যীশু কেন গাধাকে ব্যবহার করেছিলেন?
লেখকঃ- এসো বাইবেল শিখি/ শিখুন।
আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে এই বিষয় নিয়ে
আমরা দেখেছি কেউ না কেউ নিয়ত প্রশ্ন করেই থাকেন যে, প্রভু যীশু কন গাধাকে ব্যবহার করেছিলেন আমরা ও দেখলাম যে হাঁ এই বিষয়কে নিয়ে বাইবেল আলোকে খ্রীষ্ট বিশ্বাসীদের উওর জানার খুবই প্রয়োজন। চলুন দেরি না করে আলোচনার দিকে ধীরে ধীরে অগ্ৰসর হই। এই বিষয় নিয়ে বাইবেল ভিত্তিক বিস্তারিত ভাবে উত্তর জানতে অনুগ্ৰহ করে সম্পূর্ণ লেখা পড়ুন। আমাদের বিশ্বাস এই লেখার সাহায্য আপনি আপনার উওর পেয়ে যাবেন। আমরা এই বিষয়কে দুটি উক্তিতে আলোচনা করব।
Image by Freepik |
- প্রভু যীশু খ্রীষ্টের সম্পর্কে ভবিষ্যৎ বানী
- পবিত্রতার প্রতীক
ভবিষ্যৎ বাণী
প্রভু যীশু খ্রীষ্টের জন্মের প্রায় পাঁচশত বছরের পূর্বে, ঈশ্বরের এক ভাববাদী যার নাম সখরিয়। সখরিয় ভাববাদী ভবিষ্যত বানী করেছিলেন যেমন বাক্যে বলে;
[সখরিয় ৯:৯] হে সিয়োন-কন্যা অতিশয় উল্লাস কর; হে যিরূশালেম-কন্যা, জয়ধ্বনি কর। দেখ, তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন; তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট। |
পবিত্রতার প্রতীক
আমরা দেখতে পাচ্ছি এই দুই সুসমাচার পুস্তকে (মার্ক ১১:২, লূক ১৯:৩০)। প্রভু যীশু তাঁর শিষ্যদের বলছেন; যেই গাধার উপরে কোন মানুষ বসেনি সেই গাধাকে খুলে আনো। এখানে লক্ষ্য করুন, প্রভু যীশু খ্রীষ্ট কি বলছেন বলে; প্রভু যীশু খ্রীষ্ট বলছেন যেই গাধার উপরে কোনো মানুষ বসেনি। কেউ বসেনি এই কথাকে পবিত্রতার প্রতীক বোঝানো হয়েছে। বাইবেলে আমাদের শিক্ষা দেয় যেন আমরা যেন পবিত্র বা বিশুদ্ধ হয়ে থাকি, কারণ ঈশ্বর নিজেই পবিত্র ছিলেন যেমনটি বাক্যে বলে; (লেবীয় ১১:৪৪, লেবীয় ১৯:২, মথি ৫:৪৮, ১ পিতর ১:১৫-১৬)। এখানে আমরা দেখতে পাচ্ছি, গাধাটি বাঁধা রয়েছে। প্রভু যীশু এখানে কী বলতে চেয়েছিলেন।এখানে প্রভু যীশু খ্রীষ্ট আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে, এমন কিছু পরিস্থিতির মধ্যে তিনি আমাদের বেঁধে ও রাখতে চান। যার মধ্যে থেকে তিনি আমাদেরকে আরও সুন্দর ভাবে তৈরি করতে পারেন। কারণ তিনি আমাদের ব্যবহার করবেন। যেমন ওই গাধা প্রভু যীশুকে বহন করেছিল। ঠিক তদ্রূপ আমরা যেন প্রভু যীশুর যোঁয়ালীকে বহন করতে পারি। তা আমরা যেকোনো পরিস্থিতিতে থাকি না কেন?
আমরা যেন আমাদের বিশ্বাসকে দুর্বল করে না ফেলি। তাঁর উপরে আমাদের নির্ভরতা যেন কমে না যায়। আপনাকে তাঁর প্রয়োজন আছে। আপনাকে তিনি ব্যবহার করবেন। কারণ তিনি আপনি তাঁর নির্বাচিত ব্যক্তি যেমন এই সকল বাক্য বলে, অনুগ্ৰহ করে এই সকল বাক্যে পাঠ করুন;
(যিশাইয় ৪৩:২১, প্রেরিত ২৬:১৮ IRVBEN, ১ পিতর ২:৯, প্রকাশিত বাক্য ১:৬)। আমরা সুস্পষ্ট হলাম প্রভু যীশু খ্রীষ্ট কেন গাধাকে ব্যবহার করে ছিলেন বলে। প্রভু যীশু খ্রীষ্ট যখন একটি গাধাকে তাঁর কাছে আনার জন্য অনুরোধ করেছিলেন, তখন যীশু ভবিষ্যদ্বাণী পূর্ণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
পবিত্র বাইবেল গাধার প্রতিক
গাধা হল সেবা, নম্রতা, কষ্ট এবং শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতএব, গাধায় চড়া শান্তির আগমনের প্রতীক। যীশু একটি গাধা চেয়েছিলেন কারণ প্রাণীটি দেখাবে যীশুর রাজত্ব মানুষের কাছ থেকে নয়, কিন্তু ঈশ্বরের কাছ থেকে। এখন আসুন নিজেকে প্রস্তুত করে রাখি, তাঁর ব্যবহারের উপযুক্ত হিসেবে। আর যদি নিজেকে পবিত্র/তৈরি না রাখেন! যেমন প্রভু যীশু সেই ধর্ম্মধামে প্রবেশ করে সবকিছু বাইরে ফেলে দিয়েছিলেন, ঠিক তদ্রুপ আপনাকে বাইরে ফেলে দিবেন। সময় খুব কম প্রভু যীশু খ্রীষ্ট শীঘ্রই আসছেন অর্থাৎ মারাণ আথা [প্রভু আসিতেছেন]
0 মন্তব্যসমূহ
আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।