রোজ ডে কি ?// রোজ ডে পালন করা উচিত?
লেখকঃ- এসো বাইবেল শিখি/শিখুন।
আজ আমরা রোজ ডে নিয়ে আলোচনা করব। কারণ এই প্রভাব অধিকাংশ আমাদের তরুণ ও তরুণীদের মধ্যে দেখা যায়। এই বিষয়ে বাইবেল কী বলে! তা জানার জন্য সম্পূর্ণ লেখা পড়ুন।
Image by Omar Medina from Pixabay |
সামনে আর কয়েকটি দিন অতিবাহিত হলেই, যেন দেশ দেশান্তরে প্রেমিক-প্রেমিকাদের এক বিশাল উৎসব যা এক সপ্তাহ ধরে পালিত হবে। তখন সমগ্ৰ Puppy love প্রেমিক প্রেমিকাগণ এই উৎসব মেতে উঠবেন। এটি ঠিক যে এখন ও সরকারি ভাবে দিনটি উদযাপন করার জন্য ঘোষিত করা হয়নি। কিন্তু কি জানি কালকে সরকার দিনটি উদযাপন করার জন্য ঘোষণা ও করে দিতে পারে। কারণ জগৎ যেই দিকে অগ্ৰসর হচ্ছে তা বলা বাহুল্য। কোন দিকে অগ্ৰসর হচ্ছে তা আপনারাই পরিলক্ষিত করতে পারছেন। এমনিতে বাইবেলের বিপক্ষে বহু দেশে নানা ধরনের নিয়ম ও পাশ হয়ে গেছে। যদি আমরা বাইবেলের এই কথাটি দেখি তো বতর্মান দিনে কত সত্যি তা আপনারা উপলব্ধি করতে পারেন। উদাহরণস্বরূপ এই বাক্যে দেখুন; (২ তীমথিয় ৩:১-৫)। কোথায় বলতে গেলে যদি দিনটি উদযাপন করার জন্য ঘোষণা করা হয়। আমাদের Puppy love প্রেমিক-প্রেমিকাগণরা অনেকেই উপকার হয়ে যাবে, কারণ এক সপ্তাহ ধরে মুক্ত আকাশে উড়ে বেড়াবে। প্রেমিক-প্রেমিকাদের সপ্তাহ শুরু হয় প্রথম দিন Rose Day থেকে।
৭-ই ফেব্রুয়ারি রোজ ডে কি?
এই দিন প্রেমিক-প্রেমিকা দিন। একজন প্রেমি ও প্রেমিকা তার আপনজনকে গোলাপ ফুল দিয়ে Haapy Rose Day Wish করে। যদি খুলে বলি একজন প্রেমিক ও প্রেমিকা তার আপনজনকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসার প্রদান করে। প্রদান করে বোঝাতে চায় যে, আমি তোমায় কত ভালোবাসী বলে! সাধারণত গোলাপ ফুলকে প্রেম, শ্রদ্ধা, শান্তি ও পবিত্রতার প্রতীক বলা হয়। এটি জাগতিক বিষয় বস্তু যেটাতে ব্যভিচারের প্রথম ধাপ শুরু হয়ে যায়, তা বলে এটা বলা হচ্ছে না যে এর আগে ব্যভিচার করা হয়নি বলে! তা কিন্তু নয় তা তো হয়েই থাকে। এখানে যে শব্দ প্রয়োগ করা হয়েছে হয়েই থাকে এটার অর্থ এটা নয় যে আমরা সাপোর্ট করছি বলে তা কিন্ত নয়। বরং বাক্য হিসেবে ব্যভিচার প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে।
আমাদের যুবক-যুবতীদের পাপের পতিত ভূল থেকে আমরা ফিরে আনতে চাইছি, তাই এমন ধরনের পোস্ট দেওয়া হয়। হয়ত অনেকের এই সব লেখা অনেক তিতা/তেঁত লাগলেও লাগতে পারে। এখানে অনেক লোক চিৎকার করে বেডায় ভাই আপনারা কি ঠিকা নিয়ে নিয়েছেন নাকি? লোকের মন্দকে প্রকাশ করার জন্য! যারা এমন ধরনের ভাষা প্রকাশ করেন তাদের প্রতি আমাদের কিছু বলার নেই। হাঁ তারা তো বলবেই কারণ তাদের মন্দ প্রকাশ হয়ে যাচ্ছে। জানলেন জাগতিক Rose (গোলাপ) ফুলের মহত্ব। কিন্তু এখন আপনাদের এক রোচক কথা বলতে চাই। এখানে যে রোচক শব্দটি ব্যবহার করা হয়েছে তা হিন্দি শব্দ। আপনারা কি জানেন আসল গোলাপ ফুল কে? এই আসল গোলাপ কেউ আর নয় স্বয়ং ঈশ্বর পুএ প্রভু যীশু খ্রীষ্ট যেমন এই বাক্য বলে; (পরমগীত ২:১)।
এখানে শারোণ দেশ ঈশ্বরের লোকের প্রতীক বোঝায়। আর শারোণের গোলাপ প্রভু যীশুর প্রতীক। পুরাতন নিয়মে শারোণের শোভা ঈশ্বরের মাধ্যমে প্রদর্শন হতো যেমন বাক্য বলে; (যিশাইয় ৩৫:১-২ SBCL)। ঠিক সেই রকম নূতন নিয়মে প্রভু যীশু নিজের কাজ, প্রেম, স্বভাব, দ্বারা সবাইকে শোভিত করেছিলেন। আমাদেরকেও শারোণের গোলাপ রকম হওয়া উচিত মানে প্রভু যীশুর মতোন যেমন বাক্য ও বলে; (ফিলিপীয় ২:৫)। বতর্মান সময়ে মানুষেরা সেই শারোনে গোলাপকে ভূলে গেছেন মানে প্রভু যীশুকে। কিন্তু জাগতিক গোলাপে কখনও ভূলতে পারেন না। তা যেন হৃদয়ে মধ্যে সঞ্চিত করে রাখা হয়েছে। জাগতিক গোলাপের মাধ্যমে আমাদের খ্রিষ্টীয় বিশ্বাসীগণ আনন্দ খুঁজে বেড়ায়। হতে পারে এই আনন্দ পেয়েও যাবেন, কিন্তু এই আনন্দ ক্ষণেকের জন্য। আমাদের খ্রিষ্টীয় যুবক-যুবতীদের মজা তো তখন লাগে যখন জগতের গোলাপ অন্যকে প্রদান করে।
দেখলেন জগতের গোলাপ আর শারোণের গোলাপ মানে প্রভু যীশুর মধ্যে পার্থক্য? যদি আমাদের শারোণের গোলাপ মানে প্রভু যীশুর মতো হতে হয়। আমাদেরকে মন ফেরাতে হবে। মন ফিরিয়ে ঈশ্বরের চরণে নিজেকে অর্পণ করতে হবে। এবং বাইবেলে বাড়তে হবে। তবেই আমাদের শারোণের গোলাপ মানে প্রভু যীশুর মতো শোভা প্রদর্শন হবে। এর জন্য কাউকে জাগতিক Red Rose দিতে হবে না। যারা জাগতিক রোজ ডে পালণ করেন তাদেরকে এইসব বাক্যের সাহায্য পরিবর্তন হওয়া উচিত; (ইফিষীয় ৫:১০-১১, ইফিষীয় ৫:১৭, ১ পিতর ১:১৪)। প্রিয়তমরা, জগত অনেক মন্দ। জগত মন্দ বিষয়কে ভালো বলে প্রদান করে। কিন্তু সেই মন্দ কখন যে ধ্বংসের পথে দিকে ঠেলে দিবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি Rose Day পালণ করবেন কিনা নিণয় আপনার উপরে।
0 মন্তব্যসমূহ
আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।