মরিয়ম কি খ্রিস্টানদের জন্য প্রার্থনা/ সুপারিশ করেন?
লেখকঃ এসো বাইবেল শিখি/শিখুন।
আজকের বিষয়টি বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আসুন এই বিষয়ে বাইবেল কী শিক্ষা দেয় তার একটি বাইবেল-ভিত্তিক পাঠ করি।
Photo by Mateus Campos Felipe on Unsplash |
আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে মরিয়মের কাছে নানা ভাবে প্রার্থনা উক্তি করা হয়ে থাকে যেমন; হে, পূণ্যময়ী মারিয়া ঈশ্বরজননী, আমরা পাপী, এক্ষনে ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা কর। দয়াময়ী মা গো আমাদের প্রতি দয়া করো, আমাদের জন্য প্রার্থনা করো। মা গো তুমি আমার সন্তানদের জন্য প্রার্থনা কর। এই ভাবে নানা প্রার্থনা করা হয়ে থাকে। খ্রিষ্টীয় বিশ্বাসীরা এমন ভাবে অন্ধ হয়ে গেছে যা বলা বাহুল্য। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া সাইটে দেখেই থাকবেন যে কোন পোস্ট আসুক না কেন আগে আমেন ও হাল্লিলূয়া টাইপ করবে তারপর কিছু দেখা যাবে। আমেন ও হাল্লিলূয়া অর্থ জানতে লিংক দেখতে পারেন; “আমেন শব্দের অর্থ কি?” “হাল্লিলূয়া শব্দের/ কথার অর্থ কি?” এই সমস্ত প্রার্থনা ইঙ্গিত করে যে মেরি আমাদের জন্য প্রার্থনা করতে পারেন। কিন্তু এখন প্রশ্ন আসে, তবে মরিয়ম কি সত্যিই আমাদের জন্য প্রার্থনা করতে পারবেন? যদি প্রার্থনা করা সম্ভব এটা কি বাইবেলের কোথাও উল্লেখ আছে?
এর উওর হচ্ছে না। বাইবেলে কোথাও উল্লেখ নেই যে মরিয়ম আমাদের জন্য প্রার্থনা করতে পারেন বলে। এটা (রোমান ক্যাথলিকদের) শিক্ষা/ চিন্তা ধারণা। রোমান ক্যাথলিকদের অধিকারিক অবস্থান হল ক্যাথলিকরা মরিয়মের কাছে প্রার্থনা করে না; বরং, তারা বলে মরিয়মকে তাদের জন্য প্রার্থনা করতে বলতে পারে। রোমান ক্যাথলিক চার্চের মতে, তাদের প্রার্থনার জন্য জিজ্ঞাসা করা পৃথিবীর কাউকে আমাদের জন্য প্রার্থনা করার চেয়ে আলাদা নয়। রোমান ক্যাথলিক বিশ্বাস করেন মরিয়ম-ই আমাদের মধ্যস্থতা হয়ে প্রার্থনা যীশুর কাছে নিয়ে যান। তাই তারা ভক্তি ভরে বেদনার সহিত নিজের চাওয়া পাওয়ার কথা মরিয়মকে বলে। বাইবেল শিক্ষা প্রদান করেন যে মরিয়ম আমাদের জন্য প্রার্থনা করতেই পারেন না কারণ তিনি স-শরীরে জীবিত নন। জীবিত লোকেই একের অপরের জন্য প্রার্থনা করতে পারে যেমন উদাহরণস্বরূপ যাকোবের পএের এই বাক্যেটি দেখুন; (যাকোব ৫:১৬)।
এই বাক্য অনুসারে শুধুমাত্র জীবিত মানুষ একে অপরের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে। যে ব্যক্তি মারা গেছে সে কি করে আমাদের জন্য প্রার্থনা করতে পারে! সম্ভবত রোমান ক্যাথলিকরা এখানে যুক্তির জন্য কথা বলতে পারে/ বলে যে, মরিয়ম তো মরার অবস্থায় নেই ! সে জীবিত। তখন তারা বাইবেলের কিছু বাক্যে নিয়ে বলে, দেখ, মরিয়ম বেঁচে আছে। উদাহরণস্বরূপ এই বাক্যগুলি দেখায়;(যোহন ১১:২৫, যোহন ৮:৫১)। এই সকল বাক্যে দেখিয়ে বলে মরিয়ম জীবিত রয়েছেন। অবশ্যই প্রিয়তমেরা নিঃসন্দেহে মরিয়ম জীবিত রয়েছেন কারণ মরিয়ম একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। কিন্তু বাইবেল এটা শিক্ষা দেয় এমনকি স্বয়ং প্রভু যীশু খ্রীষ্ট-ই বলেছেন যে ধার্ম্মিক ব্যক্তিদের এখন ও পুনরুত্থান হয়নি যথা; (যোহন ৬:৫৪)।
বাইবেল পৃথিবীর লোকেদের একে অপরের জন্য প্রার্থনা করতে বলে। কোনো স্বর্গীয় মানুষের জন্য প্রার্থনা করতে বলেননি। এমনকি কোন ধার্মিক ব্যক্তি আমাদের প্রার্থনা শুনতে পারে না। কারণ যিনি প্রার্থনা শোনেন তিনি নিজেই ঈশ্বর/যীশু। জগতে থাকাকালীন স্বয়ং মরিয়ম-ই একটি কথা বলেছিলেন কি বলেছিলেন তা এই বাক্যেটি দেখুন; (যোহন ২:৫)। এই বাক্যের পেক্ষাপটে বলা যায়, যারা মরিয়মের কাছে প্রার্থনা করে, মরিয়ম তাদেরকে বলেছে যে, যীশু তোমাদের যা কিছু বলছে তা করো। যীশু আমাদের কি বলেছেন তা এই বাক্যে দেখুন; (যোহন 15:16 BCV)। প্রভু যীশু খ্রীষ্ট বলেছেন যে তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তা তিনি পূর্ণ্য করবেন। যীশু-ই আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে উপস্থিত করে থাকেন, যদি আমরা যীশুর নামে প্রার্থনা করি যেমন বাক্যের আমাদের সুস্পষ্ট করে দেয় যথা; (ইব্রীয় ৭:২৫)। এই বাক্যের অনুরূপ যীশু আমাদের প্রার্থনা উপস্থিত করার জন্য পিতার কাছে অনুরোধ করে ও থাকেন।
উপসংহার:- মেরি সর্বজ্ঞ নন। লাখ লাখ মানুষের প্রার্থনা কীভাবে শুনতে পারেন মরিয়ম? বাইবেলের কোথাও কেউ মরিয়মের জন্য প্রার্থনা করার অনুরোধ উল্লেখ করেনি। বাইবেল এমন কোন ইঙ্গিত দেয় না যে মেরি আমাদের প্রার্থনা শুনতে পারে। মেরির কাছে প্রার্থনা করা আমাদের জন্য প্রার্থনা করার জন্য অর্থাৎ এখানে পৃথিবীর কোনও বন্ধুকে বলার থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের জন্য প্রার্থনা করার জন্য পৃথিবীতে লোকেদের জিজ্ঞাসা করার একটি শক্তিশালী বাইবেলের ভিত্তি রয়েছে; কিন্তু মরিয়মকে প্রার্থনা করতে বলার বাইবেলের কোনো ভিত্তি নেই। বাইবেল মরিয়ম যে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে উপস্থিত করতে পারেন তা বাইবেলের কোনো এক বিন্দু প্রমাণ নেই। আমরা সুস্পষ্ট হয়েছি মরিয়ম আমাদের প্রার্থনা কখনও ঈশ্বরের কাছে উপস্থিত করতেই পারেন না।
ঈশ্বর সকলকে বোঝার মতো জ্ঞান প্রদান করুক। আমেন।।
0 মন্তব্যসমূহ
আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।