চার্চ/ মণ্ডলী কি?
লেখকঃ- এসো বাইবেল শিখি/ শিখুন।
এই বিষয় বস্তু তা আপনি খ্রিষ্টীয়ান হোক বা নন খ্রিষ্টীয়ান হোক উভয়ের ক্ষেত্রেই এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ। চার্চ/ মণ্ডলী নিয়ে তা বিশ্বাসী হোক বা অন্য কোন ধর্মের লোক-ই হোক না কেন উভয়ের ক্ষেত্রে প্রশ্ন দাঁড়িয়ে যায় যে, আসলে বাস্তবে চার্চ/ মণ্ডলী কি বলে! বিষয়ে উওর জানার জন্য লেখা পড়ুন। এই বিষয় বস্তুর লেখক আমি অর্থাৎ সোমায় মুর্ম্মু। আমি ভারত দেশ থেকে অন্তর্ভুক্ত, এমনিতে আমাদের দেশে পূর্ব থেকেই খ্রিষ্টীয়ানদের সম্পর্কে নানা ভুল ধারণা রয়েছে যেমন; খ্রিষ্টীয়ান মানে ওই ইংরেজরা, খ্রিষ্টীয়ান মানেই বিদেশী ধর্ম, খ্রিষ্টীয়ান মানেই লোকদের ধর্ম পরিবর্তন করার লোক, কোথায় বলতে গেলে কট্টরপন্থী লোকদের ধর্ম পরিবর্তন ভূত-ই ঢুকে গেছে।
Image by Joe from Pixabay |
সুতরাং “চার্চ/মন্ডলীর” প্রকৃত শব্দ কোন একটা বিল্ডিং বুঝায় না, কিন্তু কিছু লোকদের বুঝায়, যাদের প্রভু যীশু খ্রীষ্ট এই জগত থেকে আলাদা করেছেন। মন্ডলী হচ্ছে খ্রীষ্টের দেহ, যেখানে তিনিই হচ্ছেন মাথা যেমন বাক্য বলে; (ইফিষীয় ১:২২-২৩ SBCL)। এই বাক্যকে যদি সাধারণ ভাষায় বুঝাই তা এই ভাবে, আমরা যদি দেখি একজন মানুষের দেহে কি কি দেখতে পাই? দেখতে পাই মাথা, চোখ, কান, নাক, হাত, পা গোলা, মুখ ইত্যাদি ইত্যাদি। মাথা চিন্তাভাবনা এবং পরিকল্পনা কাজ করে, এবং সকল অঙ্গকে কাজ করার নির্দেশ দিয়ে থাকে, যেন সকল অঙ্গ নিয়ে মাথার চিন্তা ও পরিকল্পনার কাজকে পূর্ণ ও সঞ্চালন করে। মাথা আর বাকি অঙ্গ-পতঙ্গ মিলে এক দেহ তৈরি হয়। ঠিক তদ্রূপ আমরা যখন বলি “চার্চ/মন্ডলী” তো “চার্চ/মন্ডলী” দেহ তৈরি হয় মাথা থেকে অর্থাৎ প্রভু যীশু খ্রীষ্ট মাধ্যমে আর বাকি অঙ্গ-পতঙ্গ হল খ্রিষ্টীয় বিশ্বাসী। বারবার খ্রীষ্টকে মণ্ডলীর মাথা বলা হয়েছে যেমন বাক্য বলে; (ইফিষীয় ৪:১৬, ইফিষীয় ৫:২৩, কলসীয় ১:১৮)।
এই “চার্চ/মন্ডলী” আসলে খ্রীষ্টেরই দেহ। যিনি সব দিক থেকে সব কিছু পূর্ণ করেন সেই খ্রীষ্টের পূর্ণতা হল এই “চার্চ/মন্ডলী”। পঞ্চাশত্তমী দিনের পর থেকে যীশু খ্রীষ্টে বিশ্বাসীদের নিয়ে খ্রীষ্টের দেহ তৈরী করা হয়েছে (প্রেরিত ২ অধ্যায়) এবং খ্রীষ্টের দ্বিতীয় আগমন পর্যন্ত তা থাকবে। “চার্চ/মন্ডলী” অর্থাৎ খ্রীষ্টের দেহকে দুই ভাগে ভাগ করা যায়।
(১) সার্বজনীন “চার্চ/মন্ডলীর” (২) স্থানীয় “চার্চ/মন্ডলীর”
যে কেউ যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে গ্ৰহণ করে উদ্ধার পেয়েছে, এবং যীশু খ্রীষ্টের সাথে যাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তাদের নিয়ে সার্বজনীন “চার্চ/মন্ডলী” গঠিত হয়। তা আপনি যে কোন দেশ, ধর্ম, জাতি, ভাষাবাদী-ই হোক না কেন! আপনি যদি বিশ্বাস করে খ্রীষ্টকে গ্ৰহণ করেছেন আপনি সার্বজনীন “চার্চ/মন্ডলীর” একজন সদস্য যেমন বাক্য ও বলে; (১ করিন্থীয় ১২:১৩)।
স্থানীয় “চার্চ/মন্ডলী” বলতে বোঝায় যেই চার্চ/মন্ডলী একটি নির্দিষ্ট জায়গায় সকল বিশ্বাসী সমবেত হয়ে ঈশ্বরের আরাধনা ও উপসনা করা হয়, এবং বাক্যকে সঠিক অর্থে শিক্ষা প্রদান করা হয় তা কোন গাছের তলা হোক বা ঘর-ই হোক না কেন তাকেই স্থানীয় “চার্চ/মন্ডলী” বলা হয়; (গালাতীয় ১:১-২)।
আমরা এই বাক্যকে একটু লক্ষ্য করলে দেখতে পাই গালাতিয়ার প্রদেশে অনেক মণ্ডলী ছিল যাদেরকে আমরা স্থানীয় “চার্চ/মন্ডলী” বলতে পারি। যেমন কলকাতা, কলকাতায় আশেপাশে নানা জায়গায় চার্চ/মন্ডলী রয়েছে। সেই স্থানীয় বাসীদের নিয়েই স্থানীয় “চার্চ/মন্ডলী গঠিত হয়। সুতরাং চার্চ/মন্ডলী বলতে কোন বিল্ডিং বোঝায় না। চার্চ/মন্ডলী বলতে খ্রিষ্টীয় বিশ্বাসীদের বোঝায় যাদের মস্তক স্বয়ং প্রভু যীশু খ্রীষ্ট আর বিশ্বাসীরা তাঁর দেহ যেমন বাক্য ও বলে; (ইফিষীয় ৫:৩০)।
ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।।
0 মন্তব্যসমূহ
আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।