Header Ads Widget

Responsive Advertisement

ঈশ্বর Vs যীশুর বাক‍্য| কিভাবে প্রমাণ করবেন যে যীশু ঈশ্বর ছিলেন?| How to prove that Jesus was God?

কিভাবে প্রমাণ করবেন যে যীশু ঈশ্বর ছিলেন?

লেখকঃ এসো বাইবেল শিখি/ শিখুন।

বতর্মান দিনে যীশুই যে ঈশ্বর ছিলেন এই বিষয় অনেক Trending চলছে, এই সমস্যা এখনকার দিনে নয়, যখন স্বয়ং প্রভু যীশু এই জগতে এসছিলেন তখনও ছিল, কিন্তু তখন কোথায় বলতে গেলে খানিকটা যিহূদীদের মধ‍্যেই সীমা বদ্ধ ছিল যীশু ঈশ্বরত্ব সম্পর্কে নিয়ে‌। কিন্তু যখন প্রভু যীশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেন আর সহ শরীর সহ স্বর্গে নিত হন, স্বর্গে নিত হওয়ার পূর্বে যীশু শিষ‍্যদের নিদর্শন দিয়ে ছিলেন যেন তাঁর নামে সমগ্ৰ মানব জাতির কাছে পাপ হইতে মুক্তির শুভ সুসমাচার শুনান হোক বলে! তখন থেকে এই বিষয় নিয়ে হাইলাইট হতে শুরু করে।

Image by; freepik

 এখন Net দূনিয়ার Most tope research করার একটা জায়গায় দখল করে নিয়েছে এতো পরিমাণে যীশুকে নিয়ে Research করা হয়। যীশু যখন এই জগতে ছিলেন খুব  দুর্দান্ত সহকারে সেই পাখণ্ডি যিহূদীদের ও উওর দিতেন, তিনি কখনও সত‍্যকে প্রকাশ করতে পিছুপা হতেন না। তিনি মুখের উপরেই বলে দিতেন তিনি কে ছিলেন? যেমন এই বাক্যে বলে যথা; (যোহন ৮:৫)। যীশুই যে ঈশ্বর এই নিয়ে অনেকে দ্বিমত পোষণ করছেন আর বলে বেড়ান নানা যীশু কোন ঈশ্বর নয়। তো আজকে যীশুই যে ঈশ্বর ছিলেন তা নিয়ে বলা হবে কিন্তু তেমন একটা আলোচনা করা হবে না, যীশুই যে ঈশ্বর ছিলেন তাঁর কিছু Special বাক‍্য Points করে তুলে ধরা হবে বা প্রদান করা হবে, যে বা যিনি এই লেখা অনুসরণ করবেন তিনি যেন বুঝুক শাস্ত্র কি বলছেন বলে! তো চলুন বাক‍্য দেখে নেওয়া যাক।

           👉এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে ?👈
ঈশ্বর👉(আদিপুস্তক ১:১ পদ)
যীশু👉(যোহন ১:৩,১০ কলসীয় ১:১৫-১৭, ১ করিন্হীয় ৮:৬, ইব্রীয় ১:২ পদ)

           👉জীবন কে দিতে পারেন?👈
ঈশ্বর👉(আদিপুস্তক ২:৭, গীত ৩৬:৯, ইয়োব ৩৩:৪ পদ)
যীশু👉(যোহন ১:৪,৬:৫৭, ১ করি ১৫:৪৫, কলসীয় ৩:৪ পদ)

         👉অনাদি ও অনন্ত ঈশ্বর কে?👈
ঈশ্বর👉আদি ২১:৩৩, ২য় বিবরণ ৩৩:২৭, যিশাইয় ৪০:২৮ পদ)
যীশু👉(যোহন ১:১,১৭:৫, ১ পিতর ১:২০, ইব্রীয় ১:১১-১২, ১৩:৮ পদ)

            👉 সর্বত্র বিরাজমান কে?👈
ঈশ্বর👉(ইয়োব ৩৪:২১, হিতো ১৫:৩, যিরি ২২:২৪ পদ)
যীশু👉(মথি ১৮:২০, ২৮:২০, যোহন ১৪:২৩, ২০:১৯ পদ)

          👉অনন্ত জীবন কে দিতে পারেন?👈
ঈশ্বর👉(যোহন ৩:১৬, রোমীয় ৬:২৩ পদ)
যীশু👉(যোহন ১০:২৮, ১৭:২ পদ)

        👉আদি ও অন্ত,আলফা এবং ওমিগা কে?👈
ঈশ্বর👉(যিশাইয় ৪৪:৬, ৪৮:১২ পদ)
যীশু👉(প্রকাশিত বাক‍্য ১:৮, ১৭, ২১:৬, ২২:১৩ পদ)

     👉পরিবর্তন হয় না কে?👈
ঈশ্বর👉(গীতসংহিতা ১০২:২৫-২৭, মালাখি ৩:৬ পদ)
যীশু👉(ইব্রীয় ১৩:৮ পদ)

                       👉পবিত্র কে?👈
ঈশ্বর👉(১ শমূয়েল ২:২, যিশাইয় ৬:৩, ৪৩:৩ পদ)
যীশু👉( মার্ক ১:২৪, প্রেরিত ৩:১৪, ৭:৫২, প্রকাশিত বাক‍্য ৪:৮ পদ)

                👉প্রভুদের প্রভু কে?👈
ঈশ্বর👉( ২য় বিবরণ ১০:১৭, যিহোশূয় ২২:২২, গীত ১৩৬:৩ পদ)
যীশু👉(১ তীম ৬:১৫, প্রকাশিত বাক‍্য ১৭:১৪, ১৯:১৬ পদ)

                   👉ন‍্যায়কারী কে?👈
ঈশ্বর👉(আদি ১৮:২৫, বিচারকর্ত্তৃগণের বিবরণ ১১:২৭, ইয়োব ৮:৩, ২০, গীত ৭:১১, ৫০:৬, ৭৫:৭, যিশাইয় ৩৩:২২ পদ)
যীশু👉(যোহন ৫:২২-২৩, প্রেরিত ১০:৪২, ১৭:৩১, ২ করি ৫:১০, ২ তীম ৪:১ পদ)

                 👉 রক্ষাকর্তা কে?👈
ঈশ্বর👉(গীতসংহিতা ১৮:২, ৪০:১৭ পদ)
যীশু👉(গালাতীয় ১:৪, তীত ২:১৪, ১ থিষলনীকীয় ১:১০ পদ)

                     👉মুক্তিকর্তা কে?👈
ঈশ্বর👉(ইয়োব ১৯:২৫, যিরমিয় ৫০:৩৪, গীত ১৯:১৪, যিশাইয় ৪১:১৪, ৪৩:১৪, ৪৮:১৭ পদ)
যীশু👉(২ করি ৫:২১, গালাতীয় ৩:১৩, ৪:৪-৫, তীত ২:১৪, ১ তীম ২:৬, পদ)

              👉পাপ ক্ষমা দেন কে?👈
ঈশ্বর👉(যিরমিয় ৩১:৩৪, ৩৩:৮, ইব্রীয় ১০:১৭, লেবীয় পুস্তক ১৬:২-৫, মীখা ৭:১৮-১৯ পদ)
যীশু👉(মথি ৯:২, লূক ৭:৪৮, প্রেরিত ১০:৪৩, পদ)

           👉 এাণকর্তা/উদ্ধারকর্তা কে?👈
ঈশ্বর👉(যিশাইয় ৪৩:৩,১১, ৪৫:২১, হোশেয় ১৩:৪, পদ)
যীশু👉(লূক ২:১১, প্রেরিত ৪:১২, ১৩:২৩, তীত ১:৪, ২ শমূয়েল ৭:১২, পদ)

         👉পরাক্রমশালী/বিক্রমশালীকে?👈
ঈশ্বর👉(যিশাইয় ১০:২১ পদ)
যীশু👉(যিশাইয় ৯:৬ পদ)

          👉আরোগ‍্য কারী কে?👈
ঈশ্বর👉( যাএাপুস্তক ১৫:২৬, ২৩:২৫, ২য় বিবরণ ৭:১৫, ৩২:৩৯ পদ)
যীশু👉(মথি ৮:৭, ১৪:১৪, মার্ক ১:৩৪, ৩:১০ পদ)

                  👉দয়ালু কে?👈
ঈশ্বর👉(যাএাপুস্তক ৩৪:৬, নহিমিয় ৯:১৭, গীতসংহিতা ১০৩:৮, ১১৬:৫, ১৪৫:৮, যোয়েল ২:১৩ পদ)
যীশু👉(লূক ১৮:১৩, ফিলিপীয় ২:৭, ইব্রীয় ২:১৭, যিহুদা ১:২১ পদ)

               👉জীবন জল কে দেন?👈
ঈশ্বর👉(গীত ৩৬:৯, যিশাইয় ৫৫:১, যিরমিয় ২:১৩ পদ
যীশু👉(যোহন ৪:১০,১৪, প্রকাশিত বাক‍্য ২১:৬ পদ)

            👉 বিশ্রাম কে দেন?👈
ঈশ্বর👉(যাএাপুস্তক ৩৩:১৪, ২য় বিবরণ ১২:১০, পদ)
যীশু👉(মথি ১১:২৮ পদ)

                👉আমি তিনিই কে?👈
ঈশ্বর👉(যিশাইয় ৪৩:১০ পদ)
যীশু👉(যোহন ৮:২৪,২৮ পদ)

         👉 প্রত্যেকের কার্যফল কে দেন?👈
ঈশ্বর👉(গীত ৬২:১২, যিশাইয় ৪০:১০, যিরমিয় ১৭:১০ পদ)
যীশু👉(মথি ১৬:২৭, প্রকাশিত বাক‍্য ২২:১২ পদ)

                     👉জ‍্যেতি কে?👈
ঈশ্বর👉(গীতসংহিতা ২৭:১, মিখা ৭:৮ পদ)
যীশু👉(যোহন ৮:১২, ৯:৫, ১২:৪৬ পদ)

         👉স্বর্গদূত কার আরাধন করেন?👈
ঈশ্বর👉(প্রকাশিত বাক‍্য ৭:১১ পদ)
যীশু👉(ইব্রীয় ১:৬-৮ পদ)

   👉প্রকৃতির উপরে ক্ষমতা কার আছে কি?👈
ঈশ্বর👉(যাএাপুস্তক ১৪২১-২২ পদ)
যীশু👉(মার্ক ৪:৩৫-৪১, ৬:৪৫-৪৬, মথি ১৪:২২-২৩, যোহন ৬:১৫-২১ পদ)

 👉মৃত‍্যকে পুনরায় কে জীবিত করতে পারেন?👈
ঈশ্বর👉(১ রাজা ১৭:২২, ২ রাজা ৪:৩৪-৩৫,  প্রেরিত ২৬:৮, যোহন ৫:২১ পদ)
যীশু👉( যোহন ১১:৪৩-৪৪, লুক ৭:১১-১৭ পদ)

           👉মহিমা/গৌরব কার আছে?👈
ঈশ্বর👉(যিশাইয় ৪২:৮, ৪৪:১১ পদ)
যীশু👉(যোহন ১৭:৫,২৪, ইব্রীয় ১:৩ পদ)

              👉আরাধন কার হয়?👈
ঈশ্বর👉(যাএাপুস্তক ২০:৩-৫, ৩৪:১৪, নহিমিয় ৯:৬ পদ)
যীশু👉(মথি ২:২,১১, ৮:২, ২৮:৯ ১৪:৩২;৩৩, যোহন ৯:৩৮ পদ) 

       👉কার কাছে সকল হাঁটু পাতিত হয়?👈
ঈশ্বর👉(যিশাইয় ৪৫:২৩ পদ)
যীশু👉(ফিলিপীয় ২:১০, রোমীয় ১৪:১০-১২ পদ)

     👉 প্রার্থনার উত্তর কার হতে আসে কি?👈
ঈশ্বর👉(গীতসংহিতা ৬৫:২ পদ)
যীশু👉(যোহন ১৪:১৪ পদ)

        👉হৃদয়ে ভাষা কে বুঝতে পারেন?👈
ঈশ্বর👉(১রাজাবলি ৮:৩৯, বংশাবলি ২৮:৯, যিরমিয় ১৭:৯-১০ পদ)
যীশু👉(মথি ৯:৪, ১২:২৫, যোহন ২:২৫, মার্ক ২:২৮, প্রেরিত ১:২৪ পদ)

         👉 স্বর্গদূত কে প্রেরণ করেন?👈
ঈশ্বর👉(যাএাপুস্তক ২৩:২০,২৩, ৩২:৩৪, ৩৩:২, ২বংশাবলি ৩৬:১৫, গীতসংহিতা ৯১:১১ পদ)
যীশু👉(মথি ১৩:৪১ পদ)

    👉ভবিষ্যৎদাতাদের কে প্রেরণ করেন?👈
ঈশ্বর👉(২ বংশাবলি ২৪:১৯, ৩৬:১৬, যিরমিয় ৭:২৫, ২৫:৪ পদ)
যীশু👉(মথি ২১:৩৪, ২৩:৩৪, লূক ১১:৪৯ পদ)

     👉মানুষের চিন্তা সকল কে জানে?👈
ঈশ্বর👉(গীতসংহিতা ৯৪:১১,  যিশাইয় ৬৬:১৮ পদ)
যীশু👉(মথি ৯:৪, ১২:২৫, লুক ১১:১৭ পদ)

              👉মেষপালক কে?👈
ঈশ্বর👉(গীতসংহিতা ২৩:১, ৮০:১, যিহিস্কেল ৩৪:১১, পদ)
যীশু👉(যোহন ১০:১১, ১০:১৪,১৬, পদ)

        👉আমি আছি, তিনি কে?👈
ঈশ্বর👉(যাএাপুস্তক ৩:১৩-১৪, পদ)
যীশু👉(যোহন ৮:৫৮ পদ)

            👉রাজাদের রাজা কে?👈
ঈশ্বর👉(গীতসংহিতা ১০:১৬, ৪৪:৪, যিরিমিয় ১০:১০, দানিয়েল ২:৪৭ পদ)
যীশু👉(মথি ২১:১-১৬, যোহন ১৮:৩৭, ১৯:২১, ১ তীয ৬:১৫ প্রকাশিত বাক‍্য ১৭:১৪, ১৯:১৬ পদ)

সুতরাং এই সব বাক‍্য থেকে প্রমাণিত হয় যীশুই ঈশ্বর ছিলেন, যীশুকে ঈশ্বর হিসাবে প্রমাণ করার জন্য বহু বাক‍্য রয়েছে। ঈশ্বর সকলকে বোঝার জন্য জ্ঞান প্রদান করুক। আমেন।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ