Header Ads Widget

Responsive Advertisement

খ্রিস্টানদের কি গুড ফ্রাইডে পালন করা উচিত?// Should Christians Celebrate Good Friday?

খ্রিস্টানদের কি গুড ফ্রাইডে উদযাপন করা উচিত?

লেখকঃ- এসো বাইবেল শিখি/ শিখুন।

আমরা দেখেছি এই বিষয় নিয়ে অর্থাৎ খ্রিস্টানদের কি গুড ফ্রাইডে পালন করা উচিত খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে নানা বিভ্রান্ত রয়েছে। এক পক্ষ বলে হাঁ পালন করা উচিত। আর এক পক্ষ বলে নানা পালন করা উচিত নয়। এই তর্ক যেন বড়দিন পালন করা উচিত কিনা এটির সাথে খাপ খেয়ে যায়। সুতরাং এই বিষয় নিয়ে বাইবেল ভিত্তিক বিস্তারিত ভাবে উওর জানতে সকল পাঠক-পাঠিকরা অনুগ্ৰহ করে সম্পূর্ণ লেখা পড়ুন। এই বিষয়ে আলোচনা করার পূর্বে সংক্ষেপে গুড ফ্রাইডে সম্পর্কে একটু জানা যাক। গুড ফ্রাইডে হল; খ্রিস্টান সম্প্রদায়ের একটি উৎসব। যা পবিত্র সপ্তাহ বলে জানা যায়। যেটিকে ইংরেজিতে বলা হয় হোলি উইক (Holy Week) এটি সাধারণত ইষ্টার সানডে পূর্বের দিন। এই দিন সমগ্ৰ দেশব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের লোক দ্বারা প্রভু যীশুর মৃত্যুর স্বরণ করার উপলক্ষে দিনটি উদযাপিত করেন। যেটি শাস্ত্র অনুসারে প্রভু যীশু এই জগতে পাপী মানুষের জন‍্য পাপ থেকে উদ্ধার করার জন্য এসে ক্রুশোরপিত হলেন, কবর প্রাপ্ত হলেন, এবং পুনরায় তিন দিন পরে জীবিত হয়ে উঠেন।

পরে শরীর সহ স্বর্গে গেলেন এটিইকে গুড ফ্রাইডে বলে। সহজ কথায়, গুড ফ্রাইডে খ্রিস্টানদের জন্য যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার স্মরণে দিন। এই দিনে খ্রিস্টানরা যীশু খ্রীষ্টের ক্রুশে আবেগ, বা কষ্ট এবং মৃত্যুকে স্মরণ করে। অনেক খ্রিস্টান উপবাস, প্রার্থনা, অনুতাপ এবং খ্রিস্টের যন্ত্রণা ও যন্ত্রণার উপর ধ্যানের মধ্যে গুড ফ্রাইডে কাটায়। এই দিনে, বাইবেল অনুসারে, যিহুদি ধর্মীয় নেতারা-যারা আগের রাতে যীশুকে ঈশ্বরের পুত্র এবং যিহুদীদের রাজা বলে দাবি করার জন্য নিন্দা করেছিলেন, তারা তাঁকে রোমানদের কাছে শাস্তির জন্য নিয়ে এসেছিলেন। তাঁকে পন্তীয় পীলাত যিনি শেষ পর্যন্ত যীশুকে ক্রুশবিদ্ধ করার শাস্তি দিয়েছিলেন। হাঁ এই দিনটি উদযাপন করা উচিত। কিন্তু জগত যেই ভাবে এই দিন উদযাপন করেন সেই ভাবে নয়। আপনি দেখেছেন কয়েকজন খ্রিস্টান আছে যারা নামে খ্রিষ্টান কিন্তু বাস্তবে তারা খ্রীষ্টান নয়। তারা কি ভাবে দিনটি উদযাপন করে! তারা এই ভাবে পালন করে, কোন একজন ব‍্যক্তি বড় একটি ক্রুশের কাঠ কাঁধে বুয়ে চলে, আর তার পিছন পিছন কিছু খ্রিস্টান সমপ্রদায়ের লোক চলে থাকে।

খ্রিস্টানদের কি গুড ফ্রাইডে পালন করা উচিত


এটাও হতে পারে সেই সম্প্রদায়ের লোকেরা যীশুর মূর্তি তৈরি করা বস্তুকে বহন করে। ওই খ্রিষ্টানরা এই দিন গভীর দুঃখ প্রকাশ করে। এই ভাবে দিনটি উদযাপন করা কোন কিছু মহত্ত্ব রাখেনা। এই ভাবে পালন করলে প্রশ্ন উঠে দাঁড়ায় যীশু আর এখন ক্রুশেতে নেই। তিনি এখন জীবিত, সুতরাং আপনি কার জন্য দুঃখ প্রকাশ করেছেন? আপনারা বলবেন কিভাবে উদযাপন করা উচিত? হয়তো এখানে কিছু পক্ষ বলতে পারে, ভাই বাইবেল দিনটি উদযাপন করার জন্য কোন কিছু নিদের্শ দেওয়া হয়নি। সুতরাং পালন করা উচিত নয়। হাঁ আমরা জানি বাইবেলে গুড ফ্রাইডে বলে কোনো উল্লেখ নেই। কিন্তু বাইবেল আমাদের সুযোগ ব্যবহার করতে বলে; (ইফিষীয় ৫:১৫-১৬কলসীয় ৪:৫)বাইবেলে আমাদের সুযোগ ব‍্যবহার করতে উৎসাহিত করে। হয়তো এই দিন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীদের কাছে কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ তো নয়। তবে সুসমাচারের জন্য একটি বিশেষ দিন আমরা পেয়ে যাই। এই দিন জগত কোন বিশেষ কারণ বশতঃ খ্রিস্টানদের এক বিশেষ দিন বলে স্বীকার করে নিয়েছে। বিষয়কে বোঝানোর জন্য একটি কথা বলি। 

ভারতবর্ষে খ্রীষ্টের সুসমাচার প্রচার করা সময় নিপীড়ন 

খ্রিস্টানরা যখন আমাদের দেশে যীশু খ্রিস্টের সুসমাচার প্রচার করে, তখন খ্রিস্টানদের অবিশ্বাসীদের কাছ থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও কখনও গসপেলের জন্য অপব্যবহার, লাঠি খেতে হয়। কখনও ধর্ম পরিবর্তন মিথ্যা অভিযোগ করা হয়। কখনও মাঝ রাস্তায় জীবন্ত জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হয়, কখনও আবার মাঝ রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়। এই ভাবে নানা কারণে বশতঃ খ্রিস্টানদের কঠোর থেকে কঠোর শাষনের সম্মুখীন হতে হয়। যখন মানুষ এটি কোনও কারণে খ্রিস্টান উৎসব স্বীকার করেছে, তাহলে আমরা কেন একটি বিশেষ দিন হিসাবে সুযোগ ব্যবহার করতে পারি না? তাছাড়া আমরা এই দিন সুসমাচার প্রচার করলে কেউ তেমন একটা বিরোধ ও করবে না। সুতরাং সুযোগকে কাজে লাগিয়ে ঈশ্বরের মহিমা করা যেতে পারে, যেখানে বাইবেল আমাদের সুস্পষ্ট ভাবে সুযোগ ব্যবহারের করতে উৎসাহিত করে। সজাগ ভাষায় বলতে গেলে বাইবেল সুযোগ ব্যবহারের অনুমতি দেয়। এই দিন কবরের কাছে গিয়ে ধূপ জ্বালিয়ে, মালা পরিয়ে, বড়ো বড়ো ক্রুশ বহন করে পালন করা কোন মহত্ত্ব রাখে না। 

আমাদের উচিত সুসমাচার প্রচার করে গুড ফ্রাইডে উদযাপন করা। তাই প্রভু যীশুর বলিদানকে সুসংবাদ বলা হয়। প্রভু যীশু আপনাকে সুসমাচার প্রচার করার দায়িত্ব দিয়েছেন; (মার্ক ১৬:১৫-১৬, মথি ২৮:১৯-২০)। একটি কথা সকল খ্রীষ্ট বিশ্বাসীদের মনে রাখা প্রয়োজন। বাইবেল খ্রীষ্ট বিশ্বাসীদের একটি নির্দিষ্ট দিনকে সম্মান করে খ্রীষ্টের মৃত্যু স্মরণ করার নির্দেশ দেয় হয়নি। তবে বাইবেল আমাদের এই বিষয়ে নিয়ে স্বাধীনতা দেয় যথা; (রোমীয় ১৪:৫ BERV)।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ