Header Ads Widget

Responsive Advertisement

পরিত্রাণের পদক্ষেপ কি?| What are the steps to salvation?

পরিত্রাণের পদক্ষেপ কি?

লেখকঃ এসো বাইবেল শিখি/শিখুন।

আমরা দেখছি উদ্ধার/পরিত্রাণ বিষয় নিয়ে নানা ধর্মে ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। যেমন ইসলামের ভিন্ন, হিন্দুদের ভিন্ন এই রকম ভিন্ন ধর্মের নানা মতবাদ রয়েছে। অন‍্য ধর্মের কি মতভেদ রয়েছে কিনা রয়েছে তা আমাদের মুল আলোচ্য বিষয় বস্তু নয়। তাই আমরা সেটা আলোচনা করছি না। আমরা দেখছি আমাদের খ্রীষ্ট সম্প্রদায়ের মধ্যে ও নানা মতভেদ রয়েছে, কিছু সম্প্রদায়ের পক্ষ বলে যেমন; রোমান ক্যাথলিক। রোমান ক্যাথলিকরা বলে সাতটি বিসর্জন ধর্ম্ম করতে হবে, তবেই উদ্ধার পাওয়া যেতে পারে। ঠিক তদ্রুপ রকম Jehovah's Witnesses বলে উদ্ধার/পরিত্রাণ পাওয়ার জন‍্য Jehovah's Witnesses সংগঠন সঙ্গে কাজ করলেই তবেই উদ্ধার/পরিত্রাণ পাওয়া যায়। তাছাড়া যিহোবা সাক্ষী বলে সময় সময় ভালো কাজ করতে হবে, তবেই উদ্ধার/পরিত্রাণ পাওয়া যাবে নচেৎ হারিয়ে যেতে পারে। আরও কিছু পক্ষ বলে উদ্ধার/পরিত্রাণ বাপ্তিস্ম ও সবার সামনে পাপকে স্বীকার করতে হবে তবেই উদ্ধার/ পরিত্রাণ পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি।

Photo by Jessica Delp on Unsplash

এটা ঠিক যে, অনেকে নিজের সম্প্রদায়কে উচ্চ দেখার জন্য নিজের নিজের খেয়াল খুশি হিসাবে বাইবেলের বাক্যে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখা করে বশে, তখন নূতন ও দুর্বল বিশ্বাসী সঠিক অর্থে নির্ণয় নিতে ও পারে না। এর সঠিক উত্তর কি বলে! এখন প্রশ্ন আসা স্বাভাবিক তবে বাইবেল হিসেবে সঠিক অর্থে উদ্ধার/পরিত্রাণ কিভাবে পাওয়া যায়? এর উত্তর হলো; প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস মাধ্যমে পাওয়া যায়। বাইবেল আমাদের সুস্পষ্ট ভাবে বলে উদ্ধার শুধুমাত্র প্রভু যীশুতে বিশ্বাসের মাধ্যমে পাওয়ায় তাছাড়া কোন মাধ্যমের দ্বারা নয় যেমন বাক‍্য বলে যথা; (ইফিষীয় ২:৮-৯)। এই বাক‍্য আমাদের সুস্পষ্ট ভাবে জানায় যে, ঈশ্বরের অনুগ্ৰহের জন্যই বিশ্বাস করে আমরা উদ্ধার পেয়েছি। কোন ভালো কাজ দ্বারা উদ্ধার পাওয়া যায় না। কেউ অহঙ্কার না করুক যে, আমি ভালো কাজ করেছি তো আমি স্বর্গে যাব। মানে নরকের হাত থেকে রক্ষা পেয়ে যাব। এবং আমার উদ্ধার হয়ে যাবে বলে! তাছাড়া আরও কিছু বাক্য যা থেকে প্রমাণিত হয় উদ্ধার শুধু মাত্র প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস মাধ্যমে পাওয়া যায় যথা; (যোহন ৩:১৬যোহন ১:১২প্রেরিত ২:২১গালাতীয় ২:১৬)। 

সাধূ পৌল খুব সুন্দর একটি কথা বলেন এই পদে যথা; (গালাতীয় ৩:৮)। সাধূ পৌল এই কথা পুরাতন নিয়মের পুস্তক থেকে তুলে ধরেছিলেন (আদি ১২:৩, ১৮:১৮)। পরজাতি বলতে যিহূদিদের ছেড়ে যেমন প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসী বোঝাই। আমরা বিশ্বাস দ্বারা উদ্ধার পেয়েছি। আমরা অব্রাহামের শারিরীক সন্তান না হলেও, আমরা আত্মিক ভাবে অব্রাহামের সন্তান। আজ থেকে প্রায় দুই হাজার (২০০০) বছর পূর্বে যখন এই জগতে পুএ যীশু এসছিলেন। তখন যীশু নির্দোষ হয়েও যিহুদীরা মিথ‍্যার অজুহাতে তাঁকে ক্রুশে দিয়েছিলেন। ক্রুশে দেওয়ার সময় প্রভু যীশু সঙ্গে দুই চোরকে ক্রুশে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে এক চোর, তিনি বিশ্বাস করে ছিলেন যে, যীশুই সেই ঈশ্বর ছিলেন। যীশু কোন অপরাধ করেনি তিনি নির্দোষ হয়ে মারা যাচ্ছেন বলে! যীশু যখন ক্রুশে মারা যান তার পূর্বে যীশু সেই চোরকে কি বলেছিলেন? এই বিষয় জানতে এই বাক্যে দেখুন; (লূক ২৩:৪৩)। 

এই বাক‍্যেয় আমরা দেখতে পাই সেই চোরের কোন বাপ্তিস্ম ও হয়নি। কিন্তু সেই চোরটি উদ্ধার পেয়ে যান অর্থাৎ স্বর্গে রাজ্যের অধিকারী হয়ে যান। এখানে আমরা দেখতে পাই চোরটি শুধুমাত্র  বিশ্বাস করে ছিলেন যে তিনিই সেই খ্রীষ্ট। একদিন কি হয়েছে পৌল ও সীলকে মিথ‍্যার অজুহাতে যখন তাদেরকে বেতাঘাত করা হয়েছিল। পরে যখন তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়। তখন তারা মাঝ রাতে প্রার্থনা করতে করতে ঈশ্বরের উদ্দেশ্য স্তোত গান করছিল, তো কি হল হঠাৎ খুব বড়ো ভূমিকম্প হল। কারাগারে ভিত্তি সকল কাঁপতে লাগল, অমনি সমস্ত দরজা খুলে গেল আর সবার বন্ধন মুক্ত হয়ে গেল। কারা রক্ষক যখন ঘুম থেকে উঠে দেখে সমস্ত দরজা খুলা রয়েছে। ভাবলেন সব বন্দিরা পালিয়ে গিয়েছে। তাই নিজেকে নিজে শেষ করার জন‍্য উদ‍্যত হয়ে উঠলেন। তখন পৌল চিৎকার করে ডেকে বললেন ওহে, নিজেকে নিজে শেষ কর না। কারণ আমরা সবাই এখানেই আছি। তখন সেই কারা রক্ষক কাউকে আলো আনতে বললেন, তখন ভিতরে দৌড়ে গিয়ে, ভয়ে কাঁপতে কাঁপতে পৌলের ও সীলের আগে পড়লেন। তখন তাদেরকে বাইরে নিয়ে এসে জিজ্ঞাসা করল। মহাশয়ের আমাকে পরিএাণ পাওয়ার জন‍্য কি করতে হবে? তখন পৌল ও সীল কি বলেছিল? এই বাক্যে দেখুন যথা; (প্রেরিত ১৬:৩১)। 

এই বাক‍্যেয় ও সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে বিশ্বাস কর তবেই উদ্ধার/পরিত্রাণ পাবে। পুরাতন নিয়মে সকল ধার্ম্মিক ব‍্যক্তিদের বিশ্বাস দ্বারাই উদ্ধার পেতেন, যেটি এই বাক‍্যেয় কিছু ব‍্যক্তিদের নাম বর্ণিত রয়েছে (ইব্রীয় ১১) সম্পূর্ণ অধ‍্যায় অধ‍্যায়ন করলে বুঝতে পারবেন। প্রভু যীশু যখন এই জগতে এসছিলেন তখনও একই কথা বলতেন যেমন বাক্যে বলে যথা; (
যোহন ১২:৩৬)। বাইবেল বারবার বিশ্বাসকেই মহত্ত্ব দিয়েছেন, অর্থাৎ বিশ্বাস দ্বারাই মানুষের উদ্ধার হয়। বিশ্বাস দ্বারা যে উদ্ধার হয় এটি প্রমাণ করার জন্য বহু বাক‍্য রয়েছে। যা থেকে প্রমাণিত হয় উদ্ধার/ পরিএাণ শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে পাওয়া যায়।

উপসংহারঃ বাইবেল বলে আমরা সকলেই ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি। পাপের ফলে ঈশ্বরের থেকে দূর হয়েছি। সেই পাপের ফলে মৃত্যু। সেই মৃত্যু থেকে উদ্ধার করার জন্য স্বয়ং প্রভু যীশু আমাদের জন‍্য প্রাণ দিলেন। এবং জীবিত ও হয়ে উঠলেন। আলোচ‍্য বিষয়ের উপসংহার বাক‍্য যথা; (
রোমীয় ১০:৯-১০)। সুতরাং উদ্ধার পাওয়ায় জন‍্য একটি মাএ উপায়, তা হল প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করা প্রয়োজন। অপরকে এই পাপ থেকে উদ্ধার করতে গেলে আপনাকে এই উদ্ধার/পরিএাণের শুভ সুসমাচার শুনা প্রয়োজন, তবেই অপর মুখে যীশুকে প্রভু বলে স্বীকার করবে আর হৃদয়ে বিশ্বাস করবে। নচেৎ অপর কিভাবে বিশ্বাস করবে? এই দায়িত্ব স্বয়ং প্রভু যীশু আপনাকে দিয়েছেন যথা; (মথি ২৮:১৯মার্ক ১৬:১৫)। 

ঈশ্বর সকলকে বোঝার মতো জ্ঞান প্রদান করুন। আমেন।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ