বাইবেল ভস্ম বুধবার সম্পর্কে কি বলে?
লেখকঃ এসো বাইবেল শিখি/ শিখুন।
এই বিষয় লেখার আগে আমরা একটি আর্টিকেল পড়েছিলাম। লেখাটি সত্যিই চমৎকারভাবে লেখা হয়েছে। ওই আর্টিকেল খুব ভাল ছিল, কিন্তু যখন আর্টিকেল ভালো করে পড়ার চেষ্টা করা হয়, তখন আমরা কয়েকটি ক্রুটি পেয়ে যাই। কি সেই এই ক্রুটি ছিল তা সম্পর্কে আগে আলোচনা করা হবে।
Image by Grzegorz Krupa from Pixabay |
ওই ওয়েবসাইটে ভস্ম বুধবার সম্পর্কে কি লেখা হয়েছিল তা সংক্ষিপ্তে বলা হচ্ছে। ওই ওয়েবসাইটে এই ভাবে লেখা হয়েছিল যে, খ্রিস্টানদের মধ্যে একটি জনপ্রিয় উৎসব হল; ভস্ম বুধবার। খ্রীষ্ট ধর্মাবলম্বীরা প্রতিবছর বিশ্বব্যাপী এই উৎসবটি উদযাপন করে থাকে। খ্রীষ্ট ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি অনেক ইম্পর্টেন্ট। খ্রীষ্ট ধর্মাবলম্বীরা এই দিন শোক ও নির্যাতনের দিন হিসেবে উদযাপিত করে থাকে। এই দিনে খ্রীষ্ট ধর্মাবলম্বীরা পাপের অনুতাপ করার জন্য কপালে ছাই লাগিয়ে থাকে। খ্রীষ্টধর্মে ছাই, মৃত্যু ও অনুশোচনার প্রতিক। এই ওয়েবসাইটের লেখক সম্পূর্ণরূপে খ্রিস্টানদের কথা উল্লেখ করেছেন। লেখক কী বলছেন? লেখক এটি খ্রিস্টানদের মধ্যে একটি জনপ্রিয় উৎসব বলে ঘোষণা করছেন যে, এই দিনটি সমস্ত খ্রীষ্টিয়ানদের মধ্যে কত বড় দিন বলে। সত্যি বলতে কি, এই দিনটি সকল খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য মহত্ত্ব রাখে? আপনাদের বলি তা কিন্তু না।
সেই ওয়েবসাইটটির নাম bengali.boldsky.com যার লেখক ছিলেন পূরবী জানা আমি তাঁকে দোষারোপ করছি তা কিন্তু না। তিনি তার বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান প্রক্রিয়া যতটা করেছেন, ঠিক ততটাই তিনি তার নিবন্ধটি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। খ্রীষ্টানদের মধ্যে আরো শাখা আছে কিনা! যদি আছে তাহলে তারা কি বিশ্বাস করে? তাঁরা কি এই দিনটি উদযাপন করে থাকে! এই প্রবন্ধে অন্য ধর্মাবলম্বীরা খ্রিস্টানদের সম্পর্কে কি ভাবছেন তা জানা যায়। দেখছেন এক গোষ্ঠীর ভুলের ফলে সকল খ্রিস্টানদের ভুলই ধরা হয়। লোকেরা ধর্মকে চেনে কিন্তু বিশ্বাসকে নয়, কারণ বিশ্বাস অন্তরের ভিতর থাকে যেটি কখনও দেখা যায় না। সংক্ষেপে ভস্ম বুধবার ইতিহাস সম্পর্কে জানা যাক।
ভস্ম বুধবার ইতিহাস।
ভস্ম বুধবার হল প্রায়শ্চিত্ত কাল উপবাসকালের প্রথম দিন। এই দিনটিকে “Day of Ashes,” বাংলায় বলা হয় “ভস্ম বুধবার” তাই মণ্ডলীর যাজক ও পুরোহিত এই দিন মণ্ডলীর বিশ্বাসী বর্গদের কপালে ছাই দিয়ে ক্রুশ চিহ্ন লেপিয়ে দিয়ে বলে থাকে; “তোমার এই শরীর ধুলর, আর ধুলতেই ফিরে যাবে।” (আদিপুস্তক ৩:১৯)। এই ভস্ম বুধবার বিশেষভাবে নিজেদের আত্মপরীক্ষা, চেতনতা এবং মন পরিবর্তন, প্রার্থনা, আত্মসমর্পণ এবং আত্মশুদ্ধি করুন মধ্যে দিয়ে প্রভু যীশুর ব্যাথা বেদনা ও পুনরুত্থানের জন্য নিজেদের প্রস্তুতী করণ। খ্রিস্টানদের মধ্যে কয়েকটি সম্প্রদায় যেমন ধরুন; রোমান ক্যাথলিক, লুথারিয়ান, মেথোডিস্ট, প্রেসবিটারিয়ান এবং কিছু প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের মধ্যে দিয়ে ভস্ম বুধবার পালন করা হয়। ইস্টান অর্থডক্স মন্ডলী ভস্ম বুধবার পরিবর্তে “Clean Monday.” অনুসরণ শুরু করে। অনেকের মতে এটা সেই সময় যখন কনস্টান্টটাইন, ঢালাই করা পৌত্তলিক উদ্যোগী হয়েছিলেন। পরে ভস্ম বুধবার 325 A.D Council of Nicaea রোমান ক্যাথলিক চার্চ মাধ্যমে গ্রহণ করা হয়েছিল। এটি তখন থেকেই পালন হয়ে আসছে।
এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভস্ম বুধবার পালন করা উচিত? উওর হল না। প্রথম কারণ হল, এটি পৌওলিকতা ধর্মের বিশ্বাস থেকে নেওয়া। দ্বিতীয় কারণ হল, বাইবেল এ বিষয় নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি যে পালন করা উচিত বলে। তাছাড়া বাইবেলের নূতন নিয়মেও এ বিষয় নিয়ে অর্থাৎ ভস্ম বুধবার উদযাপন করার নিয়ে কোনো কিছু বলা হয়নি। প্রভু যীশু খ্রীষ্ট নিজেও এই ভস্ম বুধবার সম্পর্কে কিছু বলে যাননি। স্বাভাবিকভাবেই এটি পালন করা উচিত না। এখানে রোমান ক্যাথলিকরা প্রশ্ন তুলে আর বলে, হ্যাঁ ভস্ম বুধবার পালন করা যেতে পারে। তখন, তাদের এই শিক্ষাকে ঠিক প্রমাণ করার জন্য বাইবেলের কিছু বাক্যে সহায়তা নিয়ে থাকে। যা সাধারণত এইসব বাক্যে দেখিয়ে থাকে; (২ শমূয়েল ১৩:১৯, ইষ্টের ৪:১, ইয়োব ২:৮, যিরমিয় ৬:২৬, দানিয়েল ৯:৩)
এই সব পুস্তকের বাক্যে দেখিয়ে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করে বশে। তখন এই আধুনিক কপালে ক্রুশের চিহ্নই যীশু খ্রীষ্টের সাথে তুলনা করে বশে। আপনাদের বলি রোমান ক্যাথলিকরা এই সব বাক্যে ভুলভাবে ব্যাখ্যা করে থাকে। সঠিক ব্যাখা কি তা বোঝানোর জন্য রোমান ক্যাথলিকদের একটি বাক্যে যা ২ শমূয়েল ১৩:১৯ ব্যাখ্যা করা হচ্ছে। এই অধ্যায়টি একটি জঘন্য পাপের কথা বলা হয়েছে। যেটি সাধারণত ভাষায় বলাও কঠিন। এই বিষয়টি আলোচনা করার পূর্বে, একটি কথা বলি। কথাটি হল বাইবেল এমন একটি পুস্তক যা মানুষের পাপগুলি কখনও গোপন করার চেষ্টা করে না। যা সত্য বাইবেল তা দেখিয়ে থাকে। তাই বাইবেল বিশ্বাস করা যায় যে এই পুস্তক চিরতরে সত্য। বাইবেল ঈশ্বরের মাধ্যমে লেখা হয়েছে (২ তীম ৩:১৬, ১ পিতর ১:২০-২১) যদি বাইবেল কোনো লেখকের মাধ্যমে লেখা হত, তাহলে দেখা যেতো যে, লেখকরা কিছু ভয়াবহ পাপের ঘটনা গোপন করার চেষ্টা করত। যেহেতু বাইবেল ঈশ্বরের দ্বারা লিখিত, তাই বাইবেলের কোনো শব্দ সম্পাদিত হয়নি। অন্য ধর্মাবলম্বীদের পুস্তকের মত বাইবেল নয় যে, ভালো হলে লেখা হবে এবং খারাপ হলে গোপন করা হবে।
দাউদ পুত্র অম্মোন। তার অবিবাহিত এক বোন ছিল, যার নাম তামর। যার চেহারা খুবই সুন্দর অর্থাৎ তার বোনকে দেখতে খুব সুন্দর। তখন অম্মোন বোনের যৌবন দেখে তাকে ভালোবাসতে লাগল। তার বোন যেহেতু কুমারী ছিল, তাই তার পক্ষে কিছু করার সম্ভাবনা ছিল না। অম্নোন তার বোন তামরের জন্য এমন আকুল হল যে, আকুল বলতে সে নেশাগ্রস্থ হয়ে গেল। এই বিষয়কে সাধারণ ভাষায় বোঝানোর জন্য এক উদাহরণ দেওয়া হচ্ছে। আপনারা হয়তো দেখেছেন যখন একজন ছেলে একটি সুন্দর মেয়েকে ভালোবাসে। যদি ছেলেটি সেই মেয়েটি না পায়, তাহলে দেখবেন ছেলের নেশা টাইপ হয়ে যায়। ওই ছেলেটির জন্য মেয়েটির প্রয়োজন হয়ে দাঁড়িয়ে যায়। তখন দেখা যাবে ছেলেটি খাওয়া-দাওয়াও ছেড়ে দিয়ে থাকে। ছেলেটি মেয়েটিকে ছাড়া কোনো কিছুই দেখতে পায় না। সাধারণ ভাষায় বলতে গেলে জীবনের শ্বাস নেওয়াও যেন বন্ধ হতে শুরু করে। তখন দেখবে ওই ছেলেটির ধীরে ধীরে শরীর খারাপ হয়ে যেতে শুরু করে। ঠিক এইভাবেই অম্মোন নিজের বোনের জন্য নেশাগ্ৰস্ত হয়ে পড়েছিল। অম্মোন কান্ড দেখুন, নিজের বোনের জন্য তার কি ভয়াবহ অবস্থা! অম্মোন জঘন্য পাপে পতিত। অম্মোন দিনে দিনে অসুস্থ হওয়ার ফলে তার একজন বন্ধু কারণ জানতে চাইল। তখন অম্নোন সেই বন্ধুকে সব কিছু খুলে বলে দিল।
কথা শুনে অম্নোন বন্ধু যোনাদব বলল ঠিক আছে চিন্তা করতে হবে না। তুমি না এক কাজ কর বিছানায় অসুস্থ হওয়ার ভাণ করে পড়ে থাক। আর যখন তোমার বাবা দায়ূদ তোমাকে দেখতে আসবে তখন তাকে জানিয়ে দিয়ো যে, আমার বোন তামর যেন আমার জন্য কিছু খাওয়ার নিয়ে আসে। আর সেই খাওয়ার গুলি যেন আমার চখের সামনে তৈরি করুক। পরে দায়ূদ তার মেয়ে তামরকে অম্নোনের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু তামর যখন খাওয়াতে যাচ্ছিল, সে সময়ে অম্নোন তাকে জাপটে ধরে বলল, “বোন আমার, আমার সঙ্গে বিছানায় চলো।” তখন তামর বলল “না, না দাদা তুমি এমন কাজ করনা!” “আমার উপর জোর-জবরদস্তি কোরো না! তুমি আমার ইজ্জত নষ্ট কর না। ইস্রায়েলে মধ্যে এমন হওয়া উচিত নয়! এই পাপ কাজ করো না। আমার এ কলঙ্ক আমি কোথায় গিয়ে মেটাব? আমার কী হবে? আর তোমারই বা কী হবে? ইস্রায়েলে মধ্যে তুমি ঘৃণার পাএ হবে।
পুরুষরা যেহেতু নারীদের তুলনায় বেশি শক্তিশালী হয়ে থাকে তো জোর-জবরদস্তি তার বোন তামরকে মানভ্রষ্ট করে মানে ধর্ষণ করল। ধর্ষণ করার পর ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে ফেলল। তামর নিজের কলঙ্ক কোথায় লুকাবে ঠিক তখন তামর নিজের মাথায় ছাইয়ের ভস্ম মেখে আর গায়ের কাপড় চিরে মাথায় হাত রেখে জোরে জোরে কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। কই এখানে তো মাথায় ক্রুশের চিহ্নিত করার কথা বলা হয়নি। সকল বাক্যের অর্থ কে বোঝাতে গেলে আলোচনা টি অনেক বড়ো হয়ে যেতে পারে তাই সংক্ষেপে এই সব বাক্যের পরিভাষা কি বলে তা বলা হচ্ছে। বাইবেলে মাথায় ভস্ম ব্যবহার করা অনুতাপ এবং / বা শোকের প্রতীক হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে না কি মাথায় ভস্ম লেপন করে পালন করতে বলা হয়েছে। ভস্ম বুধবারের কপালে ছাই লেপন করা এটি মানুষের তৈরি ধর্মসূত্র। এসব মানুষের তৈরি পরম্পরা জীবন ধারা বা বিশ্বাস যার কোন ফল নেই। তাছাড়া যীশু খ্রীষ্টের আজ্ঞাবহ সঙ্গে যুক্ত ও থাকে না যেমন বাক্য বলেছে; (মথি ১৫:৮-৯)।
বাইবেল যেটা উল্লেখ করা হয়নি তা আদেশ অনুরূপ পালন করা উচিত নয়। তবে এখানে অনেকে প্রশ্ন তুলে ধরে যে বাইবেলে ভস্ম বুধবার পালন করা তীব্র ভাবে নিন্দা করে তাও তো উল্লেখ করা হয়নি। অবশ্যই উল্লেখ করা হয়নি কিন্তু এই ভাবে কপালে ভস্ম দিয়ে ক্রুশ লেপন করে উপবাস করা তা কখনও নিদের্শ করা হয়নি। প্রভু যীশু আমাদের রোজা/উপবাস প্রদর্শন করার বিরুদ্ধে আমাদের সতর্ক করে গেছেন যেমন এই বাক্য বলে; (মথি ৬:১৬-১৮ SBCL)। পাপী ক্রিয়াকলাপগুলির জন্য অনুতপ্ত হওয়া উওম বিষয়। তবে খ্রিস্টানদের প্রতিদিন কিছু করা উচিত, কেবলমাত্র উপবাসের সময় নয়। নিজেকে একজন খ্রিস্টান হিসাবে স্পষ্টভাবে চিহ্নিত করা উওম বিষয় তবে, এটি অবশ্যই প্রতিদিনের পরিচয় হওয়া উচিত। এবং এটি মনে রাখা ভাল যে কোনও আচার-অনুষ্ঠানই ঈশ্বরের কাছে হৃদয়কে সঠিক করতে পারে না।
ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।।
1 মন্তব্যসমূহ
ঈশ্বর আপনাকে আর্শীবাদ দান করুক ।
উত্তরমুছুনআপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।