Header Ads Widget

Responsive Advertisement

খ্রিস্টান যুবক-যুবতীর বিবাহপূর্ব রোম্যান্স সম্পর্কে বাইবেল কী বলে?//What does the Bible say about premarital romance for Christian young men and women?

খ্রিস্টান যুবক-যুবতীর বিবাহপূর্ব রোম্যান্স সম্পর্কে বাইবেল কী বলে?

এটাও হতে পারে কয়েকজন বিষয়বস্তু দেখেই বলতে পারে, এরা শুধু অর্থ উপার্জন করার জন্য এটাসেটা আর্টিকেল লিখতে থাকে। যারা আমাদের এই আর্টিকেল এর সাথে একমত নন, তাঁদের কাছে এই আর্টিকেল কোন মহত্ত্ব রাখে না। চলুন এই আর্টিকেল নিয়ে বাইবেল কি বলে? তা দেখে নেওয়া যাক। 

Photo by João Jesus from Pexels

এই বিষয়বস্তু বি-ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কোন গুরুত্ব রাখে না। কিন্তু খ্রীষ্ট বিশ্বাসীদের কাছে এই বিষয়টি অনেক গুরুত্ব রাখে। এছাড়াও বর্তমান দিনে খ্রিস্টান সমাজের তরুণদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি বাইবেল ভিত্তিক বিস্তারিত আলোচনা করার আগে আমাদের রোমান্সের অর্থ সম্পর্কে জানতে হবে, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি, আসুন সংক্ষেপে রোম্যান্স অর্থ জানার চেষ্টা করি। 

রোম্যান্সে শব্দের অর্থ কি? 

রোম্যান্স শব্দটি মূলত ল্যাটিন ভাষা “রোমানিকা থেকে এসছে। যার অর্থ প্রেমের মানুষের কর্ম এবং অনুভূতিগুলিকে বোঝায় যা প্রেম, প্রেমলীলা, প্রেম নিবেদন, অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক, যারা একে অপরকে ভালোবাসে কিন্তু বিবাহিত নয়। এক কোথায় একেই রোমান্স বলা হয়।

এখন বিয়ের আগে রোমান্স সম্পর্কে বাইবেল কী বলে? এই বাক্যে দেখুন (১ তীমথিয় ৪:১২ IRVBEN) এখানে পরিস্কারভাবে নিজের যৌবনকে কারও দ্বারা তুচ্ছ করা অনুচিত বলা হয়েছে। এই বাক্যটি দেখে আমাদের খ্রীষ্ট বিশ্বাসী প্রেমিক এবং প্রেমিকারা বলে থাকে, এই বাক্যেটি  রোম্যান্স নিয়ে কিছু বলছে তা কিন্তু নয়। প্রেমে মধ্যে যারা হাবুডুবু খাচ্ছে তারা বলতে পারে এই বাক্যটি বেশ্যাবৃত্তি লোকদের উদ্দেশ্যে বলা হয়েছে। তাঁদের হিসাবে বেশ্যাবৃত্তি হচ্ছে তারা, যারা নিজের শরীরকে টাকার জন্য ব্যবসা করে। বা তারা যারা একাধিক যৌন সম্পর্কে জড়িত। প্রেমে পাগল প্রেমিক ও প্রেমিকা তারা আরও একটি পা এগিয়ে চলে যায়, এগিয়ে গিয়ে বলে আমি তাকে বিয়ে করব, তাহলে আমি কেন তার সাথে টাইম স্পেন্ড করতে পারব না?

খ্রীষ্ট বিশ্বাসী প্রেমিক এবং প্রেমীদের কথা শুনে মনে হয় তাঁরা লাইসেন্স পেয়ে গেছে, যে এটা আমার অধিকার। আমি যা কিছু করতে পারি, এটা আমার ব্যাপার। এটি বলা বাহুল্য প্রেমে অন্ধ  প্রেমীরা যেভাবেই বলতে চায় সেইভাবে বাইবেলে তেমন কিছু লেখা নেই। কিন্তু বাইবেলে রোম্যান্স নিয়ে অনেক কিছু লেখা রয়েছে। বাইবেলে স্পষ্টভাবে বলা হয়েছে যে, তরুণ, তরুণীরা নিজেদের তরুণ দেহ শুদ্ধ করার জন্য উৎসর্গ করা হয়েছে অর্থাৎ নিজের যৌবনের শরীরকে অপবিত্র করতে বারন করা হয়েছে। যখন রোম্যান্স করা হয়, তখন বিপরীত লিঙ্গের ব্যক্তি প্রয়োজন। বিপরীত লিঙ্গের ব্যক্তি বিনা রোমান্স করা কি সম্ভব? উওরে বলবেন নিশ্চয়ই না। হ্যাঁ একজন খ্রিস্টানকে কখনও বিয়ের আগে বিপরীত লিঙ্গের ব্যক্তিকে নিজের সম্পত্তি হিসাবে মনে করতে পারে না। যারা নিজেদের বুদ্ধিমান মনে করে, সেই সকল ভাই-বোনদের সম্পর্কে বাইবেল বলে, ঈশ্বর অবশ্যই একদিন এই সবকিছু বিচার করবেন, যেমনটি এই বাক্যটিতে বলা হয়েছে; (উপদেশ ১১:৯)। 

তুলে ধরা বাক্যে দেখে কয়েজন বলতে পারে, যে এখানে তো শুধু তরুণদের কথা বলা হয়েছে, তরুণীদের নিয়ে তো কিছুই বলা হয়নি। যারা বাইবেলের বিরুপ অর্থ বের করে এমষ ধরনের মানুষকে বোঝানো খুবই কঠিন, কারণ তারা নিজের হিসাবেই বাইবেলের বাক্যেগুলির অর্থ বের করা চেষ্টা করে। আসুন এই বাক্যেটির অর্থ কী বলছে তা সংক্ষেপে ওই অর্থ জানা যাক। অবশ্যই এই শব্দে তরুণদের উদ্দেশ্য বলা হয়েছে। আচ্ছা! বলুন তো! একজন তরুণ একাকি তাঁর যৌন চাহিদা মেটাতে পারে কি? বা নিজে নিজে সম্পূর্ণ হয়? উওরে নিশ্চয়ই বলবেন না, কারণ সেই তরুণের জন্য বিপরীত লিঙ্গের ব্যক্তি প্রয়োজন হবেই। এক কোথায় বলতে গেলে একজন তরুণ, তরুণী দ্বারা পূর্ণ হয়। বাইবেল এটিই বলে যে, দুজন মিলিত হলে দুজন এক হয়ে যায়; (১ করিন্থীয় ৬:১৬)। 

সুতরাং এই বাক্য (উপদেশ ১১:৯) তরুণ এবং তরুণী উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এই বাক্যের অর্থ বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া হয়েছে। কিন্তু দুই লিঙ্গের ব্যক্তির অর্থ প্রকাশ করে। বাক্যেগুলি শুধু যে বেশ্যা লোকদের উদ্দেশ্যে তা কিন্তু নয়। বাইবেল হিসাবে বলা যায়, বিয়ের আগে যারা প্রেমিক-প্রেমিক হয়ে রোম্যান্স করে এবং শারীরিক চাহিদা পূরণ করার চেষ্টা করা হয়, এটিই বেশ্যাবৃত্তি। একটা কথা মনে রাখা প্রয়োজন ঈশ্বর রোম্যান্সের বিপরীত নন। অপেক্ষাকৃত ভাবে বলা যায় তিনি সবাইকে রোম্যান্স আনন্দ উপভোগ করাতে চান। এর কারণে জন্য-ই ঈশ্বর একে অপরের জন্য মানুষকে সৃষ্টি করেছেন। ঈশ্বর ইচ্ছা রোমান্স সুন্দর হুক, তাই তিনি রোম্যান্সকে একটি গণ্ডিতে মধ্যে রেখেছিলেন। এক কোথায় বলতে গেলে, ঈশ্বর নিজেই রোমান্সকে স্বীকৃতি দিয়েছেন।

তবে সেই রোম্যান্স বিয়ের আগে কিংবা পরে নয়। বিয়ের মধ্যেই যেন সেই রোম্যান্স হয়। যেমনটি এই বাক্যগুলোতে বলা হয়েছে (হিতোপদেশ ৫:১৮-১৯ইব্রীয় ১৩:৪), ঈশ্বর সবাইকে তাঁর পবিত্র রোমান্সের মহত্ত্ব দান করেছেন। বিয়ে করার পূর্বে আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তিকে নিজের সম্প্রতি ভাবতে পারেন না। বাইবেল স্পষ্টভাবে বলেছে, কেউ তোমার যৌবন অপবিত্র না করুক। সেটা  গার্লফ্রেন্ড হোক কিংবা বয়ফ্রেন্ড হোক। এই বিষয়ে আমাদের ওয়েবসাইটে পূর্বে একটি পোস্ট প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম হল; “বাইবেল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানানোর বিষয়ে কী বলে?” আমাদের বিশ্বাস এই বিষয়টি আপনাকে অনেক কিছু শিক্ষা দিতে পারে। অবশ্যই লিঙ্ক অনুসরণ করবেন। 

উপসংহারঃ - আমরা সম্পূর্ণ আলোচনা দিয়ে জানলাম বা এই আলোচনার মধ্যে দিয়ে শিখেছি যে বিয়ে করার আগে রোম্যান্স করা অনুচিত। বিয়ের আগে রোম্যান্স করা পাপ। এছাড়া বাইবেলে এমন অনেক বাক্য রয়েছে যা বিয়ের আগে রোম্যান্সকে পাপ বলে অভিহিত করে। উদাহরণস্বরূপ এইসব পদ/ বাক্যে দেখে নিতে পারেন (প্রেরিত ১৫:২০১ করি ৫:১৬:১৩,১৮১০:৮২ করি ১২:২১গালাতীয় ৫:১৯ইফিষীয় ৫:৩কলসীয় ৩:৫১ থিষ ৪:৩)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ