খ্রিস্টানদের কি গুড ফ্রাইডে উদযাপন করা উচিত?
লেখকঃ- এসো বাইবেল শিখি/ শিখুন।
আমরা দেখেছি এই বিষয় নিয়ে অর্থাৎ খ্রিস্টানদের কি গুড ফ্রাইডে পালন করা উচিত খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে নানা বিভ্রান্ত রয়েছে। এক পক্ষ বলে হাঁ পালন করা উচিত। আর এক পক্ষ বলে নানা পালন করা উচিত নয়। এই তর্ক যেন বড়দিন পালন করা উচিত কিনা এটির সাথে খাপ খেয়ে যায়। সুতরাং এই বিষয় নিয়ে বাইবেল ভিত্তিক বিস্তারিত ভাবে উওর জানতে সকল পাঠক-পাঠিকরা অনুগ্ৰহ করে সম্পূর্ণ লেখা পড়ুন। এই বিষয়ে আলোচনা করার পূর্বে সংক্ষেপে গুড ফ্রাইডে সম্পর্কে একটু জানা যাক। গুড ফ্রাইডে হল; খ্রিস্টান সম্প্রদায়ের একটি উৎসব। যা পবিত্র সপ্তাহ বলে জানা যায়। যেটিকে ইংরেজিতে বলা হয় হোলি উইক (Holy Week) এটি সাধারণত ইষ্টার সানডে পূর্বের দিন। এই দিন সমগ্ৰ দেশব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের লোক দ্বারা প্রভু যীশুর মৃত্যুর স্বরণ করার উপলক্ষে দিনটি উদযাপিত করেন। যেটি শাস্ত্র অনুসারে প্রভু যীশু এই জগতে পাপী মানুষের জন্য পাপ থেকে উদ্ধার করার জন্য এসে ক্রুশোরপিত হলেন, কবর প্রাপ্ত হলেন, এবং পুনরায় তিন দিন পরে জীবিত হয়ে উঠেন।
পরে শরীর সহ স্বর্গে গেলেন এটিইকে গুড ফ্রাইডে বলে। সহজ কথায়, গুড ফ্রাইডে খ্রিস্টানদের জন্য যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার স্মরণে দিন। এই দিনে খ্রিস্টানরা যীশু খ্রীষ্টের ক্রুশে আবেগ, বা কষ্ট এবং মৃত্যুকে স্মরণ করে। অনেক খ্রিস্টান উপবাস, প্রার্থনা, অনুতাপ এবং খ্রিস্টের যন্ত্রণা ও যন্ত্রণার উপর ধ্যানের মধ্যে গুড ফ্রাইডে কাটায়। এই দিনে, বাইবেল অনুসারে, যিহুদি ধর্মীয় নেতারা-যারা আগের রাতে যীশুকে ঈশ্বরের পুত্র এবং যিহুদীদের রাজা বলে দাবি করার জন্য নিন্দা করেছিলেন, তারা তাঁকে রোমানদের কাছে শাস্তির জন্য নিয়ে এসেছিলেন। তাঁকে পন্তীয় পীলাত যিনি শেষ পর্যন্ত যীশুকে ক্রুশবিদ্ধ করার শাস্তি দিয়েছিলেন। হাঁ এই দিনটি উদযাপন করা উচিত। কিন্তু জগত যেই ভাবে এই দিন উদযাপন করেন সেই ভাবে নয়। আপনি দেখেছেন কয়েকজন খ্রিস্টান আছে যারা নামে খ্রিষ্টান কিন্তু বাস্তবে তারা খ্রীষ্টান নয়। তারা কি ভাবে দিনটি উদযাপন করে! তারা এই ভাবে পালন করে, কোন একজন ব্যক্তি বড় একটি ক্রুশের কাঠ কাঁধে বুয়ে চলে, আর তার পিছন পিছন কিছু খ্রিস্টান সমপ্রদায়ের লোক চলে থাকে।
এটাও হতে পারে সেই সম্প্রদায়ের লোকেরা যীশুর মূর্তি তৈরি করা বস্তুকে বহন করে। ওই খ্রিষ্টানরা এই দিন গভীর দুঃখ প্রকাশ করে। এই ভাবে দিনটি উদযাপন করা কোন কিছু মহত্ত্ব রাখেনা। এই ভাবে পালন করলে প্রশ্ন উঠে দাঁড়ায় যীশু আর এখন ক্রুশেতে নেই। তিনি এখন জীবিত, সুতরাং আপনি কার জন্য দুঃখ প্রকাশ করেছেন? আপনারা বলবেন কিভাবে উদযাপন করা উচিত? হয়তো এখানে কিছু পক্ষ বলতে পারে, ভাই বাইবেল দিনটি উদযাপন করার জন্য কোন কিছু নিদের্শ দেওয়া হয়নি। সুতরাং পালন করা উচিত নয়। হাঁ আমরা জানি বাইবেলে গুড ফ্রাইডে বলে কোনো উল্লেখ নেই। কিন্তু বাইবেল আমাদের সুযোগ ব্যবহার করতে বলে; (ইফিষীয় ৫:১৫-১৬, কলসীয় ৪:৫)।বাইবেলে আমাদের সুযোগ ব্যবহার করতে উৎসাহিত করে। হয়তো এই দিন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীদের কাছে কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ তো নয়। তবে সুসমাচারের জন্য একটি বিশেষ দিন আমরা পেয়ে যাই। এই দিন জগত কোন বিশেষ কারণ বশতঃ খ্রিস্টানদের এক বিশেষ দিন বলে স্বীকার করে নিয়েছে। বিষয়কে বোঝানোর জন্য একটি কথা বলি।
0 মন্তব্যসমূহ
আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই
আমাদের জানান।
ধন্যবাদ ।