Header Ads Widget

Responsive Advertisement

গুড ফ্রাইডে কি?|গুড ফ্রাইডে কেন পালন করা হয়?| গুড ফ্রাইডে উদযাপন করা উচিত?// What is Good Friday? | Why is it celebrated on Good Friday? | Should Good Friday be celebrated?

গুড ফ্রাইডে কি?|গুড ফ্রাইডে কেন পালন করা হয়?|গুড ফ্রাইডে উদযাপন করা উচিত?

লেখকঃ- এসো বাইবেল শিখি/ শিখুন।

আমাদের দেশে মানুষ বিভ্রান্তিতে আছে। তারা জানে, এটা খ্রিস্টানদের উৎসব। অতঃপর যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তাদের প্রশ্ন করা হয়। তোমরা কি জানো! কেন খ্রিস্টানরা এই দিবস পালন করে? কিন্তু অনেকেই জানেন না উওর। আজ এই বিষয়টি পরিষ্কার করা হবে। এছাড়াও আমরা দেখেছি যে, বিশ্বাসীদের মধ্যে এই নিয়ে বিতর্ক রয়েছে, কিছু বলে এটা উদযাপন করতে হবে, আবার কিছু বলে উদযাপন করতে হবে না। আজ এই সমস্ত প্রশ্নের উত্তর বাইবেল ভিত্তি দেওয়া হবে।

Image by starline on Freepik

গুড ফ্রাইডে কি? বা গুড ফ্রাইডে মানে কি (What is Good Friday in Bengali)

গুড ফ্রাইডে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের একটি উৎসব। একে পবিত্র সপ্তাহ যাকে ইংরেজিতে Holy Week বলা হয়ে থাকে। পবিত্র সপ্তাহ নিয়ে উওর লিঙ্ক দেখুন; “পবিত্র সপ্তাহ (Holy Week) কি?/ খ্রিস্টানদের পবিত্র সপ্তাহ পালন করা উচিত কি?” গুড ফ্রাইডে হল; একটি ইংরেজি শব্দ। যাকে বাংলায় বলে পবিত্র শুক্রবার বা পূন্য শুক্রবার। এটি ইস্টার রবিবারের আগের শুক্রবার। এই নিয়ে লিঙ্ক দেখুন; ইস্টার রবিবার কি? এটি ঐতিহ্যগতভাবে প্রভু যীশুর ক্রুশবিদ্ধ দিন হিসেবে পালিত হয়। প্রভু যীশু পাপী মানুষকে পাপের মধ্যে থেকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে আসেন। এবং এসে ক্রুশে মারা যান, পরে কবর দেয়া হয়েছিল এবং তিন দিন পর পুনরুত্থিত হয়েছিলেন এবং শরীরের সাথে স্বর্গে উঠেছিল। এটাই গুড ফ্রাইড। 

বাইবেলে গুড ফ্রাইডে (Good Friday in the Bible)

আপনারা গুড ফ্রাইডে সম্পর্কে এইসব বাক্যেগুলি পেয়ে যাবেন; (গীত ১৬:১০, যিশাইয় ৭:১৪, ৫৩:৮-৯, হোশেয় ৬:২, যোনা ১:১৭, মথি ১:২০-২১, ২০:৪০, ২৭:৩২-৫৬, ২৮:১-১৫, মার্ক ১৫:১৬-৩৯, ১৬:১-১৪, লূক ২:১১, ২৩:২৬-৪৬, ২৪:১-৫৩, যোহন ১১:১৭-৩০, ২০:১-৩১, প্রেরিত ১:১-১১, ১ করিন্থীয় ১৫:৩-৪)। 

গুড ফ্রাইডে কেন উদযাপন করা হয়? (Why Is Good Friday Celebrated in Bengali)

খ্রিস্টানরা কেন গুড ফ্রাইডে পালন করে? এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া অসম্ভব। কারণ বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বিভিন্নভাবে উদযাপন করে, কিন্তু সাধারণত এটি দুটি উপায়ে উদযাপিত হয়। অনেকেই এই দিনটি উদযাপন করেন দুঃখের জন্য তারা বলে যে, এই দিনে যীশু কঠোরভাবে শারীরিক শাস্তি দেওয়া হয়েছিল, তাই তারা সেই দিনে দুঃখিত। আপনি হয়তো দেখেছেন যে কিছু খ্রিস্টান এই দিনে পথযাত্রা করে, যেখানে একটি ব্যক্তি যীশু খ্রীষ্টের ভূমিকা পালন করে। সেই ব্যক্তি বড় ক্রুশের কাঠ বহন করে, খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা তার পিছনে চলে যায়। এই খ্রিস্টান এই দিনটি কষ্টের জন্য উদযাপন করে।

তাছাড়া এই দিনে অন্য খ্রিস্টানরা খুশি ও আনন্দিত হয়। আপনি হয়তো দেখেছেন যে কিছু খ্রিস্টান যীশুর সুসংবাদ প্রচারের জন্য রাস্তায় আসে, এবং সাধারণত একটি গাড়ি ব্যবহার করে। এটি চার চাকা হতে পারে, অথবা ছয় চাকা এবং দুটি চাকাও হতে পারে। তারা গাড়িতে সঙ্গীত সরঞ্জাম স্থাপন করে, প্রভু যীশুর গান গাইতে, রাস্তায় ব্যানার নিয়ে বাজারে, শহরে, দোকানে, রেলওয়ে স্টেশনে, পার্কে-টার্কে, গ্যালি-গলিতে বিভিন্ন জায়গায় প্রভুর কথা প্রচার করে। পাশাপাশি যীশুকে নিয়ে লেখা ট্রাক বন্টন করে থাকে। এই খ্রিস্টান এই দিনে যীশুর সুসংবাদ বা সুসমাচার প্রচার করে।

গুড ফ্রাইডে উদযাপন করা উচিত? (Should good friday be celebrated)

এই নিয়ে বিশ্বাসীদের মধ্যে অসংখ্য ধারণা আছে। কিছু খ্রিষ্টান বলে এটা উদযাপন করা উচিত নয়, কারণ এটি বাইবেল উল্লেখ করে না। আবার কিছু খ্রিষ্টান বলে যে, এটি উদযাপন করা উচিত, বাইবেলে উল্লেখ না হলে কি হয়েছে উদযাপিত করা যেতে পারে। তাঁরা বলে বাইবেলে গাড়ি চালানোর কথা উল্লেখ করা হয়নি, তবুও আমরা তা ব্যবহার করি। খ্রিষ্টানদের মধ্যে বিবাদ চলেই থাকে। যারা এখন নতুন এবং দুর্বল বিশ্বাসী, তাদের প্রশ্ন জাগতে পারে যে, তাহলে উদযাপন করা উচিত কিনা! উভয় খ্রিষ্টান তাদের ধারণাটি সঠিক প্রমাণ করা জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে থাক, চলুন জেনে নেওয়া যাক বাইবেল এই বিষয়ে কী বলে। প্রথমত, বলে দেওয়াই ভালো হবে, কারণ বাইবেল এব্যাপারে কোনোকিছু বলছে না। এমনকি গুড ফ্রাইডে বলেও কোনো ভাষা নেই। বাইবেল এই নিয়ে কোন সরাসরি সমাধান দেয় না। বাইবেল খ্রিস্টানদের নির্দিষ্ট একটি দিনের জন্য খ্রীষ্টের মৃত্যুকে স্মরণ করার নির্দেশ দেয় না। যাইহোক, বাইবেল আমাদের এই বিষয়ে স্বাধীনতা দেয় যেমন এই বাক্যে বলে; (রোমীয় ১৪:৫)।

এই বাক্যের মতো আমরা একটি বিশেষ দিন উদযাপন করার জন্য স্বাধীন। আমরা তা উদযাপন করব কিনা তা আমাদের উপর নির্ভর করে। এই বাক্যটি নির্দেশ করছে না যে, গুড ফ্রাইডে উদযাপন করা উচিত বলে! এটি খ্রীষ্ট বিশ্বাসীদের উপর নির্ভর করে। উদযাপন করলে বা উদযাপন না করলে কোন সমস্যা নেই। হ্যাঁ এই দিনটি উদযাপন করা যেতে পারে। এখানে আবারও প্রশ্ন তাদের যারা বলে থাকে, বাইবেলে এই বিষয়ে কিছুই উল্লেখ করা হয় না, কিন্তু লেখক কিভাবে উদযাপন করতে বলতে পার? কেন উদযাপন করা করা যেতে পারে এটি উপরের বাক্যটিতে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু জগতের লোকেরা যেভাবে উদযাপন করে সেইভাবে কিন্তু প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীদের উদযাপন করা উচিত নয়। আমরা উপরে আলোচনা দেখেছি কিছু সম্প্রদায় বিশেষ করে রোমান ক্যাথলিক। এই দিনটি গভীর দুঃখের জন্য উদযাপন করে থাকে। এইভাবে দিনটি উদযাপন করার কোনো কিছু এসে যায় না।

এইভাবে উদযাপন করলে প্রশ্ন উঠে যে, যীশু এখন ক্রুশে নেই। যীশু এখন বেঁচে আছেন। তাহলে আপনি কার জন্য দুঃখ প্রকাশ করেছেন? যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন বলেই খ্রীষ্টের মৃত্যুকে সুসমাচার বলা হয়। নাহলে যীশু খ্রীষ্টের মৃত্যুকে কোন সুসমাচার বলা হতো না। রোমান ক্যাথলিক নিজেকে খ্রিস্টান বলে দাবি করে, কিন্তু বাস্তবে তারা খ্রিষ্টান নয়। কারণ তারা কিছু ঐতিহ্য মানে যা বাইবেল হিসাবে পাপ। অবশ্যই, অন্যরা যেমন সুসমাচার প্রচার করে, তেমনি আমাদেরও Good Friday উদযাপন করতে হবে। আমাদের লক্ষ্য হল ঈশ্বরের প্রশংসা করা, নাকি নিজেদের গভীর দুঃখের জন্য কষ্ট করা! ঈশ্বরের গৌরবান্বিত কখন হয়? ঈশ্বরের গৌরব তখন হয় যখন পাপের মধ্যে পড়ে থাকা সেই মানুষ সত্যকে চিনতে পারে, আর পাপ থেকে মন পরিবর্তন করে খ্রীষ্টকে বিশ্বাস করে, অর্থাৎ সজা ভাষায় বলতে গেলে সুসমাচার শুনে বিশ্বাস করে, তখন ঈশ্বরে মহিমান্বিত হয়, যেমনটি যীশু এইসব বাক্যেতে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন; (মথি ১৮:১৪লূক ১৫:৪-৭)। তাই প্রভু যীশুর  বলিদানকে শুভ সুসমাচার বলা হয়। প্রভু যীশু আপনাকে সেই সুসমাচার প্রচার করার দায়িত্ব দিয়েছেন, যেমনটি তিনি বলেছেন;  (মথি ২৮:১৯-২মার্ক ১৬:১৫)

অনেক খ্রিষ্টীয় বিশ্বাসী বলে যেহেতু এটি বাইবেল উল্লেখ নেই, তাই উদযাপন করা অনুচিত। আপনাদের জানিয়ে রাখি অবশ্যই এটি বাইবেলে উল্লেখ নেই, কিন্তু সঠিক অর্থে উদযাপন করলে কোন সমস্যা নেই। যারা বলে এটি বাইবেলে উল্লেখ নেই তাই উদযাপন করা উচিত নয়। তারা বিশাল একটি সুযোগ হাতছাড়া করছে। এখন বলবেন কিভাবে! তা এইভাবে, আমরা আমাদের দেশে যখন প্রভু যীশুর সুসমাচার প্রচার করতে যাই, তখন অবিশ্বাসী দ্বারা অর্থাৎ উগ্রপন্থী লোকদের দ্বারা নানা সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়‌। কখনও সুসমাচারের ক্ষেত্রে গালাগালি খেতে হয়, কখনও লাঠিপেটো খেতে হয়, কখনও ধর্ম পরিবর্তন মিথ্যা অভিযোগ করা হয়, কখনও মাঝ রাস্তায় জীবন্ত জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হয়, কখনও উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়। 

এই ভাবে নানা কারণে বশত খ্রিস্টানদের শাসিত করা হয়। আমাদের দেশবাসী জানে, এই দিন খ্রিষ্টীয় বিশ্বাসী ধর্মাবলম্বী ধর্মীয় উৎসব। যারা সঠিক অর্থে এই দিন উদযাপন করে তারাও এটি বিশ্বাস করে, বাইবেল এই দিন সম্পর্কে কোন কিছু উল্লেখ নেই। কিন্তু এই দিন তারা সুযোগ সহকারে ব্যবহার করে। কারণ জগত খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বলে স্বীকার করে নিয়েছে। অবশ্যই এই দিনকে বাক্যের হিসেবে সুযোগ সহকারে ঈশ্বরের মহিমা করতে পারি; (কলসীয় ৪:৫)

বাক্য কি বলছে? বাক্যে আমাদেরকে বলছে যেন বুদ্ধিপূর্ব্বক চলি এবং সুযোগ ব্যবহার করি। হতে পারে প্রভু যীশু এই দিন যে, ক্রুশরোপিত হয়েছেন তার তারিখ অজানা, কিন্তু এই দিন খ্রিষ্টীয় বিশ্বাসীরা সাধারণ দিনের চেয়ে বেশি সুরক্ষিত হয়, কারণ জগত জানে এটি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। খ্রিষ্টীয়ানরা যদি এই দিন বাইরে গিয়ে ও সুসমাচার প্রচার করে, কেউ তাদের বিরোধ করবে না। এমন কি এই দিন সুসমাচার প্রচার করার সময় কিছু লোক খুশি খুশি আমাদের কথাও শুনে ফেলে। বাক্যের হিসাবে আমাদের সুযোগ ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে আমরা কেন সুযোগ ব্যবহার করব না বলুন? নিশ্চয়ই ব্যবহার করা উচিত, আর খ্রিষ্টের মাধ্যমে ঈশ্বরকে গৌরবান্বিত করা উচিত। সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়। বাইবেলে এই বিষয় নিয়ে উল্লেখ নেই বলে উদযাপন করব না এটি ভুল ধারণা। আমাদের সঠিক অর্থে উদযাপন করা উচিত। 

ঈশ্বর সকলকে বুঝার মত জ্ঞান প্রদান করুক। আমেন।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ