এর অর্থ কী যে ঈশ্বর হলেন যিহোবা-যিরি?
✍️ এসো বাইবেল শিখি/ শিখুন।
যিহোবা- যিরি দুটি হিব্রু শব্দ একত্রিত এবং পুরাতন নিয়মে ঈশ্বরের বিভিন্ন নামের মধ্যে একটি। সমস্ত ইংরেজি বাইবেলে মধ্যে শুধু মাএ (KJV) বাইবেলে এই যিহোবা- যিরি শব্দ এসেছে। এই শব্দ (KJV) শুধুমাত্র একবারই উল্লেখ করা হয়েছে। আমাদের বাংলা বাইবেল অধিকাংশ অনুবাদেও এই যিহোবা- যিরি শব্দ পাওয়া যায় (BCV) বাংলা বাইবেল অনুবাদ ছাড়া। আমাদের বাংলা বাইবেল অনুবাদে ও এই শব্দ একবার-ই উল্লেখ রয়েছে। যিহোবা- যিরি কথা অর্থ হলো; ঈশ্বর/ সদাপ্রভু যোগাইবেন।
Photo by Alexandra Fuller on Unsplash |
এই কাহিনী শুরু হয় অব্রাহামের পরিক্ষা মাধ্যামে। একদিন ঈশ্বর অব্রাহামকে বললেন; তোমার একমাএ পুএ যাকে তুমি ভালোবাস, সেই ইসহাককে নিয়ে মোরিয়া দেশে যাও, আর সেখানে তাকে হোম বলির জন্য বলিদান করো। কোথায় বলিদান করতে হবে তা আমি জানি দিবো। অব্রাহাম ঈশ্বরেরর উপরে এতো বিশ্বাস ছিলো যা বলা বাহুল্য (ইব্রীয় ১১:১৯) অব্রাহাম ঈশ্বরেরর কথা অনুসারে পরে দিন সেই জায়গায় উদ্দেশ্য নিজের পুএ সন্তানকে নিয়ে রহনা দেয়। উপযুক্ত সময়ে ঈশ্বরের অব্রাহামকে সেই জায়গা দেখিয়ে দেয়, যেই জায়গায় নিজের একমাত্র পুত্রকে হোম বলির জন্য বলিদান দিতে যাচ্ছিল। ঈশ্বরের দেখানো সেই জায়গায় এসে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন। সেই যজ্ঞবেদি কাঠ দিয়েও সাজিয়ে দিলে। পরে ঈশ্বরেরর আজ্ঞানুসারে তার একমাত্র পুত্রকে বেঁধে বেদির উপরে শুইয়ে দিলেন। এমন সময় তার একমাত্র পুত্রকে বলিদান দেওয়া জন্য হাতে ছুরি তুলে নিলেন। বলিদান দিতেই যাচ্ছিল, এমন সময় ঈশ্বর তাকে থামান। অব্রাহাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে ঈশ্বর তার একমাত্র পুএ পরিবর্তে এক মেষ যোগিয়ে দেন। অব্রাহাম পুএে পরিবর্তে মেষকে দেখতে পেয়ে, মেষকে বলিদান দেয় তখনই অব্রাহাম বলেছিলেন; সদাপ্রভু যোগাবেন। যেমন এই বাক্যে বলে যথা; (আদিপুস্তক ২২:১৪)।
যিহোবা-যিরি শব্দটি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ হল “যিহোবা” এর অর্থ। এই শব্দটি আসলে “Yahweh” এর একটি ইংরেজি সংস্করণ, যা হিব্রু ভাষায় (יְהוָֹה-Yhvh) বলা হয়। এই চারটি অক্ষর হল ঈশ্বরের ব্যক্তিগত নাম, যা অনুবাদ করার সময় সাধারণত “প্রভু” লেখা হয়। যেহেতু হিব্রুতে মূলত এর স্বরগুলি লেখার একটি উপায় অন্তর্ভুক্ত ছিল না, এবং অনেক যিহুদি/ ইহুদি বিশ্বাস করে, ঈশ্বরের এই নামটি এমন পবিত্র যা তারা উচ্চারণ করতেও ভয় পেত, তাই তারা এইভাবে উচ্চারণ করতো। ঈশ্বরের এই নামটি তাঁর সাথে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িত, যে এটির সাথে অন্য কোনও বৈশিষ্ট্য সংযুক্ত করা মানে আক্ষরিক অর্থে স্বয়ং ঈশ্বরের একটি অংশ বর্ণনা করা। অব্রাহাম এই জায়গাটিকে “যিহোবা- যিরি” [সদাপ্রভু যোগাইবেন] বলে অভিহিত করেছিলেন। অব্রাহামের বিশ্বাস এবং ঈশ্বরের মৌলিক চরিত্রের একটি সুন্দর প্রমাণ। তিনি তার লোকেদের বা তিনি যাদের ভালবাসেন তাদের পরিত্যাগ করেন না। এইভাবে “যিহোবা- যিরি” ঈশ্বরের নামগুলির মধ্যে একটি হয়ে ওঠে—যেটি জোর দেয় যে তিনি কীভাবে আমাদের চাহিদা পূরণ করেন। হিব্রু শব্দ, “যিরি” এর অর্থ শুধু প্রদান করা নয়; এর অর্থ “অনুভূতি/অভিজ্ঞতা করা বোঝায়।
আমাদের প্রভু হলেন “ঈশ্বর যিঁনি প্রদান করেন”, কারণ তিনি হলেন “ঈশ্বর যিনি উপলব্ধি করেন” আমাদের চাহিদাগুলি — “ঈশ্বর যিনি অনুভব করেন” আমরা যা অনুভব করছি এবং তাই আমাদের যা প্রয়োজন তা প্রদান করতে পারেন। মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল পরিত্রাণের জন্য—আমাদের পাপের ক্ষমা এবং অনন্ত জীবন। অব্রাহাম ইসহাক ঘটনা এটি ক্রুশে তাঁর পুত্রের মহান বলিদানে ঈশ্বর আমাদের যে পরিত্রাণ প্রদান করেছেন তার একটি পূর্বরূপ। অব্রাহাম যেমন নিজের একমাএ পুএ বলিদান দিতে যাচ্ছিল, ঠিক তদ্রুপ নূতন নিয়মে স্বয়ং ঈশ্বর তাঁর একমাত্র পুত্রকে সারা জগতের জন্য বলিদান দিয়ে ফেললেন যেমন এই বাক্য বলে; (যোহন ৩:১৬)।
ঈশ্বর অব্রাহামকে তার প্রিয় পুত্র ইসহাককে দিতে বলেছিলেন। কিন্তু ঈশ্বর এটা চাইতে পারেন শুধুমাত্র, কারণ তিঁনি তাঁর নিজের প্রিয় পুত্র, যীশুকে পাপের জন্য বলি হিসেবে উৎসর্গ করবেন। ইসহাকের জীবন রক্ষা করা হয়েছিল; ঈশ্বর একটি বিকল্প হিসাবে একটি মেষ প্রদান করেন, যাকে ইসহাকের জায়গায় মারা যায়। কিন্তু ক্যালভারিতে, কোন বিকল্প প্রদান করা হয়নি। যীশু, ঈশ্বরের মেষশাবক, আমাদের পাপের জন্য সেখানে মারা গিয়েছিলেন। যখন ইসহাক অব্রাহমকে জিজ্ঞেস করলেন, “মেষশাবক কোথায়?” অব্রাহাম উত্তর দিয়েছিলেন, “ঈশ্বর হোমবলির জন্য মেষশাবক যোগাবেন” সেই বিশ্বাসে ভরা বিবৃতিটি নূতন নিয়মে প্রতিধ্বনিত হয়েছে যোহন বাপ্তাইজক বিস্ময় দ্বারা, যেমন এই বাক্য বলে; (যোহন ১:২৯)।ঈশ্বর আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করার জন্য - তাঁর পুত্রকে - দিতে পারেন, এমন সর্বশ্রেষ্ঠ উপহার দেওয়ার মাধ্যমে আমাদের চিরন্তন পরিত্রাণের ব্যবস্থা করেছেন৷ ঈশ্বর অবশ্যই আমাদের সমস্ত প্রয়োজন-এমনকি আমাদের ছোট, দৈনন্দিন প্রয়োজনগুলিও অবাধে সরবরাহ করবেন। তিনি জানেন আমাদের কি প্রয়োজন, এবং তিনি প্রদান করবেন। তাই ঈশ্বর হলেন যিহোবা-যিরি।
0 মন্তব্যসমূহ
আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।