Header Ads Widget

Responsive Advertisement

বাইবেল বিয়ের আগে যৌনতা সম্পর্কে কী বলে? (দ্বিতীয় পর্ব)// does the Bible say about sex before marriage?

বিয়ের আগে যৌনতা সম্পর্কে বাইবেল কী বলে?

দ্বিতীয় পর্ব।

লেখকঃ-এসো বাইবেল শিখি/ শিখুন।

এই বিষয়কে নিয়ে বিস্তারিত ভাবে জানার জন‍্য দয়া করে আপনারা প্রথম ভাগ দেখুন। প্রথম ভাগ দেখার জন্য এখানে ক্লিক করুন; বিয়ের আগে যৌনতা সম্পর্কে বাইবেল কী বলে?” (উপদেশক ১১:৯)। এই বাক্যেটি বলছে, তোমার যৌবনে আনন্দ কর, কিন্তু মনে রাখবে ঈশ্বর একদিন তা ধরে বিচার করবেন। যদি আমরা ঈশ্বর কাছে, আমরা আমাদের মন্দ কার্য বিষয়ের ক্ষমা না চাই! আর লুকিয়ে রাখি। 

আমরা জানি অনেকে প্রভু যীশুকে গ্ৰহণ করার পরও এখন মন্দ কার্য‍্য লিপ্ত আছে। সেই সব মন্দ কার্য থেকে দূরই হতে চাইছে না, দয়া করে আপনার এই লেখাটি অনুসরণ করার পর, আপনার সেই সব মন্দ কার্য্য থেকে দূর হউন। তা আপনি সেই মন্দ সম্পর্ক বিশ্বাসীরই সঙ্গে বা কেন সেই সম্পর্কে লিপ্ত রয়েছেন কিআপনারা জানেন মাঝে মাঝে অনুভব ও করেছেন গোপনে যা করছেন তা ভূলই করছেন আপনাদের মন নিরুওর করাত। বিশ্বাসী হয়ে পবিত্র আত্মা আপনাদের বলছেন এটা করা উচিত নয়, তবেও আপনারা করছেন। কিন্তু আপনার সেই আওয়াজ শুনে ও না শুনার বাহনা করেছেন। যদি কেউ অবিশ্বাসীর সঙ্গে সেই মন্দ সম্পর্কে এখনও লিপ্ত আছেন, তারাও যেন সেই মন্দ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। এমনিতে তো বাক‍্য হিসাবে কোন ভাবেই অবিশ্বাসীকে বিয়েও করা উচিত নয় যেমন বাক্যে দৃঢ়ভাবে বলে যথা; (২ করিন্থীয় ৬:১৪)। 

দেখুন আপনাকে সেই সম্পর্কে ভেঙ্গে আসতেই হবে। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। তা বলে এটা নয় যে, আপনি তার সঙ্গে নাইনশাপ/বেইমানি করছেন। যার সঙ্গে আপনার মন্দ সম্পর্ক ছিল তা কিন্তু নয়। মানে সাধারণ ভাষায় ধোকা দিচ্ছেন বলে তাও নয়। বরং আপনি ভালোই করেছেন বাইবেলের হিসাবে সেই ব‍্যভিচারের থেকে দূরে সরিয়ে। আপনি সেই ব‍্যক্তিকে সব বিষয় খুলে বলতে পারেন, তাকে বোঝান তবুও আপনি আর সেই মন্দ কাজে লিপ্ত হবেন না। আপনি যদিও তাকে মণ্ডলীতে আসার অনুরোধ রাখেন, যদি আপনার কথার হিসাবে সেই ব‍্যক্তিটি চলে আসে। এমনিতে তো প্রেমে পাগল লোকরা চলেই আসে। তবুও আপনি কোন ভাবে পুরাতন সম্পর্কে তরতাজা করার চেষ্টা করবেন না‌। এমন ও হতে পারে ঈশ্বর সেই ব‍্যক্তির সঙ্গে আপনার বিয়েই দিতে চান না। 

দয়া করে আমার প্রত‍্যেক খ্রীষ্টীয় ভ্রাতা/ভগিনীরা কাউকে অপবিত্র করবেন না। আমার খ্রীষ্টীয় ভগিনীদের (মেয়ে/নারী) উদ্দেশ্য এই বিষয় অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ তারা নিজের নিজের বয়ফ্রেন্ড সঙ্গে এমন এমন অবস্থায় কিছু সেলফি তুলে রাখে, বা এমন কিছু ভিডিও শুট করে রাখে যা বলা বাহুল্য মানে বলা যায় না। তাদের ভয় হয় কোথায় ছেলেটি আমার বদনাম না করে দেয়, এই ভয়ে তখন ভিন্ন ভিন্ন চিন্তা ধারনা চলে আসে। আমার প্রিয় ভগিনী/বোনদের উদ্দেশ্য বলি, বিশেষ করে তারা যারা এমন পরিস্থিতির মধ্যে রয়েছেন। এবং আমাদের এই আর্টিকেল পড়ছেন, তাদের উদ্দেশ্যে বলি আপনাদের ভয়ের কোনো প্রয়োজন নেই। কারণ আপনি যদি প্রার্থনায় বিশ্বাস করেন বা রাখেন, তাহলে এই বিষয় নিয়ে ঈশ্বরকে খুলে বলুন কারণ স্বয়ং ঈশ্বর আপনাদের প্রার্থনা শুনেন আর উত্তর দেন, যেমন সুস্পষ্ট ভাবে এই সকল বাক্যে বলে দেয় যথা; (মথি ৭:৭যিরিমিয় ২৯:১২গীতসংহিতা ১০২:১৭ইয়োব ৪২:১০ফিলিপীয় ৪:৬মার্ক ১১:২৪)। 

এই রকম বহু বাক‍্য রয়েছে যা থেকে বলা যায় যে ঈশ্বর প্রার্থনা শুনেন। তো আপনি সেই সব বিষয়ের জন‍্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন। প্রার্থনায় সেই সামর্থ্য আছে যে, অসাধ্যকে সাধ্য করে তুলে। হ্যাঁ, এর জন‍্য স্বয়ং আপনাকে নিজের পাপের জন‍্য অনুতপ্ত হতে হবে। দেখুন ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন, ঈশ্বর আপনার চাওয়া-পাওয়া সব জানেন। ঈশ্বর আপনাকে ভালো কিছু দিতে চান। যা আপনার জন‍্য পরিকল্পনা করেছেন, দয়া করে ঈশ্বর আওয়াজ শুনুন। জেনে না জেনে পাপ তো করেছেন, কিন্তু সেই পাপকে স্বীকার করুন। আপনারা দেখেছেন অনেকে ভালোবাসার খাতির/জন‍্য জীবন ও দিয়ে ফেলে। জীবন দিয়ে কি বা নূতন কিছু গড়ল কি? নিশ্চয় না। যখন ঈশ্বর একদিন বিচারের সময় জিজ্ঞাসা করবে তো কি আর উওর দিবে! লোক এতোই কাউকে ভালোবেসে ফেলে যে, সেই ভালোবাসার ব‍্যক্তি ছাড়া যেন কিছুই দেখতে পায় না, যেন অন্ধ হয়ে যায়। সত্যি এই যৌবন বয়সে অতিক্রম করা খুব কঠিন হয়ে উঠে, তবেও প্রাণ দেওয়া উচিত নয় যেমন এই বাক্যে পরিস্কারভাবে বলে দেয় যথা; (মথি ১৬:২৬)। 

খ্রীষ্ট বিশ্বাসী পিতামাতার উচিত তারা যেন তাদের ছেলে-মেয়েদেরকে বাক‍্যেয় বেড়ে তুলন অর্থাৎ বাক‍্যেয় ভরিয়ে দিন বা শিক্ষা প্রদান করুন। বাক‍্যেয় এমন সামর্থক আছে যে, সেই সব মন্দ কার্য থেকে দূর হওয়ার সামর্থক রাখে যেমন এই বাক্য পরিস্কারভাবে বলে দেয়; (
গীতসংহিতা ১১৯:৯-১২)। তাই বাক‍্যেয় বেড়ে উঠা অত্যন্ত আবশ্যকতা। আপনি আপনার যৌবনে বিজয় হতে শিখতে পারবেন। দয়া করে আপনি আপনার মন্দ কাজের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান, হ্যাঁ তিনি আপনাকে ক্ষমাও করবেন। সেই ব‍্যভিচারিন স্ত্রীর মতোন কারণ ঈশ্বর দয়াও প্রেমের ঈশ্বর। আমরা মন থেকে অনুতপ্ত হলে তিনি আমাদের ক্ষমা করে থাকেন যেমন এই বাক্য বলে থাকে; (গীতসংহিতা ৮৬:৫গীতসংহিতা ১০৩:৮)। 

উপসংহারঃআমরা প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগ  অর্থাৎ এই ভাগে দেখলাম, ঈশ্বরের চোখে বিয়ে করার আগে যৌনতা অনৈতিকতা বলা হয়েছে।অর্থাৎ বাইবেল বিয়ের করার আগে যৌনতা সম্পর্কে পাপ বা ব্যভিচার বলে। বাইবেল আমাদের সুস্পষ্ট করে আমরা যেন মাংসের অভিলাষের চেষ্টা না করি। উপসংহার বাক্যে যথা; (
রোমীয় ১৩:১৪)। 

ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন‌‌।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ