যীশু কি ২৫শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন?
Author: এসো বাইবেল শিখি/ শিখুন।
এই দিন অর্থাৎ ২৫শে ডিসেম্বর দিন খ্রিষ্টীয়ান ধর্মাবলম্বী থেকে শুরু করে নন-খ্রিস্টান ধর্মাবলম্বী লোকেরা ও খুবই জাঁকজমকে দিনটি উদযাপন করে থাকে। তা সেটা উপহার দেওয়া থেকে শুরু করে নানাভাবে উদযাপন করা হয়। এই দুনিয়ায় বহু জ্ঞানি পুরুষ-মহাপুরুষ এসেছেন মানব সভ্যতাকে সমৃদ্ধ করতে। কিন্তু কারোর জন্মদিনে এভাবে দেশে - বিদেশ মিলেমিশে একাকার হয়ে যে, পালন করা হয় তার কোন তুলনা করা যায় না। কথায় বলতে গেলে একটাও উদাহরণ দেখা যায় না। আমাদের বোধহয় মানব ইতিহাসে এইভাবে কোনো ব্যক্তির জন্মদিন উদযাপন করা হয় না। হয়তো অনেকে বেপরোয়া হয়ে উদযাপন করে, সেটা অন্য ব্যাপার। কিন্তু বড়ো কথা হল অধিকাংশ মানুষ এই দিনটিকে উদযাপন করে থাকে। এখন প্রশ্ন আসা স্বাভাবিক, তবে যীশু কি ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন? চলুন এই বিষয় বস্তুর উত্তর জানা যাক। আলোচনা করার পূর্বে সর্বপ্রথমে পাঠকদের বলে রাখা ভালো, বাইবেল নির্দিষ্টভাবে বলে না, যীশু কখন জন্মগ্রহণ করেছিলেন বলে, যার অর্থ তাঁর জন্মের জন্য প্রস্তাবিত কোনও তারিখের জন্য অতিরিক্ত বাইবেলের তথ্য প্রয়োজন।
যীশু ২৫ ডিসেম্বর জন্মগ্ৰহণ: ইতিহাসবিদ/ ট্র্যাজেডি/ বিশপ দাবি
- সেক্সটাস জুলিয়াস আফ্রিকানাস/ Sextus Julius Africanus (১৬০-২৪০ খ্রিষ্টাব্দ) ২২১ খ্রিষ্টাব্দে যীশু খ্রীষ্টের জন্মের তারিখ হিসাবে ২৫ শে ডিসেম্বরে উল্লেখ করেন।
- হিপ্পোলিটাস/ Hippolytus (১৭০-২৩৬ খ্রিষ্টাব্দ) যীশু খ্রীষ্টের জন্মের সময় সম্পর্কে জল্পনা তৃতীয় শতাব্দীতে হয়। হিপ্পোলিটাস দাবি করেছিলেন, যীশু খ্রীষ্ট ২৫ শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছিলেন। হিপ্পোলিটাস সম্ভবত ইরেনিয়াস/ Irenaeus পূর্বের ঐতিহ্যের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিতে পারেন।
- জন ক্রাইসোস্টম/ John Chrysostom (৩৪৭-৪০৭ খ্রিষ্টাব্দ) তিনি মন্ডলীর একজন মহান প্রচারক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন, তিনি ও একই কথা দাবি করেছিলেন, যীশু খ্রীষ্ট শীতকালীন জন্ম এবং খ্রিস্টের জন্ম তারিখের জন্য ২৫ শে ডিসেম্বরের নির্দিষ্ট তারিখ সমর্থন করে একটি দীর্ঘ প্রতিরক্ষা প্রদান করেন।
আমরা দেখলাম এটি ইতিহাসবিদ, মৃত্যঘটিত ব্যাপার লেখা হিপ্পোলিটাস এবং বিশপ জন ক্রাইসোস্টমদের মতো ব্যক্তি বিশেষের দাবি।
যীশু কি ২৫ ডিসেম্বর জন্মগ্ৰহণ করেছিলেন - এ বিষয়ে বাইবেল কি বলে?
এখন বাইবেলের অনুয়ায়ী দেখি, যীশু খ্রীষ্ট কবে জন্ম গ্ৰহণ করে ছিলেন বলে! বাইবেলে অনুযায়ী যীশু খ্রীষ্টের জন্ম তারিখ অনিশ্চিত৷ প্রকৃতপক্ষে, প্রভু যীশু যে বছরে জন্মগ্রহণ করেছিলেন তা নিয়েও আমরা অনিশ্চিত। যখন যীশু খ্রীষ্ট জন্ম গ্ৰহণ করেন, তখন শাস্ত্র আমাদের বলে; হেরোদ তখন রাজা ছিলেন। যখন পূর্ব দেশ থেকে জ্ঞানী ব্যক্তিরা যীশুর সন্ধান করতে এসেছিলো যেমন এই বাক্যে বলে যথা; (মথি ২:১-২)। এই হেরোদ রাজা, খ্রিস্টপূর্ব ৪ অব্দে মারা যান, হেরোদ রাজা থাকা কালীন প্রভু যীশু খ্রীষ্টের জন্মগ্রহণ করেন। হেরোদ রাজা যখন দেখলেন যে, পণ্ডিতদের দ্বারা বোকা বানানোর হয়েছে। তখন রাজা হেরোদ রেগে গেলেন। রেগে গিয়ে দুই বছর বয়সী এবং তার কম বয়সী সমস্ত পুএ সন্তানদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। এটি ইঙ্গিত করে যে ৪ খ্রিস্টপূর্বাব্দে যীশুর বয়স, তখন দুই বছর হতে পারে। অনেক পণ্ডিতরা বিশ্বাস করেন, যীশু খ্রীষ্ট (৪-৬ খ্রিস্টপূর্বাব্দের) মধ্যে জন্ম গ্ৰহণ করেছেন। আমাদের কাছে বছরেরও সময়টি অনিশ্চিত। অনেকের মতে যীশু খ্রীষ্ট সম্ভবত সেপ্টেম্বর/অক্টোবরে মধ্যে জন্ম গ্ৰহণ করে থাকবে।
এটি একটি আনুমানিক, আমরা নিশ্চিতভাবে জানতে পারি না। আসল বিষয়টি হল যে তিঁনি জন্মগ্রহণ করেছিলেন, তিঁনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পৃথিবীতে এসেছিলেন। তিঁনি অনন্ত জীবনে পুনরুত্থিত হয়েছিলেন এবং তিঁনি আজ জীবিত। এটিই আমাদের উদযাপন করা উচিত, যেমন কিছু শাস্ত্র ইঙ্গিত দেয় যথা; (সখরিয় ২:১০ IRVBEN, লুক ২:১০-১১)।
উপসংহার
যীশু কি ২৫ ডিসেম্বর জন্মগ্ৰহণ করেছিলেন এটি তা প্রমাণ করা অসম্ভব। কারণ বাইবেল এই বিষয় নিয়ে নিরব, সত্য হল আমরা আমাদের পরিত্রাতার জন্মের সঠিক তারিখ জানি না। যদি ঈশ্বর মনে করেন, আমাদের জন্য ত্রাণকর্তার জন্মের সঠিক তারিখ জানা খুব গুরুত্বপূর্ণ ছিল, তবে তিনি অবশ্যই তাঁর বাক্যেয় আমাদের বলতেন। এখানে থেকে এটাই বোঝায় যে, যীশুর জন্মের সঠিক তারিখের কোনো তাৎপর্য নেই, যে কারণে ঈশ্বর এটি উল্লেখ না করা বেছে নিয়েছেন।
ঈশ্বর সকলকে বুঝার মত জ্ঞান প্রদান করুন। আমেন।।
0 মন্তব্যসমূহ
আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।