বাইবেল গার্লফ্রেন্ড,বয়ফ্রেন্ড তৈরি সম্পর্কে কি বলে?
লেখকঃ এসো বাইবেল শিখি/ শিখুন।
এই লেখায় আমরা দেখবো বাইবেল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে কি বলে এখন সমাজ এমন একটি সংস্কৃতিতের মধ্যে ঢুকে গেছে যেটা বলা ও যায় না। যেখানে আমরা দেখতে পাই শুধুমাত্র ব্যভিচার ছাড়া কিছুই না। যারা খ্রিষ্টান নয় তাদের কথা বাদ দিন, কারণ তাঁদের কাছে এই লেখা কিছু এসে যায় আসে না, কিন্তু আমাদের এই লেখা খ্রীষ্টের বিশ্বাসীবিন্দের কাছে অনেক মহত্ত্ব। আমাদের যুবক, যুবতী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে নানা জায়গায় খুশি খুশি দেখতে পাওয়া যায়। এখন সমাজ এমন এমন একটি স্তরে চলে গেছে যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক অর্থাৎ বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সামান্য ব্যাপার হয়ে গেছে। অখ্রিস্টান যুবক যুবতীদের কথা ভুলে যান, কারণ তারা এই মূহুর্তে কিছু বুঝতে পারবে না। বরং কিছু বোঝাতে গেলে উল্টো তাদের রক্ত গরম হয়ে যাবে। তারা দুজনেই কিছু বুঝতে পারবে না। আমরা দেখেছি এমন অনেক খ্রীষ্ট বিশ্বাসী আছে, যারা যীশুকে জেনে এখনও ব্যভিচারের পড়ে রয়েছে। এটা ঠিক যে, বাইবেলে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কথা যা বাংলায় প্রেমিক-প্রেমিকা শব্দটি উল্লেখ করা হয়নি।
এই কারণে আমরা সরাসরি কোন সমাধানে যেতে পারি না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড তৈরি করার প্রধান উদ্দেশ্য কি? এক কোথায় এটি বলা যায় যে বিপরীত লিঙ্গের ব্যক্তির মাধ্যমে নিজের শারীরিক কিছু আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা।
Image by Bingo Naranjo from Pixabay |
বাইবেল শারীরিক আকাঙ্ক্ষা পূর্ণ করা নিয়ে কি বলে
শারীরিক আকাঙ্ক্ষা নিয়ে বলে তা এই বাক্যে খেয়াল করুন; (১ তীমথিয় ৪:১২ IRVBEN)। এখানে পরিস্কারভাবে বলা হয়েছে নিজে যৌবন কারোর মাধ্যমে যেন তুচ্ছ না করি। এখানে শব্দটি আমাদের স্পষ্টভাবে বলছে যে, যৌবনের এই শরীরকে কেউ যেন অপবিত্র না করে। এই বাক্যের উদ্দেশ্যে কিছু খ্রীষ্ট বিশ্বাসীরা বলে যে, আমি সেই ব্যক্তিকে বিয়ে করব। তাহলে যখন সেই ব্যক্তিকে বিয়ে করছি তো তার সাথে সময় কাটাতে পারব না কেন! যারা বেশি বাহানা বানায় এবং তাঁদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে সবকিছু বিচার করতে চায়। তাদেরকে জিজ্ঞাসা করতে চাই বাইবেল কি বলে যে, একজন পুরুষ বিয়ে করার আগে একজন নারী সাথে কি সময় কাটাতে পারে? ঠিক একই ভাবে একজন নারী বিয়ে করার আগে পুরুষের সঙ্গে সময় কি কাটাতে পারে? সময় কাটানোর মধ্যে যৌন সম্পর্ক রয়েছে অর্থাৎ বাইবেল কি এটাই বলছে যে, যাও আগে মজ মস্তি করে নাও তারপর বিয়ের বিষয়টি ভাবা যাবে। এই বিষয় নিয়ে ঈশ্বর কি বলে তা এই বাক্যে দেখুন; (হিতো ৫:১৮, উপদেশ ৯:৯)।
এখানে বাক্যগুলিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যদি আনন্দ করার আছে তাহলে আপনার স্ত্রীতে আনন্দ করুন। কিন্তু কোনো প্রেমিক (বয়ফ্রেন্ড) বা প্রেমিকাতে (গার্লফ্রেন্ড) নয়। ঈশ্বর স্বামী স্ত্রীর শরীরিক সম্পর্কে পবিত্র বলে বলেছিলেন, তাই তিনি স্ত্রীকে ত্যাগ করা ঘৃণা করেছিলেন। যেমনটি এই বাক্যেয় সুস্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে (মালাখি ২:১৬) ঈশ্বর বিয়েকে অনেক গুরুত্ব দিয়েছেন। ঈশ্বর বলছেন না, যে বিশ্বাসীরা যাও মজা করো তারপর বিয়ের কথা ভাবো। এখানে কয়েকজন বলতে পারেন যে, লেখক মহাশয়; গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করা মানে এটি নয় যে, সব সময় শারীরিক চাহিদার চাওয়া - পাওয়া থাকে।
যবুক যুবতীদের পবিত্রতা সম্পর্কে
আমরা ওই প্রেমীদের জিজ্ঞাসা করতে চাই তোমরা কি পবিত্র? এই বিষয় নিয়ে বাইবেল বিশ্বাসীদের কী বলে! তা এই বাক্যে পরিস্কার করে বলে দিয়েছে; (রোমীয় ১২:১-২) এই বাক্য স্পষ্ট করে দেয় যে, খ্রীষ্ট বিশ্বাসীরা নিজেদের দেহ বা শরীরকে পবিত্র ঈশ্বরের জন্য জীবন্ত প্রেরণার জন্য উৎসর্গ করে। এই বাক্যে অনুসারে খ্রীষ্ট বিশ্বাসী যুবক-যুবতী শরীর কি পবিত্র রয়েছে! খ্রিস্টানদের এই পৃথিবীর মানুষের মতো হওয়া উচিত নয়। খ্রিস্টান তরুণ-তরুণীরা সবসময় পৃথিবীর মায়াজালে ডুবে না যায়। খ্রীষ্ট বিশ্বাসীদের সবসময় ঈশ্বরের কথা ভাবতে হবে। হ্যাঁ, ঈশ্বর জানেন যে তাঁর নির্বাচিত এক যুবক ও তরুণী যখন ধীরে ধীরেই বড় হয়, তখন তাঁর অনেক ইচ্ছা কার্যকর হয়। কিন্তু ঈশ্বর আপনাকে এই ইচ্ছা ক্রিয়ার থেকে কিভাবে বিজয়ী হবেন তা শিখিয়ে দেবেন। তার জন্য নিজেদের বাইবেল বৃদ্ধি করতে হবে। বাইবেলের বাক্যেয় যখন বৃদ্ধি পাবেন অতঃপর ইচ্ছা ক্রিয়া আপনা আপনি নিক্রিয় হয়ে যাবে। যেমনটি এই বাক্যে পরিস্কার ভাবে বলে; (গীতসংহিতা ১১৯:৯)।
বাইবেল বলে এই শরীর ঈশ্বরের আমানত (১ করিন্থীয় ৬:১৩) এই শরীরকে পাপ কাজে কখনও জড়ানো উচিত নয়। প্রভু যীশু খ্রীষ্ট পরিস্কার করে বলে গেছেন যে আমাদের পবিত্র হতে হবে। (মথি ৫:৪৮)।
উপসংহার
আমরা দেখলা বাইবেল এই প্রশ্নের সমাধান দেয় না। কিন্তু এখান থেকে বাইবেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে কি বলে, একটি বিষয় বোঝা যায়, যে প্রেমিক প্রেমিকা অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন একটি সম্পর্ক যা ব্যভিচারের অনুমতি দেয়, যে কারণে বলা যেতে পারে গার্লফ্রেন্ড - বয়ফ্রেন্ড তৈরি করা অনুচিত।
1 মন্তব্যসমূহ
উৎসাহিত জনক মন্তব্য সুতরাং মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।।
উত্তরমুছুনআপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।