Header Ads Widget

Responsive Advertisement

কেন যীশু বলেছিলেন; “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ?” ( মথি ২৭:৪৬)| Why did Jesus say, “My God, my God, why have you forsaken me?”

কেন যীশু বলেছিলেন; “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ?” (মথি ২৭:৪৬)

লেখকঃ- এসো বাইবেল শিখি/ শিখুন।

আমরা দেখেছি সমালোচকরা সর্বদাই খ্রিষ্টীয়ানদেরকে বদনাম করার জন‍্য তাদের পিছনেই লেগে পড়ে থাকে, আর বাইবেলের এমন কিছু বাক‍্য তুলে ধরে পেশ করতে থাকে যেন মনে করে কেউ তাদের উওর দিতে পারবে না। তো সমালোচকদের একটি জবরদস্ত আর্গুমেন্ট তা আপনারা হেডলাইন দেখেই বুঝতে পারছেন। সমালোচকেরা বলে যীশু কোন ঈশ্বর নয়। সমালোচকদের তালে তালে কিছু নামধারী খ্রিষ্টীয়ান ও একই কথা বলে থাকে। আমরা দেখব যীশু কেন এই শব্দ প্রয়োগ করেছিলেন অনুগ্ৰহ করে বাইবেল ভিত্তিক বিস্তারিত ভাবে উওর জানতে সম্পূর্ণ লেখা পড়ুন।

Photo by; Fa Barboza on Unsplash

আলোচনাঃ প্রভু যীশু ক্রুশে থাকার সময়, প্রভুর যীশু নিজের মুখে থেকে সাতটি বাণী বলেছিলেন, যা প্রত্যেকটি বাণী খ্রীষ্ট বিশ্বাসীদের অনেক কিছু শিক্ষা দেয়। প্রতিটি বাণীই ছিল গুরুত্বপূর্ণ। এই সাতটি বাণীর 
মধ্যে এটি চতুর্থ বানী ছিল যা আমরা সাধারণত নিদারুন যন্ত্রণা বাণী বলি। যীশু ক্রুশে থাকা কালীন কেন এই বানী উল্লেখ্য করেছিলে এই উওর জানার পূর্বে যীশু কে ছিলেন? তার নিয়ে একটু ধারণা আমাদের দরকার। উওর জানার জন্য ক্লিক করুন যীশু খ্রীষ্ট কে ছিলেন? বাইবেলে অনেক বাক্যেয় বলা হয়েছে, যীশু ঈশ্বর ছিলেন; (যোহন ১:১, যোহন ১:১৪)। যীশু মানুষ হয়ে ক্লান্ত হয়েছেন যথা; (যোহন ৪:৬)। যীশু মানুষ হয়ে খেয়েছেন; (মার্ক ১৪:৩ লূক ৭:৩৬। যীশু মানুষ হয়ে উৎকন্ঠিত হয়েছেন; (যোহন ১১:৩৩)। যীশু মানুষ হয়ে ঘুমিয়েছেন যথা; (মার্ক ৪:৩৮)। যীশু মানুষ হয়ে কাঁদছেন; (যোহন ১১:৩৫)। যীশু মানুষ হিসেবে প্রার্থনা করেছিলেন; (মার্ক ১:৩৫)।

প্রথমতঃ এর কারণ হল ভবিষৎবাণী পূর্ণতা হওয়ার জন‍্য। যীশু খ্রিষ্টের থেকে প্রায় ১০০০ হাজার বছরের পূর্বে গীত রচক রাজা দায়ূদ ডবল ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা নিজের জন‍্য ও আর এই জগতে আসা সমগ্ৰ মানব জাতির মুক্তিকর্তা/ উদ্ধারকর্তা অর্থাৎ যীশু খ্রিষ্টের জন‍্য যেমনটি এই বাক্যে বলে; (
গীতসংহিতা ২২:১)। যীশু এই উক্তি দিয়ে ইহূদীদের এটা বোঝাতে চাইলেন যে, রাজা দায়ূদ যা বলেছিলেন তা আমার সম্পর্কেই বলেছিলেন। সেই মশীহ কে ছিলেন? তাঁকে কেমন দুঃখ-কষ্ট বেদনার সহিত মৃত্যু বরণ করতে হবে? তাঁকে কি ভাবে বিদ্রুপ করা হবে বল! কিন্তু তখন সেখানে দাঁড়িয়ে থাকা যিহূদী ও রোমীয় শাসক সৈনিক, যীশুর এই উক্তি তারা উল্টো কিছু অনুমান করছিল। তারা অনুমান করছিল যীশু যেন এলিয়কে ডাকছেন। এলিয় কে ছিলেন? এই নিয়ে যিহূদীরা ভালো করেই অবগত ছিলেন কারণ শাস্ত্রে এলিয়কে নিয়ে লিখিত রয়েছে। পরে যীশুকে ঠাট্টা করার জন‍্য তারা দৌড়ে গিয়ে স্পঞ্জে সিরকা ভরে নলের সাহায্য জল পান করতে দিতে চাইল। কিন্তু সেখানে এমন অনেক লোক ছিল তারা বলেছে থাক কিছু দিতে হবে না। দেখি, এলিয় তাঁকে রক্ষা করার জন্য নেমে আসে কিনা! সত্যি যিহূদীরা যীশুকে মৃত্যু পর্যন্ত ইচ্ছা কৃত ভাবে বিদ্রুপ করতে ছাড়েননি। যীশুর এই উক্তি দিয়ে ভবিষ্যৎবাণীর পূর্ণতা দিয়ে ছিলেন।

দ্বিতীয়তঃ যীশু অনুভব করতে পেরে ছিলেন পিতা (ঈশ্বর) আধ্যাত্মিকভাবে তাঁর থেকে মুখ ফিয়ে নিয়ে ছিলেন। কারণ যীশু যখন এসে সমগ্ৰ মানব জাতির পাপ নিজের কাঁদে বহন করছিলেন যেমন বাক্যেও  বলে যথা; (যিশাইয় ৫৩:৪-৫)। তিনি যখন আমাদের পাপের ভার নিজে বহন করছিল, তখন পিতা আমাদের পাপ পুএতে সহ্য করতে পারছিলেন না। কারণ ঈশ্বর অনেক পবিএ, পবিত্র ঈশ্বর পাপকে দেখতে পারেন না যেমন এই বাক্যেও বলে যথা; (হবক্‌কূক ১:১৩)। যীশু আমাদের পাপের জন্য স্বয়ং পাপ স্বরূপ হয়েছিলেন যেমন সুস্পষ্ট ভাবে বাক্যে বলে; (২ করিন্থীয় ৫:২১)। পুএ অনুভব করতে পারছিলেন যে, পাপের ফলে পিতা তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন তাই অত্যন্ত বেদনার সহি বেলা ছয় ঘটিকার সময় অর্থাৎ ৩:০০ সময় চিৎকার করে পিতাকে ডেকে ছিলেন “এলী এলী লামা শবক্তানী,” অর্থাৎ “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ?” (মথি ২৭:৪৬)

তৃতীয়তঃ যীশুর এই কথা বলার কারণ ছিল, যীশু একজন মানুষ ছিলেন। প্রভু যীশু খ্রীষ্ট মানুষ হিসেবে ব্যবস্থার অধিন ছিলেন যেমন বাক্যেও বলে যথা; (
গালাতীয় ৪:৪ইব্রীয় ২:৯)। তিনি জগতে পিতার অধিনে ছিলেন। পিতার অধীনে ছিলেন বলে পিতাকেই অনেক মহত্ত্ব দিয়েছিলেন তাই “এলী এলী লামা শবক্তানী,” অর্থাৎ “ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ বলে ছিলেন। এখান থেকে মানে যীশুর মনুষ্যত্ব হিসেবে বিশ্বাসীদের একটি বিষয় শিক্ষা পাওয়া যায়, যেন আমাদের সর্বদা পিতাকেই নির্ভর করা উচিত। যেমন যীশু ছিলেন।

ঈশ্বর সকলকে বুঝার মত জ্ঞান প্রদান করুন। 
আমেন।।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. Ami to akhn sotti e bujhte partecina jishu christo nije e essor cilen kina ??? Plz aro sohoj kore bujhan .ami apner postgulo pore baibel sompork sundor dharona bujhi .kintu aj sotti e ami ai bakkha ta bujhlam nplz amk help korun r bisshashi rakhun.plz plz plz

    উত্তরমুছুন

আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ‌।