Header Ads Widget

Responsive Advertisement

কেন আমাদের বাইবেল অধ‍্যয়ন করা উচিত?

Why should we study the Bible? 

লেখকঃ এসো বাইবেল শিখি/ শিখুন।

অনেক খ্রীষ্ট বিশ্বাসী বলে থাকে, বিশেষ করে সেই খ্রীষ্ট বিশ্বাসীরা, যারা এই পৃথিবীর মধ্যে ডুবিয়ে থাকে। তারা বলে আরে পাস্টোর বারবার কেন আমাদের বাইবেলে পড়তে বলে কি? আমি চার্চে যাচ্ছি এবং বাইবেলে ধর্মোপদেশ শুনছি। এটা কি একটা বড় ব্যাপার না, কিন্তু কেন বারবার একই কথা বলে যেটা বাইবেল পড়তে! 
আমরা এই পোস্ট বোঝার চেষ্টা করব কেন আমাদের বাইবেল অধ্যয়ন করা উচিত পুরো লেখাটি পড়ুন। 

কেন আমাদের বাইবেল অধ‍্যয়ন করা উচিত?

কেন আমাদের বাইবেল অধ্যয়ন করা উচিত?

বাইবেলে এই কারণে নিজেই অধ্যয়ন করা উচিত কারণ বাইবেল বলে আমাদের কাছে ঈশ্বরের বাক্যে; (২ তীমথিয় ৩:১৬)। অন্য কথায় এটা আমাদের কাছে ঈশ্বরের বাণী। তদুপরি, এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর ঈশ্বর আমাদের জন্য ধর্মগ্রন্থে দিয়েছেন যেমন; মানুষ কোথা থেকে আসে? মানুষের মৃত্যু কেন হয়? মানুষের মৃত্যু পর কি হবে? মৃত্যুর পর কোনো জীবন আছে? জীবনের উদ্দেশ্যে কি? মানুষ কিভাবে স্বর্গে যেতে পারে? পৃথিবীতে কেন এত মন্দ? মানুষ ভালো কাজ করার জন্য কেন এত সংগ্ৰাম করে? উপরন্তু বাইবেল ব্যবহারিক উপদেশ সম্পর্কে কথা বলে যেমন; একজন খ্রিস্টান জীবনসঙ্গীর মধ্যে কী সন্ধান করা উচিত? কিভাবে একজন খ্রিস্টান একটি সফল বিবাহ করতে পারেন? একজন খ্রিষ্ট বিশ্বাসের ভালো বন্ধু কিভাবে হতে পারে? একজন খ্রীষ্ট বিশ্বাসী ভালো অভিভাবক হতে পারে? একজন খ্রীষ্ট বিশ্বাসী সাফল্য কি এবং তা কিভাবে অর্জুন করতে পারে? কিভাবে একজন খ্রিস্টান বিজয়ীভাবে অন্যায্য পরিস্থিতি এবং জীবনের খারাপ ঘটনাগুলি পরিচালনা করতে পারে? আমাদের বাইবেল অধ্যায়ন করা উচিত কারণ এটি সম্পূর্ণরূপে নির্ভরযোগ্য ও ত্রুটিমুক্ত। 

যদি বাইবেলে নিজে থেকে অধ্যয়ন না করি, তবে বাইবেলে কি লেখা আছে, কি লেখা নেই তা বুঝতে পারবো কি করে তাই না! মণ্ডলীর যাজক হয়তো বাইবেলের বাক্যে গুলো পড়ার পর এবং বাক্যে গুলো ব্যাখ্যা করেছেন, কিন্তু সেই যাজক সঠিকভাবে বুঝেছেন কিনা তাও আমাদের জানতে হবে। অন্য কথায়, আপনার নিজেকে কাজে নিয়োজিত করা উচিত অর্থাৎ পড়া উচিত। বতর্মান আমরা বাইবেলে হিসাবে অন্তিম যুগের মধ্যে আছি মানে শেষ কালে চলছি। অন্তিম দিন তখন থেকেই শুরু হয়েছে, যখন এই জগতে পুএ যীশুখ্রীষ্ট এসছিলেন যেমন বাক্য বলে; (ইব্রীয় ১:২)। আমাদের বাইবেল অধ্যায়ন করা উচিত কারণ অনেক মিথ্যা শিক্ষা রয়েছে। বাইবেলে আমাদের মাপকাঠি দেয় যার দ্বারা আমরা সত্যকে ভুল থেকে আলাদা করতে পারি। এটা আমাদের বলে যে ঈশ্বর কেমন! ঈশ্বরকে মূর্তি বা মিথ্যা বলে পূজা করা নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। 

কেন বাইবেল অধ্যয়ন করা উচিত তার কিছু কারণ উল্লেখ করা হল:

  • স্বর্গে যাবার জন্য
  • ঈশ্বরের ভালোবাসা জানতে 
  • সেবার জন্য 
  • পাপ থেকে রক্ষা পেতে 
  • জীবনের নিদের্শ এবং বুদ্ধি পেতে
  • ভণ্ড ভাববাদী ও ভণ্ড খ্রীষ্টের সম্পর্কে

স্বর্গে যাবার সম্পর্কে জানতে বাইবেল অধ্যয়ন করা

বাইবেল আমাদের বলে কিভাবে একজন বিশ্বাসী স্বর্গে পৌঁছান; (যিশাইয় ৫৩:৬, যোহন ১৪:৬, রোমীয় ৫:৮)।

বাইবেল অধ্যয়ন করা ঈশ্বরের ভালোবাসা জানতে

অধিকন্তু, বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের কতটা ভালোবাসেন, উদাহরণস্বরূপ এই বাক্যেগুলি; (যোহন ৩:১৬রোমীয় ৫:৬-৮৮:৩২১ যোহন ৪:৯)।

ঈশ্বর সেবার জন্য বাইবেল অধ্যয়ন আমাদের তাঁর সেবা করার জন্য প্রস্তুত করে; (ইফিষীয় ৪:১২৬:১৭১ তীমথিয় ৬:১১২ তীমথিয় ২:২১৩:১৭)।

পাপ থেকে রক্ষা পেতে বাইবেল অধ্যয়ন

ঈশ্বরের বাক্য আমাদেরকে আমাদের জীবনে পাপ দেখাতে এবং এড়াতে সাহায্য করে যেমন বাক্যে বলা আছে; (গীতসংহিতা ৩৭:৩১১১৯:১১)।

জীবনের নিদের্শ এবং বুদ্ধি পেতে বাইবেল অধ্যয়ন

এটা আমাদের জীবনে পথ দেখায় এবং আমাদের শিক্ষকদের চেয়ে জ্ঞানী করে তোলে; (গীতসংহিতা ৩২:৮গীতসংহিতা ১১৯:৯)।

ভণ্ড ভাববাদী এবং ভণ্ড খ্রীষ্টের সম্পর্কে জানতে বাইবেল অধ্যয়ন

এছাড়াও বাইবেল এই অন্তিম যুগে অনেক ভাক্ত খ্রীষ্টেরা ও ভাক্ত ভাববাদীরা উঠবে সেই সব ভাক্ত ভাববাদিগণ থেকে আমাদের সাবধান থাকা উচিৎ সম্পর্কে বলে; (মথি ৭:১৫-১৬, প্রেরিত ২০:২৯, মথি ২৪:৪-৫,২৪)। 

এটাও সত্য যে, তারা দুর্বল খ্রীষ্টনদের বিভ্রান্ত করার জন্য বা বাক্যের অপব্যাখ্যা করে নিজেদের স্বার্থে ব্যবহার করবে। অনেক অদ্ভুত লক্ষন ও বিস্ময় দেখাবে। আমরা যদি বাইবেল অধ্যয়ন না করি, তাহলে আমরা কখনই জানতে পারব না যে আমাদের পবিত্র বাইবেলে কি লেখা আছে! ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের কাজ, ঈশ্বরের পরিকল্পনা, মানুষ সৃষ্টির কারণ, এই পৃথিবীর অবস্থা, অনন্ত জীবন ইত্যাদি ইত্যাদি। সুতরাং কেন আমাদের বাইবেল অধ্যয়ন করা উচিত বাইবেল অধ্যয়ন করা এবং জীবনে এটি প্রয়োগ করা। নিজের জীবনে প্রয়োগ করার অর্থ এই নয় যে বাক্যেটিকে নিজের স্বার্থে প্রয়োগ করা, যেমনটি নিজের জীবনে প্রয়োগ করার ক্ষেত্রে; ব্যভিচার করা, মূর্তি পূজা করা, মৃত্যুর কথা বলা ইত্যাদি করা উচিত নয়। বাইবেলের কথাকে মেনে চলাকে বোঝায়, এবং অন‍্যকে বাইবেলের বিষয়ে শিক্ষা দান করা বাইবেলের বাক‍্যকে বোঝান সুসমাচার প্রচার করা তাই বাইবেলে নিজে থেকে অধ‍্যায়ন করা উচিৎ (২ তীমথিয় ৪:২)।

ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন‌‌।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ