খ্রিস্টানদের কি বড়দিনে সান্তা ক্লজ
উদযাপন করা উচিত?
Image by Enrique Jimenez from Pixabay |
1200 A.D France 6 December Saint Nicholas দিবস হিসেবে পালিত হয় কারণ ওই দিন Saint Nicholas মারা গেছিলেন। বলা যায় যে পশ্চিম দেশে সান্তা মধ্যে রাতে আকাশ রথে এসে চুপ করে জানালার মধ্য দিয়ে বাচ্চাদের জন্য কিছু উপহার দিয়ে যায়। পরবর্তী সময়ে এই উপহার প্রথা Christmas/বড়দিন সঙ্গে সংযোগ স্থাপন হয়ে যায়। পূর্বে Santa Claus পোশাক লাল ও সাদা ছিল না। তবে প্রশ্ন আসবেই এই লাল ও সাদা পোশাক কোথায় থেকে প্রচলিত?
বলা হয় একদিন Santa Claus কে Coca-Cola বিজ্ঞান করার জন্য লাল ও সাদা পোশাক পরানো হয়েছিল। সেখান থেকেই মানে Coca-Cola বিজ্ঞাপন থেকেই Santa Claus পোশাক জনপ্রিয়তা লাভ করে। Santa Claus ছবি মূখ্য ভূমিকায় ছিলেন Thomas Nast 1881 A.D তিনি cartoonist জনক হিসাবে ও পরিচিত। তিনিই Coca-Cola বিজ্ঞাপনের পোশাক তৈরি করেছিলেন। ইতিহাস ও সাক্ষী। Santa Claus 🎅কে Christmas এর Father/ পিতাও বলা হয়ে থাকে। এখন প্রশ্ন আসতেই পারে তবে Christmas বা বড়দিন Santa Claus ব্যবহার করা উচিত কি?
আমরা মনে করি উদযাপন করা উচিত নয়। কারণ যে কোন ব্যক্তি বা বস্তুর প্রতীক প্রভু যীশুর নামে বা সুসমাচারে উপরে আধিপত্য করে তা উদযাপন না করাই ভালো। আপনারা জানেন জগত Christmas/বড়দিন মানে প্রভু যীশুর জন্ম সম্বন্ধে এত কিছু জানেন না। জগতের লোক Christmas/বড়দিন Santa Claus নামেই জানেন। Santa Claus বলে কেউ ছিল না তা Saint Nicholas ডাচক নাম Sinterklaas থেকে নেওয়া হয়েছে। অনেকে বলে বেড়ায় হাঁ Santa Claus চিএ ব্যবহার করা উচিত বা উদযাপন করা উচিত তো তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আচ্ছা Santa Claus এক রাতে সমগ্ৰ দেশে ভ্রমণ করে প্রত্যেকে উপহার দিতে পারবে কি??? নিশ্চয় না কারণ Santa Claus বলে যে প্রচলিত তিনি একজন মানুষ ছিলেন। মানুষ হয় এক দিন সমগ্ৰ দেশে ভ্রমণ করতে পারেন না। যত সব বাচ্চাদের মন ভূলানোর গল্পের মতোন এটাতে বাস্তবিকতা কিছুই নেই। এই নিয়ে বাক্য কি বল তা এই বাক্যেগুলি দেখুন; (যিশাইয় ৩০:১২, যিরমিয় ৭:৮)। এই বাক্য আমাদের শিক্ষা প্রদান করেন যে, মিথ্যাকে সত্য ভেবে গ্ৰহণ করা উচিত নয়। তবুও আমাদের অধিকাংশ খ্রিষ্টীয় বিশ্বাসীরা এই Santa Claus ব্যক্তিকে অবলম্বন করে থাকে।
উপসংহারঃ- মিথ্যাকে সত্য ভেবে অনুসরণ করা উচিত নয়। আপনি অনুসরণ করতে চান কিনা তা আপনার ব্যক্তিগত কেউ আপনাকে ব্যাধতামূলক করছেন না।
0 মন্তব্যসমূহ
আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।