Header Ads Widget

Responsive Advertisement

খ্রিস্টানদের কি লেন্ট পালন করা উচিত?// Should Christians observe Lent?

খ্রিস্টানদের কি লেন্ট পালন করা উচিত কি? 

লেখকঃ- এসো বাইবেল শিখি/ শিখুন।

আজকের দিনে আমরা দেখেছি, এই বিষয়ে খ্রীষ্টানদের মধ্যে নানা বিতর্ক রয়েছে। কিছু খ্রীষ্টান বলে লেন্ট পালন করা উচিত, তো আর খ্রীষ্টান বলে নানা এটি পালন করা উচিৎ নয়। বর্তমানে যারা খ্রীষ্টেতে নূতন এসছে তাঁদের কাছে প্রশ্ন উঠে, তাঁদের কি সত্যিই লেন্ট পালন করা উচিত? এই বিষয়ের সম্পর্কে জানতে গেলে আগে আমাদের লেন্ট সম্পর্কে জানতে হবে তবেই বিষয়টি বুঝতে সহজ হয়ে দাঁড়াবে। তাহলে চলুন আমরা সরাসরি আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। 

Lent কি?

লেন্ট হল; ৪০ দিনের বা ছয় সপ্তাহের একটি বিশেষ উপবাসের সময়। যা প্রভু যীশু খ্রীষ্টের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, আত্মসংযম এবং আত্মত্যাগের জন্য রাখা হয়ে থাকে। এটি ইংরেজিতে Ash Wednesday অর্থাৎ ভস্ম বুধবার থেকে শুরু হয়ে ইস্টার শেষ হয় যাকে পুনরুত্থান দিবস বা Resurrection Sunday ও বলা হয়।

Photo by LEONARDO DOURADO

ঐতিহ্যগতভাবে মূলত রোমান ক্যাথলিক ও তাদের থেকে বিভক্ত সম্প্রদায়, যেমন প্রোটেস্টান্ট, আ্যংলিকান, অর্থোডক্স সম্প্রদায় দ্বারা এবং লেন্ট পালন করা হয়। লেন্ট অংশগ্রহণকারীরা এই সময়ে অল্প পরিমাণে খাবার খাওয়া বা নির্দিষ্ট খাবারের অভ্যাস থেকে ত্যাগ করে থাকেন। এই দিনে তারা মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়া ছেড়ে থাকে। কিছু লোকেরা এই দিনগুলোতে নিজেদের খারাপ খারাপ অভ্যাস থেকে উপবাস নিয়ে থাকে যেমন; ধূমপান, মদ্যপান, মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়া, পর্নোগ্রাফি দেখা, অশ্লীল সিনেমা দেখা ছেড়ে ইত্যাদি ইত্যাদি। রোমান ক্যাথলিক লেন্টাকে প্রায়শ্চিত্ত হিসাবেও দেখেন। তাদের বিশ্বাস এ-ধরনের আত্মবিশ্বাস, নিয়ম অনুযায়ী ঈশ্বরকে  প্রফুল্লিত করা যায়। তাদের এই বিশ্বাসটি পুরাতন নিয়মের কয়েকটি বাক্যগুলির উপর নির্ভর করে, যেখানে লোকেরা চট পোশাক পরে এবং ভস্ম মেখে উপবাস করে ছিল। যেমন এই সব বাক্য বলে; (ইষ্টের ৪:১-৩গীতসংহিতা ৩৫:১৩দানিয়েল ৯:৩)

লেন্ট পালনকারীদের এই সকল বাক্যের উপরে ভিত্তি করেই লেন্ট পালন করে থাকে। পাঠক-দের উদ্দেশ্যে বলে দেওয়া ভালো হবে। এই সকল বাক্যেগুলি কখনও লেন্ট সম্পর্কে কিছু বলে না। এখানে আবার অনেকের প্রশ্ন তুলে, তাহলে লেন্ট পালন করা উচিত কিনা? পাঠকদের সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হচ্ছে এর উওর না। কারণ বাইবেল উপবাস সম্পর্কে তো শিক্ষা দেয়। কিন্তু লেন্ট সম্পর্কে নয়। এখানে আবার প্রশ্ন আসে তাহলে উপবাস সম্পর্কে বাইবেল কি বলে? এই বিষয় সম্পর্কে বাইবেল ভিত্তিক বিস্তারিতভাবে উওর জানার জন্য লিংকে ক্লিক করুন; উপবাস সম্পর্কে বাইবেল কি বলে? লেন্ট এর প্রচলন চতুর্থ শতাব্দীতে হয়েছিল। লেন্ট ধর্মসংস্কার প্রভু যীশু খ্রীষ্টের মৃত্যুর ৩০০ বছর পর, রোমান ক্যাথলিক দ্বারা স্থাপিত করার হয়। তখন লেন্ট সময়কাল ছিল ৪৬ দিন তাও আবার রবিবার ছেড়ে। এছাড়া তখনকার দিনে লেন্ট নিয়ম খুবই কঠিন ছিল। তখন রোমান ক্যাথলিকরা বুধবার, শুক্রবার এবং রবিবার আমিষ খাবার খাওয়া বারন করা ছিল। কিন্তু পরে এই কঠিন নিয়ম একটু হালকা করে দেওয়া হয়, শুধুমাত্র ভস্ম বুধবার এবং বছরের সব শুক্রবার আমিষ খাবার খাওয়া বারন করা হয়।

কিন্তু বছরে যেকোনো বুধবার ও শনিবার আমিষ খাওয়ার অনুমতি দেয়া হয়। ১৯৬৬ সালে, কিছু ক্যাথলিক বিশপ এবং পোপ পৌল ষষ্ঠ এর মাধ্যমে আমেরিকায় এই নিয়ম আরো হালকা করা হয়। আজকাল শুধু ভস্ম বুধবার (Ash Wednesday), গুড ফ্রাইড (Good Friday), এবং লেন্ট ফ্রাইড ( Lent Friday) আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ। বাকি যেকোনো দিনে আমিষ খাবার খেতে পারেন। কিছু রোমান ক্যাথলিক লেন্ট সময়ে মাংস খায় না, কিন্তু মাছ ও ডিম খেয়ে থাকে। যদি আমরা দেখি তাহলে দেখতে পাব যে, বিশ্বের মধ্যে রোমান ক্যাথলিক লেন্ট নিয়মগুলি একে অপরের মতভেদ রয়েছে।এখন কোনো রোমান ক্যাথলিক এটি সঠিকভাবে বলতে পারে না যে, লেন্ট প্রকৃত নিয়ম কি! যা সব রোমান ক্যাথলিকের পালন করা প্রয়োজন।

যাইহোক, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা লেন্ট পালন করার প্রথা এখন sacramental জায়গা নিয়ে নিয়েছে। রোমান ক্যাথলিকদের বিশ্বাস লেন্ট সময়কালে বিশেষ কিছু খাবার খাওয়া উচিত নয় যেমন ধরুন; মাছ, মাংস, ডিম ইত্যাদি। তাঁদের বিশ্বাস লেন্ট সময় মন্দ কাজ থেকে বিরত থাকলেও অনেক আশীর্বাদ পাওয়া যায়। এখানে ও প্রশ্ন আসে, বাইবেল কি এভাবে কিছু বলে? এর উওর হলো না, বাইবেল এভাবে কিছু বলে না। বাইবেল বলে ঈশ্বরের অনুগ্ৰহ কোনভাবেই অর্জন করা যায় না। ঈশ্বরের দান তা দান সহকারে গ্ৰহণ করা উচিত। অনেকে আবার লেন্টকে কর্মের হিসাবে বিশ্বাস করে। তাঁরা বিশ্বাস করে লেন্ট উপবাস ভালো কর্ম। তাই লেন্ট উপবাস করলে ঈশ্বর সন্তুষ্ট হয়ে তাদেরকে অনেক আশীর্বাদ করবেন। কিন্তু বাইবেল কি বলে? এই বাক্য দেখুন; (ইফিষীয় ২:৮-৯ BCV)। 

বাইবেলের এই পদটি সুস্পষ্ট ভাবে বা পরিস্কারভাবে বলছে যে, কেউ গর্ব না করুক, আমি লেন্ট উপবাস করছি, তাই ঈশ্বর খুশি হয়ে আমায় প্রচুর আশীর্বাদ করবেন বলে! এটি একটি  ভুল চিন্তা ধারা। কারণ ঈশ্বরের অনুগ্রহ কখনও অর্জন করা যায় না; অনুগ্রহ হ'ল ধার্মিকতার দান তা বাক্য বারংবার বলে; (রোমীয় ৫:১৭ IRVBENলেন্ট চলাকালীন মাছ, মাংস না খাওয়া এটি রোমান ক্যাথলিক শিক্ষা বাইবেল কিন্তু নয়। বাইবেল পরিস্কারভাবে মাছ, মাংস খাওয়ার  স্বীকৃতি দিয়েছে। উদাহরণস্বরূপ প্রভু যীশু নিজেই মাছ, মাংস খাবার খেয়েছিলেন (লূক ২২:৭, ১৪:১৫, ২৪:৪২-৪৩) বাইবেল এটি কখনও বলে না যে, কেউ মাছ, মাংসা খাওয়ার ছেড়ে দিলে তাহলে ঈশ্বর খুশি হবেন তা কিন্তু নয়, বরং বাক্য বলে; (১ তীমথিয় ৪:৪-৫ IRVBEN)। এই বাক্যে আমাদের জানায় যে, লেন্ট চলাকালীন সেই সময় কিছু খাওয়া ছেড়ে দিলে, ঈশ্বর সন্তুষ্ট হবেন তা কিন্তু না। 

বাইবেল পরিস্কারভাবে বলে ঈশ্বর, প্রভু যীশু খ্রীষ্টের পাপের ক্ষমা বলিদানের মাধ্যমে প্রসন্ন হয়। সুতরাং লেন্ট পালন করার কোনো আধ্যাত্মিক মূল্য নেই, কেউ লেন্ট পালন করলেই ঈশ্বরের সান্নিধ্যে লাভ করতে পারে তাও কিন্তু নয়। এটি মানুষের চিন্তাভাবনা, যা অন্য ধর্মের বিশ্বাসীদের মাধ্যমে দেখা যায়। বাইবেল উপবাস সম্পর্কে ব্যাপারে শিক্ষা দেয়, কিন্তু লেন্ট সম্পর্কে নয়। উপবাস আধ্যাত্মিকভাবে ঈশ্বরের কাছাকাছি হওয়া। আমরা পাপী মানুষ, পাপী যখন নিজের পাপ থেকে অনুতাপিত হয়, তখন ঈশ্বর খুশি হোন। অবশ্যই প্রভু যীশুর মৃত্যুর ও পুনরুত্থান দিকে মনোযোগ দেওয়ার জন্য কিছু সময় আলাদা করা যেতে পারে, এতে কোনো ভুল নেই। হ্যাঁ উপবাস যে কোনো সময়, বা দিনে করা যেতে পারে। কিন্তু লেন্ট এর বিশেষ সময় কেন? যখন লেন্ট সময়েই এটি পালন করা হয় তখন এর অর্থ এই যে, এটি নিয়ম মায়া হয়ে গেছে বোঝায়। 

ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ