ধর্ম প্রচারক দিলীপ জানা'র প্রতি অন্ধ ভক্তি - বাইবেল এটি সম্পর্কে কী বলে?
লেখকঃ এসো বাইবেল শিখি/ শিখুন।
আজকের বিষয় বস্তু হল; সোশ্যাল মিডিয়ায় খুবই চর্চিত একজন পাষ্টোর। যার নাম হয়তো শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ আমার পাষ্টোর দিলিপ জানা'র কথা বলছি, যিনি দেশ-বিদেশ খুবই প্রসিদ্ধি তা বাংলাদেশ হোক বা ভারতবর্ষে হোক। তিনি একজন বাংলা ভাষী ধর্মপ্রচারক। আমরা, একটা কথা আলোচনা করার পূর্বেই জানিয়ে রাখি, আমরা এটি বলছি না যে, উনি একজন ভণ্ড প্রচারক। যেহেতু আমরা উনার ভিডিও তেমন একটা দেখি না, তাই সরাসরি কাউকে ভণ্ড বলাও অনুচিত হবে। কিন্তু হ্যাঁ, বাইবেল ভণ্ডদের মানদণ্ড নির্ধারণ করেছে, যেই মানদণ্ড যাচাই করে বলা যায় যে একজন পাষ্টোর ভণ্ড কিনা বলে! সত্যি কথা বলতে গেলে আমরাও যখন তাঁর প্রচার প্রথম প্রথম শুনতাম, শুনে অনেক উৎসাহিত পেয়েছিলাম। প্রচারের ক্ষেত্রে কোন সমস্যা নেই, যা যা সঠিক তা প্রশংসনীয়। এই পোষ্ট ওই পাষ্টোরের সম্পর্কে নয়, বরং এটি তাঁর অন্ধভক্তদের উদ্দেশ্যে। আজকের এই পোস্ট দেখে হয়তো বা অনেকের তিতা লাগতেই পারে, আমাদের মনে হয় দিলিপ জানা'র সেই তথাকথিত অন্ধভক্ত পোস্ট দেখার মাএই উল্টো-পাল্টা কমেন্ট করে বশসে পারে। এছাড়া ওই অন্ধভক্তদের মধ্যে কয়েকজনের আমাদের এই পোস্ট এতো জালা লাগতে পারে যে, অবশেষে গালিগালাজ নেমে পড়তে পারে। তাহলে আসুন আজকের শিরোনামটি আলোচনা করা যাক।
Image by reenablack from Pixabay
কয়েকদিন পূর্বে, কয়েকদিন পূর্বে এই কথা বলা ভুল হবে কারণ এই বিষয়টি প্রায় একমাস অধিক হতে চলে, তো আমরা দিলিপ জানা'র অফিশিয়াল সোশ্যাল মিডিয়া ফেসবুকে যাই। যেখানে দিলিপ জানার কিছু ব্যক্তিগত ছবির পোস্ট দেখতে পাই। জাগগে এটি আমাদের মুল আলোচ্য বিষয়বস্তু বা শিরোনাম নয় অর্থাৎ অর্থাৎ ছবির কথা বলা হচ্ছে। যেহেতু তিনি একজন পাষ্টোর/ পাদ্রী/ পালক/ রেভারেন্ড। উনি বিশ্বাসীদের আদর্শ বা পথপ্রদর্শক। আবার আপনারা গুলিয়ে ফেলবেন না পথপ্রদর্শক শব্দটি নিয়ে! আমরা পথপ্রদর্শক বলছি, আমরা বলিনি উনি পথ। পথ তো স্বয়ং ঈশ্বর প্রভু যীশু খ্রীষ্টই। দিলিপ জানার কিছু পোস্টের মন্তব্যগুলো আমরা অনুসরণ করছিলাম, যেখানে আমরা দেখতে পাই, উনার প্রতি ভক্তি চরম সীমায় চলে গেছে। তখন আমরা এই বিষয় নিয়ে উনাকে, মেসেজ দেই। |
উনি আমাদের মেসেজ তো দেখেন, কিন্তু কোনও জবাব দেননি। জবাব না দিয়ে এটি প্রমাণ হয় যে, ওই মন্তব্যগুলি উনি সমর্থন করে থাকেন। এখন অনেকে বলতে পারে কিভাবে? তা এই ভাবে, উনি হয়তো আমাদের জবাব দেননি। কিন্তু উনি এটি তো পারতেন যে, ওই মন্তব্যগুলি ডিলেট/ মুছে ফেলতে কিন্তু তাও করেননি। উনি হয়ত এটি বলতে পারেন আমার পোস্টে অনেকে মন্তব্য করেন যেখানে ৫০০-১০০০ অধিক হয়। যদি এতো মন্তব্য হয় তাহলে এতো লোকের মন্তব্য দেখা কি সম্ভব? এই হিসাবে দেখলে একজন ব্যক্তি দ্বারা এতো লোকের মন্তব্য দেখা এটি একদম সম্ভব নয়। এতো লোকের মন্তব্য দেখতে গেলে স্বাভাবিকভাবেই অনেকটাই সময় অপচয় করতে হবে। ঠিক আছে উনার দ্বারা মন্তব্য দেখা সম্ভব নয়। কিন্তু আমরা তো উনাকে মেসেজ দিয়েছি, উনি এই বিষয় নিয়ে ভক্তদের পোস্ট করে নোটিশ তো দিতে পারতেন। কিন্তু উনি এটিও করেননি। এখন আমরা আসি দিলীপ জানা'র ওই তথাকথিত ভক্তদের নিয়ে। ওই ভক্তরা বাইবেলের বিরুদ্ধে কি মন্তব্য করেছিল বলে।
দিলিপ জানা'র প্রতি ভক্তদের ভক্তি।
১. আমার কাছে আপনি ঈশ্বর আর স্বর্গদূত হয়ে এসছেন।
২. খুব সুন্দর স্বর্গেরদূত লাগছে।
৩. পবিত্র আত্মায় পরিপূর্ণ নিষ্পাপ ঈশ্বরের সন্তান।
৪. You are The" Atomic Bomb of Jesus! 'Thanks to give us new hope and blessings of Jesus through by the word of Bible! Love you brother! Jesus bless you! Amen.
আমরা এখন দিলিপ জানা'র এই ভক্তদের ভক্তি বাইবেল কি বলে! তা জানার চেষ্টা করব বা খণ্ডন করব।
১. আমার কাছে আপনি ঈশ্বর আর স্বর্গদূত হয়ে এসছেন।
খণ্ডনঃ - এই ভক্তের ভক্তির লেবেল তো দেখুন, এই ভক্ত কি বলতে চাইছে কি? এই ভক্ত বলতে চাইছে; এর কাছে দিলিপ জানা ঈশ্বর আর স্বর্গদূত হয়ে এসছেন। এই ভক্ত দিলিপ জানাকে ঈশ্বর আর স্বর্গ দুটি মনে করেন। সত্যি এই ভক্তের ভক্তি দিলিপ জানা'র প্রতি চরম পর্যায়ে চলে গেছে। এটি জঘন্যতম ভুল বা পাপ। কারণ এখানে ঈশ্বরের অস্তিত অস্বীকার করা হয়েছে। কিন্তু বাইবেল বলে ঈশ্বর আছেন, তিনি ছাড়া অন্য কেউ ঈশ্বর নন, যেমন এইসব বাক্যে পরিস্কারভাবে বলে যথা; (যাএা: ৮:১০, ৯:১৪, দ্বি. বি: ৪:৩৫, ৩৯, ৩২:১২, ৩৯, ২ শমূ: ২:২, যিশা: ৪১:৪, ১০, ৪৩: ১০-১২, ৪৪: ৬, ৪৫:৫, ২১-২২, মার্ক ১১:৩২)। ঈশ্বরকে ছাড়া অন্য কাউকে অর্থাৎ দিলিপ জানাকে ঈশ্বর মনে করা এটি পাপ বা ভণ্ডতা বা অন্ধবিশ্বাস বোঝায়। এছাড়াও বাইবেলে পরিস্কারভাবে ঈশ্বর বলে নিজের মহিমা/ গৌরব অন্য কারোর সাথে ভাগ করেন না যথা; (যিশাইয় ৪২:৮, ৪৮:১১)। ঈশ্বর যখন নিজের গৌরব অন্য কারও সাথে ভাগ করেন না, তখন এই ভক্ত কিভাবে দিলিপ জানা'কে ঈশ্বর বানিয়ে দিল কি? তাছাড়া এই ভক্ত কিভাবে দিলিপ জানা'র মধ্যে স্বর্গদূত খুঁজে পেল কি? এই ভক্তির জন্য স্বয়ং দিলিপ জানা'ও দোষীকৃত। দিলিপ জানা কেন এই ভক্তকে জবাব দেননি যে, আমি ঈশ্বর বা স্বর্গও নই।
২. খুব সুন্দর স্বর্গেরদূত লাগছে।
খণ্ডনঃ - এই ভক্ত দেখুন কি বলছে? এই ভক্ত বলছেন; দিলিপ জানা'কে খুব সুন্দর স্বর্গেরদূত লাগে। এই ভক্তের ভক্তি দেখলে হাসিও পেয়ে যায় কারণ এই ভক্ত দিলিপ জানা'কে স্বর্গেরদূত মনে করছে। এই মন্তব্য হয়ত তেমন কিছু বাইবেল হিসাবে কিছু এসে যায় না। কিন্তু তবুও আমরা তুলে ধরেছি। এখন হয়ত অনেকেই বলতে পারেন কিন্তু কেন? কেন আমরা তুলে ধরেছি এর কারণ হলো; এই মন্তব্য একটু ধ্যান সহকারে দেখুন। কিছু বুঝতে পারছেন কি? চলুন আমরা বলে দেই। এই মন্তব্যেয় কি বোঝাচ্ছে বলে! এই মন্তব্য সাধারণত রুপের লাবণ্য'কে বোঝানো হয়েছে, সজা ভাষায় বলতে গেলে; দিলিপ জানা খুব সুন্দর স্বর্গেরদূত লাগছে অর্থাৎ দিলিপ জানা'র রূপের লাবণ্য আদায় ফিদা হয়ে গেছে। এখানে দিলিপ জানা'র রূপের লাবণ্য'কে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ এটা বলা যেতে পারে এই ভক্ত দিলিপ জানা'র শারীরিক সৌন্দর্যে ফিদা হয়েগেছে বা মহত্ত্ব দিয়েছি। তাছাড়া এই ভক্তের মন্তব্য হিসাবে এটাও প্রকাশ পায় যে, দিলিপ জানা নিজের শরীরের সৌন্দর্য বাহবা ও খুব পছন্দ করে।
এই বাহবা পছন্দ দিলিপ জানা'র নানা পোস্টের মাধ্যমে উপলব্ধি করাও যায়। এই ভক্তকে আমরা জানিয়ে দেই ঈশ্বর রূপের লাবণ্য দেখেন না, তিনি অন্তর দেখেন যেমন বাক্যে বলে; (১ শমূয়েল ১৬:৭)। এখন এই ভক্ত বলতে পারে ঈশ্বর, হয়ত রূপের লাবণ্য দেখেন না কিন্তু আমি তো দেখি। আমরা সেই ভক্তকে আবার জানিয়ে দেই বাইবেল পরিস্কারভাবে বলে দিয়েছে রূপের লাবণ্য বা সৌন্দর্য এই গুলি অসার অর্থাৎ কিছু নয় উদাহরণস্বরূপ এই বাক্যে দেখে নিন; (হিতোপদেশ ৩১:৩০)। বাইবেল রূপের লাবণ্য বা সৌন্দর্য পিছনে দৌড়া-দৌড়ি করতে শিক্ষা দেয় না। তাছাড়া ওই ব্যক্তি যারা নিজের বাহবা বা প্রশংসা পাওয়ার জন্য লুতুপুতু হয়ে যায়। তাদের উদ্দেশ্য বাইবেল সুন্দর একটি কথা বলে উদাহরণস্বরূপ এই দুই বাক্যে দেখুন; (লূক ৬:২৬, ২ করিন্থীয় ১০:১৮)। এই বাক্যে পরিস্কারভাবে বলে দিয়েছে যারা নিজের বাহবা পছন্দ করে তা ধিক্কার জানান হয়েছে। এই দুই বাক্যে এটাও শিক্ষা দেয় নিজের বাহবা বা প্রশংসা পাওয়ার থেকে অধিক আমাদের ঈশ্বর বাহবা বা প্রশংসা করবেন তার পিছনে দৌড়ানো উচিত।
৩. পবিত্র আত্মার পরিপূর্ণ ঈশ্বরের নিষ্পাপ সন্তান।
খণ্ডনঃ - এই ভক্তের আবার ভক্তির লেবেল তো দেখুন, এই ভক্ত কি বলছেন কি? এই ভক্ত বলছেন; দিলিপ জানা ঈশ্বরের নিষ্পাপ সন্তান। এই ভক্ত দিলিপ জানা'কে ঘোষণা করেই ফেললেন যে, দিলিপ জানা ঈশ্বরের নিষ্পাপ সন্তান। এই মত ভক্তরা কোথায় থাকে কি? এই মত ভক্তরা ঈশ্বর/ যীশুর থেকে অধিক মানুকে প্রাধান্য দেয়। আর দিলিপ জানা'র মতো পাষ্টোরা খুশি খুশি এইসব ভক্তিকে স্বীকার ও করে নেয়। এরা কেন এটি বিরোধ করে না আমরা কিছু বুঝতে ও পারি না। যদি দিলিপ জানা বাইবেলকে প্রাধান্য দেয় তাহলে এইসব কথা বিরোধ করা উচিত ছিল। কারণ তিনি বাইবেলের অধীনে রয়েছেন, বাইবেল উনার অধীনে নয়। ওই ভক্তকে আমরা বলে দেই ঈশ্বরের নিষ্পাপ সন্তান হলেন; একমাত্র স্বয়ং যীশু। যেমন বাইবেল সুস্পষ্ট ভাবে এইসব বাক্যেয় বলে দেয় যথা; (মথি ১:২১, যোহন ৮:৭, ২ করিন্থীয় ৫:২১, ইব্রীয় ৪:১৫, ১ পিতর ১:১৯, ১ যোহন ২:১)। যীশু ছাড়া কেউ নিষ্পাপ নয়। বিশ্বাসীদের উৎসাহিত করা হয়েছে যেন আমরা যীশুর মত পবিত্র হই। তা বলে এটি নয় যে আমরা (খ্রীষ্ট বিশ্বাসী) পবিত্র আত্মার পরিপূর্ণ নিষ্পাপ সন্তান বলে! এই ভক্তকে আমরা সুস্পষ্ট করে দেই একমাত্র যীশু ছাড়া কেউ ঈশ্বরের নিষ্পাপ সন্তান নয়। এমনকি দিলিপ জানা ও নয়।
৪. You are The"Atomic Bomb of Jesus! 'Thanks to give us new hope and blessings of Jesus through by the word of Bible! Love you brother! Jesus bless you! Amen.
খণ্ডনঃ - এই ভক্তের ভক্তি লেবেল আবার কি ধরনের কি? আমরা নিজেই খুঁজে পাচ্ছি না। এই ভক্ত কি বলছেন একটু লক্ষ্য করুন। এই ভক্ত বলছেন; দিলিপ জানা যীশুর পারমাণবিক বোমা। আজকাল খ্রীষ্ট বিশ্বাসীরা বাইবেল তো পড়ে না তাই পাষ্টোরদের ভক্তির মধ্যে বিলীন হয়ে কাউকে পারমাণবিক বোমা - টোমা বানিয়ে দিচ্ছে। এই ভক্তের ভক্তি লেবেল অত্যন্ত চরম (Very extreme) পর্যায়ে চলে গেছে। এমন ভক্তদের লজ্জা থাকা উচিত। আজ থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে, যীশু যখন এই জগতে এসছিলেন। তখন যীশুর একজন শিষ্য যার নাম ঈষ্করিয়োতীয় যিহূদা। তিনি যীশুকে মাএ এিশ রুপোর মুদ্রা বিনিয়ে প্রধান যাজক ও প্রাচীনবর্গদের নিকটে সমর্পণ করেছিলেন। আর যখন যীশুকে ধরতে এসছিল বা গ্ৰেপ্তার করতে। তখন যীশুর শিষ্যদের মধ্যে একজন যার নাম পিতর।
পিতর এটি দেখে নিজের তরোয়ালটি বের করে মহাযাজকের দাসের কান কেটে ফেলেছিলেন। তখন যীশু পিতরকে কি বলেছিলেন তা এই বাক্যে ভালো করে পড়ুন যথা; (মথি ২৬: ৫২-৫৩)। এই বাক্যেয় যীশু পরিস্কারভাবে পিতরকে ধিক্কার জানিয়ে ছিল। আর বলে ছিল; পিতর তোমার কি মনে হয়! আমি কি আমার পিতাকে ডাকলে তিনি কি আমার জন্য এখনই হাজার হাজার স্বর্গদূত পাঠিয়ে দিবে না? প্রভু যীশু এই কথার মাধ্যমে পিতরকে বোঝাতে চাইছিলেন, আমি যদি চাই তাহলে পিতাকে বলে যারা আমাকেও ধরতে বা গ্ৰেপ্তার করতে এসছে। সেই শত্রুদের এক নিমিশে শেষ করে দিতে পারব। কিন্তু যীশু তা করেননি, বরন যীশু এখানে অনুগ্ৰহ দেখিয়েছেন বা শান্তি বহাল করলেন। তাহলে কি করে এই ভক্ত একজন ব্যক্তিকে যীশুর পারমাণবিক বোমা বলতে পারে। সাধারণত অর্থে যীশুর ডান হাত কিভাবে বলতে পারে কি?
উপসংহারঃ - আমরা বাইবেল হিসাবে দেখলাম দিলিপ জানা'র কয়েজন ভক্তের ভক্তি। যেখানে আমরা সুস্পষ্ট হলাম, যে এই অন্ধভক্তি বাইবেল হিসেবে অনুচিত বোঝায়। এবং ঈশ্বরের দাসদের ঈশ্বরের সমরূপ ভক্তি করাও অনুচিত।
0 মন্তব্যসমূহ
আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।