খ্রিস্টানদের কি টেডি ডে পালন করা উচিত?
লেখকঃ এসো বাইবেল শিখি/ শিখুন।
আজকের বিষয় বস্তু তেমন একটা গুরুত্বপূর্ণ তো নয় তবুও কিছুটা আলোচনা করা হবে কারণ এটি ভ্যালেন্টাইন সপ্তাহের একটি অংশ, তো চলুন কথা না বাড়িয়ে আলোচনার দিকে আগ্ৰসর হই। এই বিষয় বস্তু অনুসরণ করার পূর্বে অনুগ্ৰহ করে পাঠক-পাঠিকরা আপনার পূর্বে লেখা অনুসরণ করুন যেখানে; রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে সম্পর্কে বাইবেল ভিত্তিক বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে উওর জানার জন্য লিঙ্কে ক্লিক করুন।
Image by Jess Foami from Pixabay |
১০ই ফেব্রুয়ারি টেডি ডে কি?
টেডি ডে বলতে সাধারণত প্রেমিক-প্রেমিকাদের অবিচ্ছেদ্য অংশ। এই দিন একজন প্রেমিক তার প্রেমিকাকে সুন্দর এবং আকর্ষণীয় টেডি বিয়ার উপহার দিয়ে এই দিনটি উদযাপন করে। টেডি বিয়ারকে সাধারণ ভাষায় পুতুল ভাল্লুক ও বলা হয়। টেডিগুলি হ'ল মিষ্টি আইটেম যা রোমান্টিক অনুভূতি এবং আবেগ প্রকাশ করার প্রতীক এবং আপজনের হাসি, খুশি ও আনন্দ অনুভূতিকে বাড়িয়ে তলা একেই সাধারণ ভাষায় টেডি ডে বলে। আমাদের একটি কথা মনে পড়ে যায় এই Teddy Day আর Christmas Santa Claus বড়দিন যখন আসে আপনি, দেখবেন বড়ো বড়ো দোকান শোপিং মল এর সামনে গ্ৰাহকদের আকষর্ণ করার জন্য, বড়ো আকারের সান্তা ক্লোজ পুতুলের ছবি দেওয়া থাকে, ঠিক তদ্রুপ বতর্মান দিনে যখন টেডি ডে আসে তখন গ্ৰাহকদের আকর্ষিত করার জন্য Teddy Bear's ছবি ও দেওয়া থাকে।
আপনি কি জানেন এই টেডি ডে পালিত কি ভাবে শুরু হয়? চলুন আপনার জানা থাক বা নাই থাক আমরা আপনাকে সংক্ষেপে ইতিহাস জানিয়ে দেই তা বলে এটি নয় যে আমরা টেডি ডে- ফেডি ডে বলে কিছু সমর্থন করছি তা কিন্তু নয়। টেডি ডে তো দূরের কথা ভ্যালেন্টাইন সপ্তাহেই সমর্থন করি না। তাই এমন ধরনের বিষয় বস্তু আলোচনা করা। যেন বিশ্বাসীরা জগতের মায়া থেকে উদ্ধার পায়। এই জগতের ঈশ্বর (২ করি ৪:৪) মানে শয়তান সর্বনাশের পথ থেকে রক্ষা পান। হয়ত আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু বাইবেল হিসেবে বিয়ে করার আগে একজন যুবক ও যুবতী কোন ভাবে ঘনিষ্ঠ হওয়া উচিত নয়।
টেডি ডে প্রচলন ইতিহাস কি?
United States President Theodore Roosevelt, যখন Mississippi ও Louisiana মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তি করতে গেছিলেন। তখন তিনি অবসর সময়ে ১৯০২ সালের নভেম্বরে মিসিসিপির গভর্নর অ্যান্ড্রু এইচ লঙ্গিনোর আমন্ত্রণে সেখানে একদিন ভালুক শিকারে যান। সঙ্গের অন্য শিকারীরা অধিকাংশই ভালুক মারতে পারলেও, রুজভেল্ট তখনো পাননি। এরিমধ্যে হল্ট কলিয়ারের নেতৃত্বে, রুজভেল্টের কয়েকজন সহচর একটা আমেরিকান কালো ভালুককে অনেকক্ষণ ধাওয়া করে শেষে কোণঠাসা করতে সক্ষম হন। তারপর একটু পিটুনি দিয়ে সেটাকে কাছেই, উইলো গাছের সাথে বেঁধে রাখেন যেন রুজভেল্ট এসে ওটা মারতে পারেন। কিন্তু রুজভেল্ট এসে দেখে বলেন, এভাবে বেঁধে-রাখা আহত ভালুককে মারা ও কাপুরুষদের কাজ, তাই তিনি ভালুকে হত্যা করবেন না স্থির করলেন। কিন্তু সহপাঠীদের নির্দেশ দেন যেন ভালুকটাকে হত্যা করে মৃত্যুর যন্ত্রনা শেষ করে।
এই ঘটনা পত্রিকায় অনেক চর্চা হয়। Clifford Berryman বলে একজন Cartoonist Washington Post এর জন্য এক Cartoon ও তৈরি করে ফেলেন। যেটাতে Roosevelt এক ভাল্লুক এর সঙ্গে দেখা যায়। এই কার্টুন তখনকার সময়ে অনেক চর্চায় ছিল। Clifford দ্বারা তৈরি করা কার্টুন বহু জনপ্রিয়তা হয়েছিল। খেলনার স্টোর চালানোর Morris Michtom কার্টুন মতো তৈরি ভাল্লুককে দেখে অনেক প্রভাবিত হয়। Morris এর স্ত্রীর সন্তানদের জন্য নানা ধরনের খেলনা তৈরি করত কিন্তু তিনি ভাল্লুকের আকারে এক নতুন খেলনা তৈরি করেন। Morris এই খেলনা নিয়ে Roosevelt কাছে গেলেন এবং তিনি ওই তৈরি করা খেলনার নাম Teddy Bear নাম দেওয়ার অনুরোধ রাখলেন কারণ Roosevelt এর ডাকনাম ছিল Teddy তখন Roosevelt বলল ঠিক আছে। তখন থেকেই এই ভাবে Teddy Day প্রচলিত হয়ে যায়।
টেডি ডে উপহার দেওয়ার অর্থ হল প্রেমিদের সহানুভূতি প্রতীক। এখন প্রশ্ন দাঁড়িয়ে যায় আমাদের কি কখন ও পুতুল-টুতুল সহানুভূতি দিতে পারবে কি? উওর হবে নিশ্চয় না। আপনি বলতে পারেন তবে কে সহানুভূতি দিতে পারে কি? এর উওর হল স্বয়ং ঈশ্বর যেমন এই বাক্য বলে; (গীতসংহিতা ৮৬:১৭, যিশাইয় ৬৬:১৩, ২ করিন্থীয় ১:৩-৪)।
বাইবেলে বিনাশকের প্রতীক বলা হয়েছে যেমন কিছু বাক্য দেওয়া রইল। (দানিয়েল ৭:৫ পদ) (প্রকাশিত বাক্য ১৩:২ পদ) (বিলাপ ৩:১০ পদ) (২ রাজাবলি ২:২৪ পদ) (হোশেয় ১৩:৭-৮ পদ) (১ শমূয়েল ১৭:৩৪ পদ) (হিতোপদেশ ১৭:১২,২৮:১৫ পদ) (আমোষ ৫:১৯ পদ)
✝ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।
0 মন্তব্যসমূহ
আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।