Header Ads Widget

Responsive Advertisement

মরিয়ম কি ঈশ্বরের মা?| Is Mary the mother of God?

মরিয়ম কি ঈশ্বরের মা?

লেখকঃ এসো বাইবেল শিখি/ শিখুন।

এই লেখায় মরিয়মকে নিয়ে যে বিভ্রান্তিকর শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষার সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই অনুগ্ৰহ করে সকলে সম্পূর্ণ লেখা পড়বেন। 

Photo by Melanie P on Unsplash 

মরিয়মের প্রতি ভক্তির প্রথম প্রমাণটি খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর শেষের দিক থেকে। সেই সময়ে ক্যাথলিক চার্চ রোমান সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম হয়ে ওঠে। ফলস্বরূপ, পৌত্তলিক পটভূমির অধিকারী অনেকেই নামমাত্র খ্রিস্টান হয়েছিলেন। ট্রিনিটির মতবাদ মন্ডলীর অনেককে এই সিদ্ধান্তে পৌঁছে দেয়, যীশু যদি ঈশ্বর হন, তবে মরিয়মকে অবশ্যই ঈশ্বরের মা হতে হবে। ৪৩১ খ্রিস্টাব্দে ইফিসে একটি কাউন্সিল ডাকা হয়েছিল। যেই কাউন্সিলটি ছিলো মরিয়মের প্রসঙ্গে গ্ৰীক শব্দের উদ্দেশ্য। যেই শব্দটি হলো Theotókos (আক্ষরিক অর্থে, ঈশ্বর-ধারক” বা যে ঈশ্বরকে জন্ম দেয়) ব্যবহার করা। 

কাউন্সিলের থিওটোকোস উদ্দেশ্য ছিল; নেস্টোরিয়ানবাদের ধর্মবিরোধীতাকে খণ্ডন করা। নেস্টোরিয়ানবাদের মতবাদ ছিলো খ্রীষ্টের দুই ব্যক্তি রয়েছে। ইফিষের কাউন্সিল খ্রিস্টের পূর্ণ ঐশ্বরিক এবং তাঁর ব্যক্তির একতাকে এই বলে নিশ্চিত করেছে, মরিয়ম সত্যিই তার গর্ভে ঈশ্বরকে ধারণ করেছিলেন। মরিয়ম হলেন; ঈশ্বরের মা এই অর্থে যেহেতু যীশু হলেন ঈশ্বর এবং মরিয়ম হলেন যীশুর মা, তাই তিনি ঈশ্বরের মা৷ এখান থেকেই মরিয়ম ঈশ্বর মা প্রচলিত হতে থাকে। এই কথা রোমান ক্যাথলিক তাদের পুস্তকে শিক্ষা ও দিয়ে থাকে। তাদের পুস্তকে এইভাবে লেখা রয়েছে; সুসমাচারে যীশুর মা বলা হয়েছে, মরিয়কে ইলীশাবেৎ, আত্মার প্ররোচনায় এবং এমনকি তার পুত্রের জন্মের আগে, আমার প্রভুর মা হিসাবে প্রশংসা করেছেন। প্রকৃতপক্ষে, তিনি যাকে পবিত্র আত্মার দ্বারা মানুষ হিসাবে ধারণ করেছিলেন, যিনি সত্যিকার অর্থে তার দেহের পুত্র হয়েছিলেন, তিনি পিতার চিরন্তন পুত্র, পবিত্র ত্রিত্বের দ্বিতীয় ব্যক্তি ছাড়া আর কেউ ছিলেন না। তাই চার্চ স্বীকার করে যে মরিয়ম সত্যিই ঈশ্বরের মা (CCC495) প্রশ্ন দাঁড়িয়ে যায় তবে বাইবেল কি বলে মরিয়ম কি আদৌও ঈশ্বরের মা! চলুন বাক্যে দেখে নেওয়া যাক।

মরিয়ম ঈশ্বরের মা নন এটি একটি বিভ্রান্তিকর শিক্ষা। আমাদের ঈশ্বরের মা থেকে থিওটোকোস শব্দটিকে আলাদা করা উচিত, কারণ একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ঈশ্বরের মা শব্দটিকে ভুলভাবে গ্রহণ করা বোঝায়, যে মরিয়ম ঈশ্বরের উত্স বা উদ্ভাবক ছিলেন। এই ধারণা  মরিয়ম ঈশ্বরের মা, এই অর্থে যে তিনি ঈশ্বরের উৎস ছিলেন বা কোনোভাবে ঈশ্বরের পূর্ববর্তী ছিলেন বা তিনি নিজেই ঈশ্বরের অংশ ছিলেন তা স্পষ্টতই অবাইবেলীয়। কারণ বাইবেল বলে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেননি তিনি স্বয়ং থেকেই বিদ্যমান যথা; (যাত্রাপুস্তক ৩:১৪)। 

এই বাক্যেয় ঈশ্বর নিজের সম্পর্কে বলেছেন; আমি যে আছি, সেই আছি” অর্থাৎ এই কথাটা কোনও সাধারণ মানুষ যদি বলেন; তাহলে এটা সম্পূর্ণ অলীক, কারণ সেই ব্যক্তি আর আগের মতো বাচ্চা নেই। হয়তো সে যুবক হয়ে গেছে, বা বুড়ো হয়ে গেছে। কেউ যদি আমি আছি” বাক্যটি ব্যবহার করতে সক্ষম হয় তবে তা নিজে ঈশ্বর, কারণ তিনি কখনই পরিবর্তন করেন না। ঈশ্বর স্ব-অস্তিত্বশীল। ঈশ্বরকে সৃষ্টি করা যায় না। ঈশ্বর সময়ের বাইরে। সৃষ্টির মধ্যে ঈশ্বরকে অন্তর্ভুক্ত করা যায় না। ঈশ্বরকে কি সৃষ্টি করা হয়েছে এই বিষয় আরও বিস্তারিত ভাবে বাইবেল ভিত্তিক জানতে এই লিংক দেখুন; “ঈশ্বর কে সৃষ্টি করেছেন? আমরা এখানে এই বিষয় বস্তু নিয়ে খুব সুন্দর ভাবে আলোচনা করেছি। আমরা জানি যীশুই হলেন ঈশ্বর যেমন এই বাক্যে বলে যথা; (যোহন ১:১যোহন ১:১৪)। 

যীশু কে ছিলেন এই বিষয় নিয়ে আমরা পূর্বেই পোস্ট দিয়েছি। বিষয় বস্তুটি দেখার জন্য অনুগ্ৰহ করে এখানে ক্লিক করুন; যীশু কে ছিলেন?” যীশু ১০০ শতাংশ ঈশ্বর ছিলেন এবং একই ভাবে ১০০ শতাংশ মানুষ ছিলেন, তাই মরিয়াকে ঈশ্বরের মা বলা ঠিক না! এই ধারণা মরিয়ম ঈশ্বরের মা এই অর্থে যে তিনি ঈশ্বরের উৎস ছিলেন বা কোনোভাবে ঈশ্বরের পূর্ববর্তী ছিলেন বা তিনি নিজেই ঈশ্বরের অংশ ছিলেন তা স্পষ্টতই অবাইবেলীয়। মরিয়ম কখনও দাবি করেননি যে তিনি ঈশ্বরের মা। বরং বাইবেল ব্যাখ্যা করে যে তিনি স্বয়ং ঈশ্বরের নয় বরং, মরিয়ম “ঈশ্বরের পুত্র” কে জন্ম দিয়েছিলেন যথা; (মার্ক ১:১লূক ১:৩২)।

বাইবেল কখনও শিক্ষা দেয় না, মরিয়ম ঈশ্বরের মা। এই শিক্ষা বাইবেলের বিরুদ্ধে শিক্ষা। রোমান ক্যাথলিক নিজেদের শিক্ষা সঠিক প্রমাণিত করার জন্য কিছু বাক্যের সহায়তা নিয়ে বসে, যেখানে মরিয়মকে প্রভুর মা বলে সম্বোধন করা হয়েছে। সেই বাক্যে সঠিক অর্থে কি তা আমরা খুব শিগগিরই আলোচনা করব। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট কখনও বলেননি, মরিয়ম ঈশ্বরের মা বা তিনি বিশেষ ভক্তির যোগ্য। কিন্ত স্বয়ং প্রভু যীশু রোমান ক্যাথলিকদের শিক্ষা অনুযায়ী বিপরীত কিছু বলে ছিলেন। তিনি একজন মহিলাকে সংশোধন করেছিলেন, যিনি তাঁর মা হিসেবে মরিয়মের সুখী ভূমিকার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছিলেন যথা; (লূক ১১:২৭-২৮)। অন্যদিকে “ঈশ্বরের মা এবং থিওটোকোস (ঈশ্বর-ধারক) শব্দগুলো বাইবেলে পাওয়া যায় না। মরিয়ম—যীশুর মা ছিলেন কিন্তু “ঈশ্বরের মা” নন। মরিয়ম,  ঈশ্বরের মা ছিলেন না তা বহু বাক্যে দ্বারা প্রমাণিত করা যায় যেমন ধরুন; তার বিশ্বাস এবং ভক্তির জন্য তিনি ঈশ্বরের দ্বারা অত্যন্ত অনুগ্রহপ্রাপ্ত ছিলেন (লুক ১:২৮)। ঈশ্বর তাকে যীশুর মা হওয়ার জন্য বেছে নিয়েছিলেন (লূক ১:৩১,৩৫)। তার স্বামী যোষেফের সাথে মরিয়মের আরও অনেক সন্তান ছিল (মার্ক ৬:৩)। সুতরাং মরিয়ম কখনও ঈশ্বরের মা নন।

ঈশ্বর সকলকে বুঝার মত জ্ঞান প্রদান করুন।
আমেন।।

Source website:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ