Header Ads Widget

Responsive Advertisement

খ্রিস্টানদের কি বড়দিনে সান্তা ক্লজ উদযাপন করা উচিত?// Should Christians Celebrate Santa Claus at Christmas?

খ্রিস্টানদের কি বড়দিনে সান্তা ক্লজ 
উদযাপন করা উচিত?


লেখকঃ- এসো বাইবেল শিখি/শিখুন।

আপনারা হয়তো দেখেছেন বড় বড় দোকান, শপিং মল এর আগে মানে Front Areas জায়গাতে গ্ৰাহকদের আকর্ষন করার জন্য ও সান্তা ক্লজ এর পুতুল রাখা হয়। তা বলে এটাও বোঝাতে চাইছি না যে শুধু যে Front Areas Place রাখা হয় তা কিন্তু নয় inside ও রাখা হয়ে থাকে। বর্তমান যুগে বিশ্বাসী ও অবিশ্বাসীরা সান্তা ক্লজ প্রতি এমনভাবে দেখে থাকে যা বলা যায় না, সেহেতু সান্তাক্লজ ছাড়া ক্রিসমাস অসম্পূর্ণ মনে হয়। কে এই সান্তাক্লজ? কখন থেকে এই সান্তাক্লজ, ক্রিসমাস বা বড়দিন সাথে সংযুক্ত? আমরা এ বিষয়ে আলোচনা করবো।

Image by Enrique Jimenez from Pixabay

এই বিষয়কে নিয়েকে নিয়ে আমরা দেখছি বিশ্বাসীদের মধ্যে নানা মতো ভেদ রয়েছে। কিছু পক্ষ বলে হাঁ উদযাপন/ ব্যবহার করা উচিত। আবার কিছু পক্ষ বলে নানা এটি উদযাপন/ ব্যবহার করা উচিত নয়। তো তখন যারা নূতন ও দুর্বল বিশ্বাসী রয়েছে তারা নানা প্রশ্নের মধ্যে সম্মুখীন হয়ে যায়। বর্তমান যাকে Santa Claus বলে চিহ্নিত করা হয় বাস্তবে তিনি তা ছিলেন না Saint Nicholas থেকে শুরু। রোমান ক্যাথলিক পৌরাণিক কাহিনী Santa Claus বলে উদযাপিত করে তো এখন প্রশ্ন  দাঁড়িয়ে যায় তবে এই Saint Nicholas কে ছিলেন? Saint Nicholas প্রাচীন গ্ৰীক Myra শহর যা বর্তমানে Turkey শহরে অবস্থিত সেখানে বাস

করতেন। তিনি Patara বংশোদ্ভূ। 

তিনি Lycia et Pamphylia সমুদ্র বন্দরে জন্ম গ্ৰহণ করেন। শৈশবে Saint Nicholas পিতা-মাতার মৃত্যু হয়ে যায়। তিনি বিস্তর ধনী ছিলেন। যখন তিনি যৌবন বয়সের ছিলেন তখন তিনি মিশর ও প্যালেস্টাইন দেশে ভ্রমণ করেন। সেখান থেকে ফিরে এসে খুব কম সময়ের মধ্যে তিনি Myra তে বিশপ হন। তিনি সম্রাট Diocletian সময়ে কারাগারে নিক্ষিপ্ত হন কিন্তু পরে সম্রাট ডায়োক্লেটিয়ান উওরাধিকারী কনস্ট্যান্টিন মাধ্যমে মুক্তি পেয়েছিলেন। সেন্ট নিকোলাস ছিলেন খুব ভালো মানুষ। সেন্ট নিকোলাস জীবনের সাথে অনেক গল্প আছে যেমন; তিনি একটি দরিদ্র পরিবারকে সাহায্য করেছিলেন। ওই পরিবারে তিন কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার জন্য অর্থ বা সামর্থ্য ছিল না। একদিন Saint Nicholas গোপনে ব্যগ ভর্তি সোনা ও টাকা দিয়েছিলেন। তিনি ছিলেন বন্দীদের রক্ষক। বর্তমান যা Santa Claus নামে প্রচলিত তা Saint Nicholas এর ডাচ নাম Sinterklaas থেকে এসেছে। পরে তা Santa Claus নামে প্রচলিত হয়। 

1200 A.D France 6 December Saint Nicholas দিবস হিসেবে পালিত হয় কারণ ওই দিন Saint Nicholas মারা গেছিলেন। বলা যায় যে পশ্চিম দেশে সান্তা মধ্যে রাতে আকাশ রথে এসে চুপ করে জানালার মধ্য দিয়ে বাচ্চাদের জন্য কিছু উপহার দিয়ে যায়। পরবর্তী সময়ে এই উপহার প্রথা Christmas/বড়দিন সঙ্গে সংযোগ স্থাপন হয়ে যায়। পূর্বে Santa Claus পোশাক লাল ও সাদা ছিল না। তবে প্রশ্ন আসবেই এই লাল ও সাদা পোশাক কোথায় থেকে প্রচলিত?

বলা হয় একদিন Santa Claus কে Coca-Cola বিজ্ঞান করার জন্য লাল ও সাদা পোশাক পরানো হয়েছিল। সেখান থেকেই মানে Coca-Cola বিজ্ঞাপন থেকেই Santa Claus পোশাক জনপ্রিয়তা লাভ করে। Santa Claus ছবি মূখ্য ভূমিকায় ছিলেন Thomas Nast 1881 A.D তিনি cartoonist জনক হিসাবে ও পরিচিত। তিনিই Coca-Cola বিজ্ঞাপনের পোশাক তৈরি করেছিলেন। ইতিহাস ও সাক্ষী। Santa Claus 🎅কে Christmas এর Father/ পিতাও বলা হয়ে থাকে। এখন প্রশ্ন আসতেই পারে তবে Christmas বা বড়দিন Santa Claus ব্যবহার করা উচিত কি?

আমরা মনে করি উদযাপন করা উচিত নয়। কারণ যে কোন ব্যক্তি বা বস্তুর প্রতীক প্রভু যীশুর নামে বা সুসমাচারে উপরে আধিপত্য করে তা উদযাপন না করাই ভালো। আপনারা জানেন জগত Christmas/বড়দিন মানে প্রভু যীশুর জন্ম সম্বন্ধে এত কিছু জানেন না। জগতের লোক Christmas/বড়দিন Santa Claus নামেই জানেন। Santa Claus বলে কেউ ছিল না তা Saint Nicholas ডাচক নাম Sinterklaas থেকে নেওয়া হয়েছে। অনেকে বলে বেড়ায় হাঁ Santa Claus চিএ ব্যবহার করা উচিত বা উদযাপন করা উচিত তো তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আচ্ছা Santa Claus এক রাতে সমগ্ৰ দেশে ভ্রমণ করে প্রত্যেকে উপহার দিতে পারবে কি??? নিশ্চয় না কারণ Santa Claus বলে যে প্রচলিত তিনি একজন মানুষ ছিলেন। মানুষ হয় এক দিন সমগ্ৰ দেশে ভ্রমণ করতে পারেন না। যত সব বাচ্চাদের মন ভূলানোর গল্পের মতোন এটাতে বাস্তবিকতা কিছুই নেই। এই নিয়ে বাক্য কি বল তা এই বাক্যেগুলি দেখুন; (যিশাইয় ৩০:১২, যিরমিয় ৭:৮)। এই বাক্য আমাদের শিক্ষা প্রদান করেন যে, মিথ্যাকে সত্য ভেবে গ্ৰহণ করা উচিত নয়। তবুও আমাদের অধিকাংশ খ্রিষ্টীয় বিশ্বাসীরা এই  Santa Claus ব্যক্তিকে অবলম্বন করে থাকে। 

উপসংহারঃ- মিথ্যাকে সত্য ভেবে অনুসরণ করা উচিত নয়। আপনি অনুসরণ করতে চান কিনা তা আপনার ব্যক্তিগত কেউ আপনাকে ব্যাধতামূলক করছেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ