Header Ads Widget

Responsive Advertisement

রোমান ক্যাথলিকদের ইউক্যারিস্ট স্যাক্রামেন্ট সম্পর্কে বাইবেল কী বলে?// What does the Bible say about the Roman Catholic Eucharist Sacrament?

রোমান ক্যাথলিকদের প্রভু ভোজ (Eucharist) ধর্মসংস্কার সম্পর্কে বাইবেল কি বলে?

লেখকঃ এসো বাইবেল শিখি শিখুন।

আজকে আমরা রোমান ক্যাথলিকদের সাতটি ধর্মসংস্কার মধ্যে একটি ধর্মসংস্কার সম্পর্কে আলোচনা করব, যেই সংস্কারকে Eucharist বলা হয়। আমরা এই বিষয় নিয়ে বাইবেল ভিত্তিক জানার চেষ্টা করব। এই ধর্মসংস্কার কি বাইবেলীয় তো চলুন সরাসরি আলোচনায় চলে যাই।
Photo by Gary Yost on Unsplash

ইউকারিস্ট (Eucharist) অর্থ কি বাংলা (Eucharist meaning in Bengali)


 শব্দটি গ্রীক শব্দ ইউক্যারিস্টিয়া (eucharistia) থেকে এসেছে, যার অর্থ; 'ধন্যবাদ।' এই শব্দটি খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকের দিকে উদ্ভূত হয়েছিল, যখন প্রাথমিক খ্রিস্টানরা কৃতজ্ঞতার সাথে খ্রিস্টের শেষ প্রভু ভোজকে স্মরণ করত। খ্রিস্টানরা ইউক্যারিস্টে অংশগ্রহণ করে, যা ইংরেজিতে কমিউনিয়ন (communion), হোলি কমিউনিয়ন (Holy Communion), বা লর্ডস সাপার (Lord's Supper) নামেও পরিচিত। এক টুকরো রুটি যা খ্রিস্টের দেহকে প্রতিনিধিত্ব করে এবং অল্প পরিমাণ দ্রাক্ষরস পান করে যা প্রতিনিধিত্ব করে খ্রিস্টের রক্ত। রুটি খাওয়া এবং দ্রাক্ষরস পান করার মাধ্যমে, খ্রিস্টানরা খ্রিস্টের 'লাস্ট সাপার' স্মরণ করে এবং ক্রুশে তাঁর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। ইউকারিস্ট (Eucharist) বাংলায় প্রভু ভোজ ও বলা হয়। ইউক্যারিস্ট হল; রোমান ক্যাথলিক ধর্মীয় অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু। বাপ্তিস্ম বা স্বীকারোক্তির মতো, ইউক্যারিস্ট হল; একটি ধর্মানুষ্ঠান - অনুগ্রহের অভ্যন্তরীণ অভ্যর্থনার একটি বাহ্যিক অভিব্যক্তি। এমনকি রোমান ক্যাথলিকদের পুস্তক Catechism of the Catholic Church এই পুস্তকে এই সব ধর্মসংস্কার সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। রোমান ক্যাথলিক ইউকারিস্ট অর্থাৎ প্রভু ভোজ সম্পর্কে বাইবেল বিপরীত বিশ্বাস রয়েছে। রোমান ক্যাথলিক ইউকারিস্ট (প্রভু ভোজ) রুটিকে যীশুর বাস্তবিক দেহ আর দ্রাক্ষারসকে যীশুর বাস্তবিক রক্ত এই বিশ্বাসে গ্ৰহন করে। এটি একটি বিভ্রান্তিকর শিক্ষা বা অন্ধ বিশ্বাস। কারণ প্রভু ভোজ কি? তা সাধু পৌল খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন। সাধু পৌল কি বলেছেন তা জানতে এই বাক্যে দেখুন; (১ করিন্থীয় ১১:২৩-২৪)।

এখানে বাক্যে কি বলেছে? এখানে বাক্যে সুস্পষ্ট ভাবে বলছে “স্মরণার্থে” ইউক্যারিস্ট (প্রভু ভোজ) পালন করতে বলছে। সাধারণ ভাষায় বাক্যেটি এটাই বলছে, প্রভু যীশু খ্রীষ্ট আমাদের পাপের জন্য কত কষ্ট করেছিলেন! তিনি নির্দোষ হয়ে শুধু আমাদের পাপের জন্য মারা গেলেন তা যেন আমরা উপলব্ধি করি অর্থাৎ প্রভু যীশুর ক্রুশীয় বলিদান বিশ্বাস করি, তিনি আমাদের জন্য মারা গেছেন বলে। তিনি শুধু আমাদের পাপের জন্য মারা গেছেন তা কিন্তু নয়, বরং সমগ্ৰ মানবজাতির জন্য মারা গেছেন। আমরা যদি এই বাক্যের একটু নিচের পদ পড়ি তাহলে আমরা আরও সুস্পষ্ট হয়ে যাব, সাধু পৌল কি বলতে চাইছেন বলে! আপনার ২৬ পদ পড়ে নিতে পারেন। সাধু পৌল এই প্রত্যকটি কথা সুসমাচার পুস্তক থেকে টেনে এনে ছিলেন (মথি ২৬:২৬-২৮, মার্ক ১৪:২২-২৪, লুক ২২:১৮-২০)। কিন্তু রোমান ক্যাথলিক তখন নিজের বিশ্বাসকে সঠিক প্রমান করার জন্য কিছু বাক্যের সহায়তা নিয়ে থাকে। উদাহরণস্বরূপ এই বাক্যে দেখুন; (যোহন ৬:৫৪-৫৭)।

রোমান ক্যাথলিকরা এই ধরনের কিছু বাক্যে সঙ্গ নিয়ে বলে; ভালো করে দেখুন বাইবেলের বাক্যে কি বলছে বলে! এখানে দেখুন লেখা রয়েছে প্রভু যীশুর দেহ আর রক্ত ভোজন ও পান করলে অনন্ত জীবন পাওয়া যায়। অর্থাৎ তাদের হিসেবে দাবি এটাই যে ইউক্যারিস্ট (প্রভু ভোজ) রুটি হলো স্বয়ং যীশুর দেহ আর দ্রাক্ষারস হলো স্বয়ং প্রভু যীশু রক্ত এই বিশ্বাসে গ্ৰহণ করা উচিত। আমরা পূর্বেই জেনেছি যে, ইউক্যারিস্ট (প্রভু ভোজ) উদ্দেশ্য কি? ইউক্যারিস্ট (প্রভু ভোজ) কেন নেওয়া হয় বলে! প্রভু ভোজ নিয়ে আরো বাইবেল ভিত্তিক বিস্তারিত ভাবে জানতে এখানে লিঙ্ক দেখুন; “প্রভু ভোজ কি?” প্রভু যীশু খ্রীষ্ট যোহন ৬:৫২-৫৭-এ বলছেন, তোমরা আমাকে মেরে ফেলো এবং খাও। উওর তা কিন্তু নয়। এখানে প্রভু যীশু কি বলতে চান তা সম্পূর্ণ অধ্যায় এবং উপরে বাক্যে বা নিচের বাক্যে ভালো করে পড়লে দেখবেন অন্য কিছু অর্থ বেরিয়ে আসে। প্রভু যীশু খ্রীষ্টের এই কথা একটি আধ্যাত্মিক শিক্ষা ছিলো যা বলিদানের প্রতীক।

উপসংহারঃ আমরা দেখলাম, প্রভু ভোজ সম্পর্কে বাইবেল শিক্ষা দিয়ে থাকে, তা স্বয়ং প্রভু যীশু খ্রীষ্ট প্রভু ভোজ পালন করতে শিক্ষা দিয়েছেন। কিন্তু বাইবেল অর্থাৎ প্রভু যীশু খ্রীষ্ট এটি কোন রোমান ক্যাথলিক সাত ধর্মসংস্কার (স্যাক্রামেন্ট) হিসাবে প্রতিষ্ঠিত করেননি, বরং রোমান ক্যাথলিক এটি নিজেকে সঠি প্রমানিত করার জন্য এই ব্যবস্থাকে তাদের সংস্কার নীতিমালাতে যোগ করে নিয়েছেন। এটি একটি রোমান ক্যাথলিকদের সুবিধা জনক সংস্কার, যেহেতু এটি বাইবেলে উল্লেখীত রয়েছে। বাইবেল প্রভু ভোজ (ইউক্যারিস্ট) সম্পর্কে শিক্ষা তো দেয় কিন্তু এটি রোমান ক্যাথলিকদের ধর্মসংস্কার বলে কোন কিছু বলে না। 

ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।
আমেন।।

Source:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ