন করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এখন ক্যাথলিক মণ্ডলীর প্রবেশ পথে পবিত্র জল স্থায়ীভাবে ধরে রাখা হয়েছে। প্রতিটি চন্দ্র মাসের প্রথম দিকে আশীর্বাদ পাওয়া যায় এবং প্রবেশকালে পৃষ্ঠপোষকদের উপরে ছিটিয়ে দেওয়া হয়।

উপসংহারঃ- পবিত্র জল বাইবেল ভিত্তিক নয়। জলের উপরে বিশ্বাস/ ভরসা করা এটি একটি কুসংস্কার। বাইবেল আমাদের যীশু খ্রীষ্টের উপরে বিশ্বাস/ ভরসা করতে শিক্ষা প্রদান করেন যেমন বাক্যে সুস্পষ্ট ভাবে বলে যথা; (যোহন ৬:৩৫যোহন ১৪:১প্রেরিত ১৯:৪১ যোহন ৩:২৩)। বাইবেল আমাদের পবিত্র জল নয় বরং অন্তত জীবনের জল সম্বন্ধে শিক্ষা প্রদান করেন। যদি সত্যই আপনারা সেই অন্তত জীবনের জলের জন্য আগ্ৰহী তবে বাক্য বলছে; যোহন ৪:১৪যোহন ৭:৩৭-৩৮ SBCL, প্রকাশিত বাক্য ২১:৬প্রকাশিত বাক্য ২২:১৭)। বাইবেল কোথাও খ্রিস্টানদের যে কোনও উপায়ে, আকারে “পবিত্র জল” ব্যবহার করার নির্দেশ দেয় না। পবিত্র জলের ক্যাথলিক ব্যবহার বাইবেলের নয়।

ঈশ্বর সকলকে বোঝার মতো জ্ঞান প্রদান করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ