Header Ads Widget

Responsive Advertisement

চার্চে এর উদ্দেশ্য কি?| What is the purpose of the church?

চার্চে এর উদ্দেশ্য কি?

লেখকঃ এসো বাইবেল শিখি/ শিখুন।

এই বিষয় বস্তুটির সম্পর্কে বাইবেল ভিওিক বিস্তারিত ভাবে উওর জানতে, অনুগ্ৰহ করে সকল খ্রীষ্টিয় ভ্রাতা ও ভগিনীগণ, সম্পূর্ণ লেখা পড়ুন। আমাদের বিশ্বাস এই লেখার সাহায্য চার্চ বা মন্ডলী নিয়ে অনেক কিছু শিক্ষা পেতে পারেন। এই বিষয় বস্তুটি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করার পূর্বে, আমাদের চার্চ সম্পর্কে জানা প্রয়োজন। অনুগ্ৰহ করে চার্চ সম্পর্কে জানতে এই আর্টিকেলটি দেখুন। চার্চ বা মন্ডলী কি?

Photo by Josh Eckstein on Unsplash 

চার্চ বা মন্ডলী যাই বলতে পারেন, যেহেতু চার্চ একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ মন্ডলী, লেখাতে চার্চ বা মন্ডলী যাই বলা হোক তা একই অর্থ বোঝায়। সুতরাং পাঠকদের তা বুঝে নিতে হবে। তো চার্চ হল খ্রীষ্টের দেহ।  খ্রীষ্টের অধীনে ঐক্যরূপে খ্রীষ্টবিশ্বাসীদের একটি দল যেমন এই বাক্যে অনুরূপ যথা; (ইফিষীয় ৪:১-৪), এবং বলা যায় খ্রীষ্ট বিশ্বাসীদের মাধ্যমে এই পৃথিবীতে কাছে প্রতিনিধিত্ব এবং প্রতিফলিত করা উদাহরণস্বরূপ এই বাক্যে দেখুন যথা; (১ করিন্থীয় ১২:১২-১৭)। চার্চের উদ্দেশ্য হল বিভিন্ন পটভূমি লোকদের সাথে যোগদান করা এবং তাদের ঈশ্বরের কাজের জন্য প্রশিক্ষণ ও সুযোগ প্রদান করা। এটি অভ্যন্তরীণভাবে, খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে এবং বাহ্যিকভাবে, পৃথিবীর উভয় ক্ষেত্রেই এটি সম্পন্ন করে।  এবং (প্রেরিত ২:৪২) পদ অনুয়ায়ী বলা যায় চার্চের মূলত উদ্দেশ্য চারটি হল; 
১|বাইবেলীয় বিষয় শিক্ষা গ্রহণ, 
২|খ্রীষ্ট বিশ্বাসীদের একসাথে সহভাগিতা করা, 
৩|প্রভু ভোজ গ্রহণ করা এবং 
৪|প্রার্থনায় সময় কাটা।

চার্চের উদ্দেশ্য বাইবেলীয় বিষয় শিক্ষা প্রদান।

আমরা জানি যা এই জগতের একমাত্র ত্রাণকর্তা, উদ্ধারকর্তা,মুক্তিকর্তা/ মুক্তিদাতা যাই বলেন অর্থাৎ স্বয়ং প্রভু যীশু, ভবিষ্যৎদাতারা, প্রেরিতরা বলে গেছিল যে; এই জগতে ভণ্ড নবী বা ভাববাদী আবির্ভাব, অনর্থক বাক্য প্রচার, অন্যকে খুশি করার প্রচার, বিভ্রান্তিক শিক্ষা, ভুল মতবাদ, ভন্ড শিক্ষক অর্থাৎ যা সাধারণত পালক মশাইদের বোঝায়; (মথি ৭:১৫, মার্ক ১৩:২২-২৩, যিরমিয় ২৩:১৬, প্রেরিত ২০:২৯, মথি ২৪:৪-৫, লুক ৬:২৬, যিহিস্কেল ২২:২৮, রোমীয় ১৬:১৭, ইফিষীয় ৫:৬, মথি ৯:৩৬, কলষীয় ২:৮, প্রেরিত ১৩:৬, যোহন ১০:১২, ২ তীমথিয় ৩:৫, মথি ২৪:১১, ২ পিতর ২:১, ১ যোহন ৪:১-৩)। বতর্মান দিনে আমরা দেখেছি, আজকাল যে কেউ নিজের নামের আগে প্রফেট (Prophet) লাগাছে বা হয়ে যাচ্ছে এমনকি অনেকে নিজেকে পাষ্টোর (Pastor) বলেও ঘোষণা করছে যা তাদের পাষ্টোর হওয়ার কোন মানদণ্ড দেখা যায় না। তাদেরকে বাইবেল ভিওিক যাচাই করার জন্য চার্চের কাজ বাইবেলের বিষয়ে মতবাদ শেখানো, যাতে আমরা বিশ্বাসে একটি দৃঢ় ভিত্তি তৈরি করতে পারি, যেমন সুস্পষ্ট ভাবে এই বাক্যে বলে যথা; (ইফিষীয় ৪:১৪)।

চার্চের উদ্দেশ্য খ্রীষ্ট বিশ্বাসীদের সহভাগিতা করা।

বাইবেল শিক্ষা দেয় চার্চ হল ফেলোশিপের স্থান, “ফেলোশিপ” একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ সহভাগিতা বোঝায়। যেখানে খ্রীষ্ট বিশ্বাসীরা একে অপরের প্রতি ভক্তি প্রদর্শন করতে পারে অর্থাৎ একের অপরের প্রতি প্রেম/ ভালোবাস করতে শিক্ষা দেয় যথা; (রোমীয় ১২:১০, ২ পিতর ১:৭, ফিলিপীয় ২:৩, ইব্রীয় ১৩:১, ১ পিতর ২:১৭)। একের অপরকে উপদেশ দেওয়া যথা; (রোমীয় ১৫:১৪, ২ পিতর ১:১২)। একের অপরের প্রতি মধুরস্বভাব ও করুণাচিও দেখা যথা; (মথি ৬:১৪, ২ করিন্থীয় ২:১০, ইফিষীয় ৪:৩২, কলষীয় ৩:১২-১৩)। এবং একের অপরকে উৎসাহিত করা যথা; (ইফিষীয় ৪:২৯, ১ থিষলনীকীয় ৫:১১, ইব্রীয় ১০:২৫, যিহুদা ২০)। সবচেয়ে বড় কথা হল স্বয়ং প্রভু যীশুখ্রীষ্ট আমাদের একের অপরকে তাঁর প্রেমর বাণীতে শিক্ষা ও দিয়ে গেছেন যথা; (যোহন ১৩:৩৪)।

চার্চের উদ্দেশ্য প্রভু ভোজ গ্ৰহণ করা শিক্ষা।

বাইবেল শিক্ষা দেয় চার্চ এমন একটি জায়গা, যেখানে খ্রীষ্ট বিশ্বাসীরা প্রভুর ভোজ উদযাপন করে। প্রভু যীশুর বলিদানেকে স্বরণ করার জন্য  যথা; (১ করিন্থীয় ১১:২৩-২৬)। প্রভু ভোজ পালন করা আমাদের একত্রিত করে, কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকলেই খ্রীষ্টের বলিদানের দ্বারা রক্ষা পেয়েছি। প্রভু ভোজ হল ক্রুশে যীশুর বলিদানের প্রতীক। এছাড়া প্রভু ভোজ সম্পর্কে বিস্তারিত ভাবে উওর জানতে এই আর্টিকেলটি পড়ুন। প্রভু ভোজ কি?

চার্চের উদ্দেশ্য প্রার্থনায় সময় কাটা শিক্ষা।

বাইবেল শিক্ষা দেয় চার্চ এমন একটি স্থান বা জায়গা, যেখানে খ্রীষ্ট বিশ্বাসীরা একের অপরের জন্য প্রার্থনা করে। ভাল শিক্ষা এবং একটি ঐক্যবদ্ধ শারীর ভাবে একে অপরের যত্ন নেবে। অন্যদের যত্ন নেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হল তাদের জন্য প্রার্থনা করা যথা; (প্রেরিত ২:৪২)। ঠিক যেমন প্রাথমিক চার্চে একে অপরের জন্য প্রার্থনা করেছিল যথা ; (প্রেরিত ১২:৫, ফিলিপীয় ১:৩-৪), তাছাড়া বাক্যে আমাদের অর্থাৎ খ্রীষ্ট বিশ্বাসীদের প্রার্থনা করার অভ্যাস করতে শিক্ষা দিয়ে থাকে, এই বাক্যে সুস্পষ্ট ভাবে বলে যথা; (ফিলিপীয় ৪:৬-৭)।

এইসব উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য বলা যেতে পারে। তাছাড়াও চার্চের আরও নানা উদ্দেশ্য রয়েছে। যেমন ধরুন; প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে বিশ্বাস দ্বারা পাপ থেকে পরিত্রাণ পাওয়ার সুসমাচার প্রচার করা, যা প্রভু যীশু খ্রীষ্ট সকল খ্রীষ্ট বিশ্বাসীদের আজ্ঞা শিরোধার্য করে দিয়েছেন যথা;(মথি ২৮:১৮-২০, মার্ক ১৬:১৫-১৬, প্রেরিত ১:৮)। শুধু যে সুসমাচার প্রচার করলেই হবে না, যদি কোন খ্রীষ্ট বিশ্বাসী ভাই ও বোন অভাবে জর্জরিত, তখন সেই মুহূর্তে ওই ভাই বোনের জাগতিক চাহিদা মেটানোর চেষ্টা করা, তা পোশাক ও দৈনন্দিন খাবারের মাধ্যমেও যেমন বাক্যে সুস্পষ্ট ভাবে বলে দেয় যথা; (যাকোব ২:১৫-১৭, ১ যোহন ৩:১৭-১৮), এছাড়া অনাথ এবং বিধবাদের দেখাশোনা করা যথা; (যাকোব ১:২৭, যিশাইয় ১:১৭)।

তাহলে আমরা মন্ডলী বা চার্চ উদ্দেশ্য কি জানলাম! আমরা এই লেখার সাহায্য এটি জানলাম যে, চার্চের উদ্দেশ্য হল খ্রীষ্ট বিশ্বাসীদের আধ্যাত্মিক পরিবার, যেখানে আধ্যাত্মিক বৃদ্ধির সহায়তা করা। এবং চার্চ আয়না স্বরূপ, যেটি ঐশ্বরিক চরিত্রের সম্পূর্ণ উজ্জ্বলতাকে প্রতিফলিত করে। চার্চের মাধ্যমেই ঈশ্বর মানুষকে বিভিন্ন ব্যক্তিত্ব মাধ্যমে তাদের এক দেহ হিসাবে একত্রিত করেন। এবং একে অপরের যত্ন নিতে, পৃথিবীর নানা স্থানে (দেশে) কাছে পৌঁছানোর জন্য তাদের তৈরি করেন। খ্রীষ্ট বিশ্বাসীদের একা খ্রীষ্টিয় জীবন যাপন করার জন্য ঈশ্বর এই পৃথিবীতে রাখেননি। বাইবেলের শিক্ষা এবং চার্চের প্রেমময় সম্প্রদায় দ্বারা আমাদেরকে বাঁধা হয়েছে, একসাথে আমরা জীবনের আমাদের উদ্দেশ্য খুঁজে পাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ