Header Ads Widget

Responsive Advertisement

খ্রিস্টানদের কি সাধুদের কাছে প্রার্থনা করা উচিত?| Should Christians pray to saints?

খ্রিস্টানদের কি সাধুদের কাছে প্রার্থনা করা উচিত? 

লেখকঃ এসো বাইবেল শিখি/ শিখুন।

আজকের বিষয় বস্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা বাইবেল ভিত্তিক দেখার চেষ্টা করি বাইবেল এই বিষয় নিয়ে কি শিক্ষা প্রদান করে। 

Photo by Joshua Davis on Unsplash 

খ্রিষ্টানদের মধ্যে এক Denomition আছে যার নাম রোমান ক্যাথলিক। খ্রিস্টান (রোমান ক্যাথলিক) মাধ্যমে এক অদ্ভুত ভ্রান্ত ধারণা প্রচলন রয়েছে। তারা কিছু সাধুদের উদ্দেশ্যে প্রার্থনা করেন যেমন Gertrude, Rita, Sylvester, Vincent, Agnes ইত্যাদি ইত্যাদি। অনেক ক্যাথলিক প্রার্থনার উপর অফিসিয়াল রোমান ক্যাথলিক শিক্ষার থেকে পৃথক হয়ে যায়। রোমান ক্যাথলিক সাধূদের কাছে প্রার্থনা করাকে অনুচিত বলে মনে করে না, তখন তারা বলে; আমাদের সাধুদের কাছে প্রার্থনা করার কারণটি হ'ল তারা এখনও খ্রীষ্টের দেহের সদস্য। রোমান ক্যাথলিক চার্চের বিশ্বাস এই যে সাধুগণ সত্যই মৃত নন, উদাহরণস্বরূপ কিছু বাইবেলের বাক্যের সঙ্গ নিয়ে বসে যেমন কিছু বাক্যে; (যোহন ১১:২৫যোহন ৬:৫১)। এই দুই বাক্যেয় লেখা আছে সাধুরা বেঁচে রয়েছে। তো, এই রকম কিছু বাক্যের সঙ্গ নিয়ে বলে, দেখো সাধুরা বেঁচে রয়েছে, সাধুরা তো আর মৃত্যুর অবস্থায় নেই। কারণ খ্রীষ্ট যীশুতে তাদের বিশ্বাসের দ্বারা, এবং তাঁর দেহ ও রক্ত ​​গ্রহণের মধ্য দিয়ে, তারা যে জীবন পেয়েছে তা সাধুরা স্বর্গে বেঁচে আছেন। তখন রোমান ক্যাথলিকরা বলে তাঁরা বেঁচে থাকার কারণে, আমরা বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে আমাদের জন্য সুপারিশ/ অনুরোধ করতে তাদের কাছে যেতে পারি। তারা স্বর্গে আমাদের জন্য প্রার্থনা করবে। আমরা বিশ্বাস করি যে সাধুগণ সাহায্যের জন্য, ঈশ্বর আমাদের অনুরোধগুলি গ্রহণ করবেন। এবং সাধুগণ ঈশ্বরের কাছে আমাদের হয়ে উপস্থাপন করবেন।

আপনাদের বলি রোমান ক্যাথলিকদের এটি এমন একটি কথা ধরুন; আপনি কোন ভালো কোম্পানিতে জব করতে চাইছেন, সতত চেষ্টার ফলে ও আপনি ব্যর্থ। কারণ আপনার লাইন আসার পূর্বে অন্য কেউ সেই লাইন পেয়ে যায়। তখন আপনি খোঁজ নেওয়ার চেষ্টা করেন, আচ্ছা সেই কোম্পানিতে আমার কোন আত্মীয় জব-টব করে কিনা! যখন দেখেন হাঁ আপনার কেউ আত্মীয় জব করে। তখন আপনি আত্মীয় সুপারিশ নিয়ে সেই কোম্পানিতে জব নেওয়ার চেষ্টা করেন। এবং অবশেষে সফল ও হয়ে যান। ঠিক তদ্রুপ রোমান ক্যাথলিকদের এই শিক্ষা। এটি একটি ভ্রান্ত শিক্ষা সাধুগণ কখনও সুপারিশ/ অনুরোধ করতে পারে না। কারণ বাইবেল শিক্ষা দেয় স্বয়ং প্রভু যীশু খ্রীষ্টই একমাত্র মধ্যস্থতাকারী যেমন সুস্পষ্ট ভাবে বাক্যে বলে যথা; ( তীমথিয় ২:৫-৬ইব্রীয় ১২:২৪)। আমাদের জন্য ঈশ্বরের সাথে মধ্যস্থতা করতে পারে এমন আর কেউ নেই। যেহেতু যীশু একমাত্র মধ্যস্থতাকারী, তাই সাধুগণ মধ্যস্থতাকারী হতে পারেন না। তাছাড়া পবিত্র আত্মা ও আমাদের জন্য  মধ্যস্থতা করে থাকেন যেমন এই বাক্যে বলে যথা; (রোমীয় ৮:২৬-২৭ IRVBEN)। 

বাইবেল শিক্ষা দেয় স্বয়ং প্রভু যীশু খ্রীষ্ট ও পবিত্র আত্মাই আমাদের প্রার্থনার জন্য মধ্যস্থতা করেন। বাইবেল আরও আমাদের শিক্ষা দেয়, যীশু খ্রীষ্ট, নিজেই পিতার আগে আমাদের জন্য মধ্যস্থতা/ সুপারিশ করে থাকেন যেমন বাক্য বলে যথা; (ইব্রীয় ৭:২৫ SBCL)। যীশু জীবিত রয়েছেন তিনি নিজেই আমাদের জন্য সুপারিশ/ অনুরোধ করছেন। তিনিই আমাদের জন্য মধ্যস্থতাকারী, তবে কেন খ্রিষ্টীয় বিশ্বাসীদের জন্য সাধুগণের আমাদের মধ্যস্থতার জন্য প্রয়োজন? তখন রোমান ক্যাথলিকরা বলে নানা আমরা সাধুদের কাছে প্রার্থনা করি না। আমরা তো এটাও বিশ্বাস করি যে যীশুই একমাত্র মধ্যস্থতাকারী। যীশুই আমাদের জন্য সুপারিশ/ অনুরোধ করেন। তখন নিজের শিক্ষাকে সঠিক প্রমাণিত করার জন্য তারা কিছু বাক্যের সাহারা নেয় আর বলে, বাইবেল একের অপরের কাছে প্রার্থনা করতে শিক্ষা দেয় যেমন তাদের হিসেবে বাক্যে (আদি ২০:৭, ইয়োব ৪২:৮, রোমীয় ১৫:৩০-৩২, যাকোব ৫:১৬-১৭ ইত্যাদি ইত্যাদি)। এই সকল বাক্য দেখিয়ে রোমান ক্যাথলিক বলে দেখুন, বাইবেলে একের অপরের কাছে প্রার্থনা করতে শিক্ষা দেয়। ঠিক তদ্রুপ আমরা আমাদের সাধুগণদের কাছে প্রার্থনা করি, আর সাধুরা সেই প্রার্থনাকে প্রভু যীশুর কাছে নিয়ে যায়। রোমান ক্যাথলিকরা যুক্তি দিয়ে থাকে, সাধুগণের কাছে প্রার্থনা করা, পৃথিবীতে এখানে কাউকে আমাদের জন্য প্রার্থনা করতে বলার চেয়ে আলাদা নয়। তখন তারা বাইবেলের কিছু বাক্য পুনরায় সহায়তা নিয়ে বলে, দেখো বাইবেলে সাধুদের কাছে প্রার্থনার অনুমোদন ও দিয়ে থাকে। রোমান ক্যাথলিকদের কি সেই উওম বাক্য একটু দেখে নেওয়া যাক; (প্রকাশিত বাক্য ৫:৮প্রকাশিত বাক্য ৮:৩-৪)।  

এই ধরনের কিছু বাক্য দেখিয়ে বলে; দেখো এখানে পবিত্রগণ মানে সাধুগণ ঈশ্বরের কত কাছে রয়েছে। পবিত্রগণ অর্থাৎ সাধুগণের প্রার্থনা ঈশ্বরের সম্মুখে রয়েছে। এটি সাধুদের মধ্যস্থতা কীভাবে কাজ করে তার একটি সুন্দর চিত্র। এই সকল বাক্যে দেখিয়ে বলে সাধুদের কাছে প্রার্থনা করা যথার্থ প্রমাণ রয়েছে। আপনাদের বলি, রোমান ক্যাথলিকরা নিজেই বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে, কারণ কখনও তারা বলে, নানা আমরা প্রার্থনা করিনা, আবার কখনও বলে, যে হাঁ বাইবেলে সাধুদের প্রার্থনা করার উপযুক্ত প্রামান রয়েছে, সুতরাং প্রার্থনা করা উচিত। রোমান ক্যাথলিক ভাই ও বোনেরা পূর্বে সিদ্ধান্ত নিক যে, সাধুদের কাছে প্রার্থনা করা উচিত কিনা বলে! রোমান ক্যাথলিকদের তুলে ধরা বাক্যের সম্পর্কে সংক্ষেপে বলি, এই বাক্য কখনও রোমান ক্যাথলিকদের সাধুগণের কথা বলা হয়নি কারণ এখন সাধুগণ বা ধার্ম্মিক জীবিত হয়ে উঠেনি যেমন বাক্যে সুস্পষ্ট ভাবে বলে যথা; (যোহন ৬:৫৪)। 

সাধুদের কাছে প্রার্থনা করার কোনও শাস্ত্রীয় ভিত্তি নেই। এটি একটি ভ্রান্ত শিক্ষা। বাইবেল একেবারে কোনও ইঙ্গিত দেয় না যে, সাধুগণ আমাদের প্রার্থনা শুনতে পারেন। সাধুগণ সর্বজ্ঞানী নন। এমনকি স্বর্গে মহিমান্বিত হননি। তারা এখনও সীমাবদ্ধ ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ। তারা কীভাবে লক্ষ লক্ষ মানুষের প্রার্থনা শুনতে পায়? সাধুরা এখন ও জীবিত হয়ে উঠেননি। সুতরাং মৃতদের কাছে প্রার্থনা করা উচিত নয়। বাইবেল যখনই মৃত ব্যক্তির সাথে প্রার্থনা বা কথা বলার কথা উল্লেখ করে, তখন তা জাদুবিদ্যা জড়িত হিসেবে দেখে থাকে, আর বাইবেলে তা তীব্র ভাবে নিন্দা করে, যেমন সুস্পষ্ট ভাবে বাক্যে বলে যথা; (দ্বিতীয় বিবরণ ১৮:১১-১২ IRVBEN)। সাধুগণের কাছে প্রার্থনা করা, এবং পৃথিবীতে এক বন্ধুকে আমাদের জন্য প্রার্থনা করার অনুরোধ করা থেকে সম্পূর্ণ আলাদা। পৃথিবীতে মানুষ, একের অপরের জন্য প্রার্থনা করার বাইবেলের ভিত্তি রয়েছে, কিন্তু স্বর্গীয় সাধুদের কাছে প্রার্থনা করার কথা বলার কোনও বাইবেলের ভিত্তি নেই। বাইবেলে কথাও উল্লেখ নেই, যদি কিছু প্রার্থনায় যাচ্ঞা করার আছে তোমরা সাধুদের কাছে প্রার্থনা কর। তখন সাধুরা আমায় বলে দিবে, পরে আমি তার উওর দিয়ে দেব। এই রকম কোন কিছু লেখা নেই বরং প্রভু যীশু নিজের কাছে প্রার্থনা করতে বলেন যথা; (যোহন ১৪:১৩-১৪যোহন ১৫:১৬যোহন ১৬:২৩-২৪)। 

প্রভু যীশু স্পষ্ট অক্ষরে বলেছেন; তোমরা আমার নামে প্রার্থনা কর, তা আমি পূর্ণ করব যেন পিতা পুএের মহিমা হয়। এখানে প্রভু যীশু কোনো সাধুদের কথাই উল্লেখ করেনি যে, যদি কোন কিছু চাওয়া-পাওয়ার আছে, তাহলে তোমরা সাধুগণদের বলে দাও, তারপর তারা আমায় জানিয়ে দেবে। যখন কেউ ঈশ্বর/ যীশুকে ছেড়ে অন‍্য জনের কাছে প্রার্থনা করে, তখন ঈশ্বর/ যীশুর একাকী মহিমা হরণ করা হয়। বাইবেল কোথাও খ্রীষ্ট বিশ্বাসীদের ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করার নির্দেশ দেয় না। এমনকি বাইবেল কোথাও খ্রীষ্ট বিশ্বাসীদের উৎসাহিত ও করেনা করে না, এমনকি উল্লেখ করা হয়নি। একমাত্র ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করার কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ